Nishi kabbo- নিশি কাব্য

Nishi kabbo- নিশি কাব্য আসসালামু আলাইকুম,
আমার ফেসবুক পেজে আপনাকে স্বাগতম জানাই।
(13)

এই ইট পাথরের শহরে নিষ্পাপ মন গুলো কেমন যেনইটের মত শক্ত হয়ে যায়।  #ভ্রান্তকথন
13/08/2025

এই ইট পাথরের শহরে
নিষ্পাপ মন গুলো কেমন যেন
ইটের মত শক্ত হয়ে যায়।
#ভ্রান্তকথন

13/08/2025

শুভ সকাল

শুভ দুপুর সবাইকেআলহামদুলিল্লাহ
11/08/2025

শুভ দুপুর সবাইকে
আলহামদুলিল্লাহ

নিশ্চয় তিনি অহঙ্কারীদের পছন্দ করেন না।'সূরাঃ আন-নাহল |২৩
11/08/2025

নিশ্চয় তিনি অহঙ্কারীদের পছন্দ করেন না।'
সূরাঃ আন-নাহল |২৩

আস্-সালামু'আলাইকুম।আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন (সূরা আশ্-শূরা, সূরা নং ৪২ : আয়াত নং ৪৯ ও ৫০)......." أعوذ ب...
11/08/2025

আস্-সালামু'আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন (সূরা আশ্-শূরা, সূরা নং ৪২ : আয়াত নং ৪৯ ও ৫০).......

" أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم"

# لِّلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثࣰا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ
# أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانࣰا وَإِنَٰثࣰاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمࣱ قَدِيرࣱ

বাংলা অনুবাদ - ফজলুর রহমান।

৪৯ # আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। তিঁনি যা চান তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন,
৫০ # অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিঁনি মহাজ্ঞানী, সর্বশক্তিমান।

Assalamu Alaikum.
Allah Rabbul Alameen Says in the Qur'an (Surah Ash-Shura, Surah No.42 : Ayat No.49 & 50)........

English translation - Sahih International

49 # To Allah belongs the dominion of the heavens and the earth; He creates what He Wills. He gives to whom He Wills female [children], and He gives to whom He Wills males.
50 # Or He makes them [both] males and females, and He renders whom He Wills barren. Indeed, He is All-Knower and All-Powerful.

আস্-সালামু'আলাইকুম।আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন (সূরা আশ্-শূরা, সূরা নং ৪২ : আয়াত নং ৪১, ৪২ ও ৪৩).... " أعوذ...
10/08/2025

আস্-সালামু'আলাইকুম।
আল্লাহ রাব্বুল আলামীন কোরআন মজিদ-এ বলেন (সূরা আশ্-শূরা, সূরা নং ৪২ : আয়াত নং ৪১, ৪২ ও ৪৩)....

" أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم"

٤١ # وَلَمَنِ ٱنتَصَرَ بَعْدَ ظُلْمِهِۦ فَأُو۟لَـٰٓئِكَ مَا عَلَيْهِم مِّن سَبِيلٍ
٤٢ # إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظْلِمُونَ ٱلنَّاسَ وَيَبْغُونَ فِى ٱلْأَرْضِ بِغَيْرِ ٱلْحَقِّ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌۭ
٤٣ # وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنْ عَزْمِ ٱلْأُمُورِ

বাংলা অনুবাদ - ফজলুর রহমান।

৪১ # যারা অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে (ন্যায়বিচার প্রতিষ্ঠা করে), তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
৪২ # অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং অন্যায় ভাবে পৃথিবীতে বাড়াবাড়ি করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ।
৪৩ # (প্রতিকূলতার মুখেও) যে ধৈর্যধারণ করে ও ক্ষমা করে দেয়, তার এ কাজ অবশ্যই দৃঢ় সঙ্কল্পের (সাহসিকতার) পরিচায়ক।

Assalamu Alaikum.
Allah Rabbul Alameen Says in the Qur'an (Surah Ash-Shura, Surah No.42 : Ayat No.41, 42 & 43).......

English translation -
Dr. Mustafa Khattab,
The Clear Quran

41 # There is no blame on those who retaliates (enforce justice) after being wronged.
42 # Blame is only on those who wrong people and transgress in the land unjustly. It is they who will suffer a painful punishment.
43 # And whoever endures patiently and forgives—surely this is a resolve to aspire to.

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০১
09/08/2025

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক নীরব থাকলো, সে নাজাত (মুক্তি) পেলো।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৫০১

কিছু মানুষের বংশ খোঁজা লাগেনা তাদের মুখের ব্যবহারই যথেষ্ট
09/08/2025

কিছু মানুষের বংশ খোঁজা লাগেনা তাদের মুখের ব্যবহারই যথেষ্ট

ভাবছি তাদের দত্তক নিবো        ゚viralfbreelsfypシ゚viral  #
09/08/2025

ভাবছি তাদের দত্তক নিবো




゚viralfbreelsfypシ゚viral #


আল্লাহ তা‘আলা বলেছেন,﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَع...
09/08/2025

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ٢١ ﴾ [الروم: ٢١]

“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে”। [সূরা : আর্-রূম: ২১]

হাদীসে এসেছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি”।[1]

When life gets blurry,Adjust your focus
08/08/2025

When life gets blurry,
Adjust your focus



08/08/2025

জুম্মা মোবারক সবাইকে

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nishi kabbo- নিশি কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share