StyleEmbo.com

StyleEmbo.com StyleEmbo – Your Signature in Every Stitch ✨
Handcrafted embroidery & elegant fashion made in Bangladesh, loved across the Middle East. DM for custom orders 💖

Where tradition meets modern style.

21/11/2025

ভূমিকম্প অনুভূত😥😥
সাভার ঢাকা

৬ লাখ টাকা দিয়ে সৌদি গিয়ে, এয়ারপোর্টে কেউ নিতে আসেনি, সৌদিতে ঐ নামে কোন কোম্পানি নাই, ৬ লাখ টাকা একজন সাধারণ মানুষের কাছ...
28/10/2025

৬ লাখ টাকা দিয়ে সৌদি গিয়ে, এয়ারপোর্টে কেউ নিতে আসেনি, সৌদিতে ঐ নামে কোন কোম্পানি নাই, ৬ লাখ টাকা একজন সাধারণ মানুষের কাছে অনেক, বিদেশ যাওয়ার আগে সব ভালো করে যাচাই করে নেওয়া ভালো।🥲
— কালেক্ট ফেইসবুক

💔 প্রতিটা কার্গো মানে ছিলো — কোনো উদ্যোক্তার স্বপ্ন,কোনো গ্রাহকের আশা, আর অনেক পরিবারের আয়ের উৎস।শাহজালাল আন্তর্জাতিক বি...
18/10/2025

💔 প্রতিটা কার্গো মানে ছিলো — কোনো উদ্যোক্তার স্বপ্ন,
কোনো গ্রাহকের আশা, আর অনেক পরিবারের আয়ের উৎস।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে
ঘটিত দুঃখজনক পরিস্থিতিতে আমরা সত্যিই মর্মাহত। 😔

দেশের ই-কমার্স ও আমদানি খাতের অনেকেই এতে প্রভাবিত হয়েছেন।
সবাই যেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন—
এই দোয়া রইলো। 🤲

15/10/2025

আমরা মাত্র ১৫০ টাকা থেকে শুরু শাড়ির কাজ করে দিয়ে থাকি, এবং পাইকারি ও খুচরা শাড়ি থ্রি পিস বিক্রি করে থাকি। অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইড ও পেইজে, এবং দারাজে।

সত্যিই প্রশংসনীয় ❤️❤️❤️
15/10/2025

সত্যিই প্রশংসনীয় ❤️❤️❤️

কাকে বিশ্বাস করবো বলেন তো? আমাদের আবেগের সাথে সবাই খেলে ঠিক এভাবেই 😒এই যে বোকা সহজ সরল ভাবা রিপন মিয়াই পুরো জাতিকে বোকা...
14/10/2025

কাকে বিশ্বাস করবো বলেন তো? আমাদের আবেগের সাথে সবাই খেলে ঠিক এভাবেই 😒

এই যে বোকা সহজ সরল ভাবা রিপন মিয়াই পুরো জাতিকে বোকা*** বানিয়ে ছেড়ে দিলো একদম। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ায়,নিজের মা বাবাকে নিজের মা বাবা বলে পরিচয় দিতে বলে লজ্জা পান রিপন মিয়া😃 তাদেরকে দেন না কোন ভরণপোষণও। নিজে থাকেন ভালো বাড়িতে আর মা বাবার জায়গা হয়েছে এখন ভাঙাচোরা বাড়িতে। এমনকি নিজের বউ বাচ্চা থাকা সত্ত্বেও অস্বীকার করেন কিভাবে? , নিজের বউকে বড় ভাইয়ের উপর চাপিয়ে দেয় সাংবাদিকদের কাছে, হায় রে 😒।

এমনকি নিজের আসল রুপ বেরিয়ে আসার ভয়ে- গতকাল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন এই রিপন মিয়া। পাবলিকের সিমপ্যাথি নিয়ে কাজে লাগাতে যেয়ে এইবার ব্যর্থ হয়ে গেলেনে একদম ।

যাকে একটু ভালো ভেবে, আমরা মনে জায়গা দেই, দিন শেষে সে-ই আমাদের ইমোশন নিয়ে খেলে। আমাদের ইমোশন দিয়ে বিজনেস করে এরা । আর দিনশেষে আমরা বোকা*** হয়ে যাই আমরা,

হা হা এটাই বাস্তব 😅

14/10/2025

জামা শুধু পরার জিনিস নয়, এটা আমাদের স্টাইল আর যত্নের প্রতিচ্ছবি। 💖
তাই তোমার প্রিয় এমব্রয়ডারি জামাগুলো যেন সবসময় নতুনের মতো থাকে, নিচের ৫টি যত্নের টিপস মেনে চলো 👇

🧵 ১. সূর্যের তীব্র আলোয় কাপড় শুকিয়ো না — এতে রঙ ফিকে হয়ে যায়, নকশার সৌন্দর্য কমে যায়।

🪡 ২. এমব্রয়ডারি করা জামা সবসময় উল্টো করে ধুয়ে নাও। এতে সুতো আর ডিজাইন অক্ষত থাকবে।

💧 ৩. হাতে ধোয়া সবসময়ই নিরাপদ। হালকা গরম পানি ব্যবহার করো, মেশিনে নয়।

🌸 ৪. পারফিউম সরাসরি কাপড়ে নয় — শরীরে ব্যবহার করো, জামার রঙ টিকবে অনেকদিন।

👗 ৫. সংরক্ষণের আগে জামা ভালোভাবে শুকিয়ে নাও। না হলে ফাঙ্গাসে ক্ষতি হতে পারে।

তোমার যত্নেই পোশাকের সৌন্দর্য দীর্ঘস্থায়ী হয়। ✨

StyleEmbo.com এর পক্ষ থেকে আমরা চাই এটা বাস্তবায়ন হোক। আপনারাও কি চান?
13/10/2025

StyleEmbo.com এর পক্ষ থেকে আমরা চাই এটা বাস্তবায়ন হোক। আপনারাও কি চান?

মোহাম্মদপুরের এক পরিশ্রমী মানুষ—৭৫ হাজার টাকা লোন নিয়ে কিনেছিলেন একটি অটোরিকশা।সেই রিকশাটিই ছিল তার একমাত্র জীবিকার ভরসা...
12/10/2025

মোহাম্মদপুরের এক পরিশ্রমী মানুষ—৭৫ হাজার টাকা লোন নিয়ে কিনেছিলেন একটি অটোরিকশা।
সেই রিকশাটিই ছিল তার একমাত্র জীবিকার ভরসা। প্রতিদিন সকাল থেকে রাত—ঘাম ঝরিয়ে সংসার চালাতেন, স্বপ্ন ছিল ধীরে ধীরে ঋণটা শোধ করবেন।

কিন্তু গত শুক্রবার সকাল ৭টার দিকে, ইকবাল রোডের খেলার মাঠের সামনে থেকে ডাক্তারি পোশাক পরা এক নারী ধূর্তভাবে তার রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
মাত্র কয়েক মিনিটেই মানুষটার জীবনের সব ভরসা হারিয়ে যায়।

এখন তিনি ভেঙে পড়েছেন—চোখে অশ্রু, মুখে শুধু একটাই কথা,
“এখন আমি কীভাবে চলব?”

ঋণের টাকা, সংসারের খরচ—সবই এখন অন্ধকারে ডুবে গেছে।
আর আশপাশের মানুষও তার এই আর্তনাদে চুপ থাকতে পারেননি...

🕊 আল্লাহ যেন তাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করেন।
#মোহাম্মদপুর #মানবতা #সহানুভূতি #দোয়া_করুন

🌸 আল্লাহ চাইলে কি না হয়… 🌸বরিশালের এক সাধারণ নারী, লামিয়া আক্তার, কিন্তু তার জীবনের আজকের দিনটি হয়ে গেছে অসাধারণেরও ওপরে...
11/10/2025

🌸 আল্লাহ চাইলে কি না হয়… 🌸

বরিশালের এক সাধারণ নারী, লামিয়া আক্তার, কিন্তু তার জীবনের আজকের দিনটি হয়ে গেছে অসাধারণেরও ওপরে।
আল্লাহর অপার কুদরতে তিনি একসাথে ৫ সন্তান জন্ম দিয়েছেন — ৩ ছেলে ও ২ মেয়ে! 🍼💖

চিকিৎসকরা বলেছেন, মা ও বাচ্চা সবাই পুরোপুরি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ 🤲
বিশ্বের ইতিহাসে এমন ঘটনা ঘটে প্রায় দেড় কোটিতে মাত্র একবার!
এ যেন এক জীবন্ত প্রমাণ —
👉 “আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব।”

চলো, আমরা সবাই ছোট্ট এই ৫ নবজাতকের জন্য দোয়া করি —
🌺 যেন আল্লাহ তাদের সুস্থ, সুন্দর, ঈমানদার জীবন দান করেন।
🌺 আর মায়ের জীবনভর রাখেন শান্তি ও রহমতে ভরা।

#আলহামদুলিল্লাহ #অলৌকিক #বরিশাল #লামিয়া_আক্তার #দোয়া_করুন

10/10/2025

🌸 হাতের কাজের জামা – ভালোবাসার স্পর্শে তৈরি 🌸
একটা জামা শুধু কাপড় নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে ভালোবাসার গল্প। ❤️

🧵 আজকাল সবাই মেশিনে তৈরি জামা পরে।
চমক আছে, কিন্তু উষ্ণতা নেই।
যে জামায় হাতের ছোঁয়া নেই, সেখানে মায়া কোথায়?

🌼 ভাবুন তো, একদিন আপনার মেয়ে বা বোন জিজ্ঞেস করল —
“এই জামাটা কে বানিয়েছে?”
আপনি বললেন — “একজন কারিগর, নিজের হাতে সুই-সুতোয় এঁকেছে প্রতিটা ফুল।”
তার চোখের সেই হাসিটাই আসল সৌন্দর্য 💛

👩‍🧵 গ্রামের মেয়ে রাইনা পুরনো সেলাই মেশিনে বসে প্রতিদিন নতুন স্বপ্ন আঁকত।
তার হাতের সেলাই নিখুঁত নয়, কিন্তু প্রতিটা সেলাইয়ে ছিল মায়া, ধৈর্য আর গল্প।
একদিন এক ক্রেতা বলল —
“এই জামায় একটা প্রাণ আছে।”
সেই দিন থেকেই রাইনার জামা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। ❤️

✨ আজ রাইনা শুধু জামা বানায় না, সে বানায় ভালোবাসার অভিজ্ঞতা।
যে জামা পরলে মনে হয়, কেউ যেন আপনাকে ভালোবেসে বানিয়েছে—
একটা মেশিন নয়, একজন মানুষ।

🎁 এখন সেই রাইনার হাতের কাজের জামা পাওয়া যাচ্ছে আপনার কাছেও।
রঙে, সেলাইয়ে আর ডিজাইনে প্রতিটা জামা একেবারেই আলাদা,
ঠিক যেমন আপনার গল্প।

🌷 নিজের জন্য বা প্রিয়জনের জন্য একটা হাতের কাজের জামা নিন—
ভালোবাসা দিয়ে বানানো জামা, ভালোবাসা দিয়েই পড়ুন। 💖

👉 এখনই দেখে নিন আমাদের কালেকশন: [styleembo. com]

#হাতের_কাজের_জামা #বাংলাদেশী_হাতের_কাজ #রাইনার_জামা

এপ্লিক , সাথে এমব্রয়ডারি , শাড়ির কাজ চলছে
10/10/2025

এপ্লিক , সাথে এমব্রয়ডারি , শাড়ির কাজ চলছে

Address

Dhaka
1344

Alerts

Be the first to know and let us send you an email when StyleEmbo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share