Samiur Rahman

Samiur Rahman Official page of Samiur Rahman MAGNETISM
Fashion-Skincare-Fitness-Grooming and more

Le Halua
24/10/2025

Le Halua

18/10/2025

I Used কাঁসার প্লেট for 30 Days (Here is the result)

18/10/2025

She never fooled you. You always knew exactly what she was!
You lover her anyway.

i don't care about her past. i'll fix her.her past:
17/10/2025

i don't care about her past. i'll fix her.
her past:

16/10/2025

My minimal everyday carry as a Fashion Creator - Only 7 EDC I actually Carry with me - You should too

12/10/2025

People who always say they love you but never fix what hurts you -they don't love you, they love the comfort of having you. Love without effort is just an illusion.

11/10/2025

VIRAL Korean 10000 TAKA Skin Color ANALYSIS TEST! 😱

কেউ এটাকে বলবেন ট্রেন্ড, কেউ বলছেন ভাইরালের ভাইরাস, আবার কেউ হয়তো বলবেন প্রজন্মগত অধঃপতন৷ কিন্তু আমার কাছে মনে হয়, এতোসব...
10/10/2025

কেউ এটাকে বলবেন ট্রেন্ড, কেউ বলছেন ভাইরালের ভাইরাস, আবার কেউ হয়তো বলবেন প্রজন্মগত অধঃপতন৷ কিন্তু আমার কাছে মনে হয়, এতোসব আলাপের ভিড়ে আরেকটা সম্ভাবনা চাপা পড়ে যায়৷ সেটা হলো—নীরব বেকারত্ব।

একটা সময় ছিল যখন সন্তানেরা বাবার কাঁধের উপর চড়েই যৌবনের একটা অংশ পার করে দিতে পারত অনায়াসে। বাবাদের যে আহামরি উপার্জন বা সহায় সম্পদ থাকত তা-ও নয়৷ তথাপি, সেই স্বল্প আয়ের সংসারেও বাবার উপার্জনের উপর ভর করে অনেক সন্তানাদি বড় হয়ে উঠত। কেউ কলেজে পড়ছে কিন্তু সম্পূর্ণ খরচা বাবা বহন করছে। কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, সম্পূর্ণ খরচটাও বাবা বহন করতেন নিজের পকেট থেকে বাড়তি কোনো টানাপোড়েন বা চাপ ব্যতীতই।

কিন্তু, সেই সহজিয়া সময়টা এখন আর নেই। জীবন সংসারে এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আর খরচাপাতির পরিমাণ এতো বেশি বেড়েছে যে, একটা স্মার্ট স্যালারির চাকরি করেও, দুটো সন্তানকে ভালো স্কুলে পড়াতেই এখনকার বাবারা হিমশিম খেয়ে যাচ্ছে।

ঢাকা শহরে থাকছি আজকে প্রায় দশ বছর হতে চলল। এই জাদুর শহরে ৩০ হাজার টাকা বেতনের চাকরি দিয়ে চার থেকে পাঁচজন মানুষের একটা সংসার টেনে নিয়ে যাওয়া কী পরিমাণ যে টানাপোড়েনের ঘটনা—এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যারা যায়নি বা যাচ্ছে না তারা ব্যতীত আর কেউ বুঝবে না।

একটা সময় ছিল যখন মানুষের চাহিদার পরিমাণও সীমিত ছিল৷ তিনবেলা আহারের সংস্থান হলেই মানুষগুলোর দিব্যি চলে যেতো। ফলে, আহার সংস্থানকেন্দ্রিক জীবনব্যবস্থাই ছিল এখানে মূল ঘটনা৷

কিন্তু এখন?

এখনকার সময়ে ক্লাস এইটে পড়ুয়া একটা ছেলের মাসিক হাত খরচও কম করে হলে হাজার পাঁচেক টাকা৷ তার ইন্টারনেট বিল দেওয়া লাগে। নিয়ম করে বন্ধুদের সাথে তাকে ঘুরতে যেতে হয়, আড্ডা দিতে হয়। দুই মাসে অন্তত একবার শপিং। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান, প্রেমজনিত ব্যাপারাদি থাকলে সেইসব খরচা (আজকালকার দিনে তো অসম্ভব না)—সব মিলিয়ে তার যে এই বাড়তি খরচা, এটা বাবাদের উপার্জন থেকে বের আনতে কয়জন সন্তান পারে? দিনকাল যে হারে কঠিন হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, সেই হারে তো তার বাবার বেতন বাড়েনি।

এইসব বাড়তি খরচের সংস্থান কল্পে অনেকসময় তাকে উপার্জনের রাস্তা খুঁজতে হয়। কিন্তু, এই স্কিল আর প্রযুক্তির উৎকর্ষতার যুগে সে দেখতে পায়, এইখানে উপার্জন ব্যাপারটা পাহাড় ঠেলার মতোই কঠিন। তার না আছে যোগ্যতা, না আছে স্কিল, না আছে অভিজ্ঞতা।

তাহলে সে কী করবে?

সে বেছে নেয় এই ধরণের ক্রিঞ্জ উপায়। সে জানে, দুনিয়াটা এখন একইসাথে কঠিন এবং একইসাথে সহজও৷ সে যদি নিয়মতান্ত্রিক উপায়ে হাঁটতে চায়, জীবন তার সামনে হিমালয়ে উঠার মতোই কঠিন হয়ে ধরা দেবে। তবে, যদি সে নিয়মের বাইরে গিয়ে কাজ করে যা আপাত দেখতে অস্বস্তিকর আর বেঢপ, তার জন্য অনেকখানি রাস্তা সহজ হয়ে যায়।

এই চিন্তা থেকেই কাউকে কেক বেচতে এসে নাচতে হচ্ছে, কাউকে কেক বেচতে এসে গান গাইতে হচ্ছে, কাউকে করতে হচ্ছে সিনক্রিয়েট।

শুধু কেক বেচার বেলাতেই নয়, এইসব সিম্পটম এখন অনেক পেশাতেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে।

হতে পারে অনেকে ক্রিঞ্জ টাইপ মনোভাব থেকে, ভাইরালের নেশায় কিংবা প্রজন্মগত অধঃপতন থেকে এসব করে। তবে এটাও সমানভাবে সত্য—ভয়াবহ বেকারত্বও এইসব ঘটনার পেছনে এক বড় অনুঘটক হিশেবে কাজ করছে।

দেশে এক নীরব বিপ্লব চলছে৷ বেকার বিপ্লব।

আরিফ আজাদ

Influencer Rank: Lieutenant General
10/10/2025

Influencer Rank: Lieutenant General

২০১৫ সালের ৪ অক্টোবর Mr. Beast এই ভিডিওটা Schedule করে ফিউচার এর জন্য, ঠিক দশ বছর পরে।গতকাল এই ভিডিওটা পাবলিশ হয়। ভিডিওট...
05/10/2025

২০১৫ সালের ৪ অক্টোবর Mr. Beast এই ভিডিওটা Schedule করে ফিউচার এর জন্য, ঠিক দশ বছর পরে।
গতকাল এই ভিডিওটা পাবলিশ হয়।
ভিডিওটা করার সময় ওর সাবস্ক্রাইবার ৮,০০০। ও তখন বলতেসিলো, ও অনেক করে চায় যেন ২০২৫ এ এই ভিডিও আপলোড হতে হতে ওর যেন অন্তত ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়।
ও বলতেসিলো, কালকে আমার পরীক্ষা, আমি না পড়ে ভিডিওটা বানাচ্ছি, i hope একদিন ভালো কিছু হবে। তবে আমি মরেও যেতে পারি। বাট আপনারা মিলায়ে দেইখেন, ইত্যাদি ইত্যাদি।
আজকে, Mr. Beast পৃথিবীর এক নম্বর ইউটিউবার, ও এক মিলিয়ন চাইসিলো, ওর বর্তমান সাবস্ক্রাইবার ৪৪৩ মিলিয়ন!
Mr. Beast এর এই ভিডিওতে দেখবেন ওর মধ্যে জড়তা আছে, হতাশাও একটু আছে, একটু শংকা ভয় আছে, তবে যেটার অভাব নাই সেটা হলো 'obsession'.
লাইফে যেটা আমরা চাই, ওটার জন্য obsessed হইলে, আমরা পাবো ই, আল্লাহ মিলায়ে দিবেই। But এই obsession এ কোন খাদ থাকা যাবে না, হইতে হবে একদম পিওর, একদম Mr. Beast এর মত!

First Day at my job as Branding and Marketing Employee.
04/10/2025

First Day at my job as Branding and Marketing Employee.

03/10/2025

Choose your words wisely. Once spoken, you can’t undo them. Many people are careless with their words. They curse, swear, hurl vulgarities, use harsh words which hurt others in the process. Don’t live to regret what you uttered.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Samiur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiur Rahman:

Share