অয়ন প্রকাশন

অয়ন প্রকাশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অয়ন প্রকাশন, Dhaka.

26/06/2025
বু দ্ধি ভি ত্তি ক  জ্ঞা ন চ র্চা য়  ব ই  হো ক  নি ত্য স ঙ্গীপৃথিবীতে বই পড়া মানুষের সংখ্যা কমে যাওয়া নিয়ে নানা কথা বলেন।...
23/04/2025

বু দ্ধি ভি ত্তি ক জ্ঞা ন চ র্চা য় ব ই হো ক নি ত্য স ঙ্গী

পৃথিবীতে বই পড়া মানুষের সংখ্যা কমে যাওয়া নিয়ে নানা কথা বলেন। এর মধ্যে আজ দেখে নেওয়া যাক, বিশ্বের কোন দেশের মানুষ বেশি বা কম বই পড়েন।
সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন কোন দেশের নাগরিকেরা কত বই পড়েন, তা নিয়ে একটি জরিপ করে। পাঠকের ওপর চালানো সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপে উঠে এসেছে নানা তথ্য। বিশ্বের ১০২টি দেশে এ জরিপ চালানো হয়। এই তালিকায় দেখে নেওয়া যাক কোন দেশ কতো তম স্থান আছেন।
সবার প্রথমে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, তারা বছরে গড়ে ১৭টি বই পড়েন প্রায় ৩৫৭ ঘন্টা ।
তাদের পরেই দ্বিতীয় স্থানে ভারতীয়রা, বছরে গড়ে ১৬টি বই পড়েন প্রায় ৩৫২ ঘন্টা ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশটি যুক্তরাজ্য, বছরে গড়ে ১৫টি বই পড়েন প্রায় ৩৪৩ ঘন্টা।
যুক্তরাজ্যের পরই আছে ফ্রান্স, বছরে গড়ে ১৪টি করে বই পড়েন প্রায় ৩০৫ ঘন্টা।
তালিকার পঞ্চম স্থানের দেশটি ইতালি, বছরে গড়ে ১৩টি বই পড়েন প্রায় ২৭৮ ঘন্টা।
আর প্রতি মাসে একটি করে বই পড়েন কানাডার পাঠকেরা, বছরে ১২টি বইপড়ুয়ার দেশের নাগরিকেরা বইয়ের পেছনে সময় ব্যয় করেন প্রায় ২৩২ ঘণ্টা।
কানাডার পরই আছে রাশিয়া, দেশটির নাগরিকেরা বছরে ১১টি বই পড়েন প্রায় ২২৩ ঘন্টা।
অষ্টমে থাকা দেশটির নাম অস্ট্রেলিয়া, বছরে ১০টি বই পড়েন প্রায় ২১৭ ঘন্টা।
এরপরই নবম স্থানে আছে স্পেন, বছরে বই পড়েন গড়ে ৯টি প্রায় ১৮৭ ঘন্টা।
১০ম স্থানে থাকা দেশটি টিউলিপের দেশ নেদারল্যান্ডস, গড়ে বছরে ৮টি বই পড়েন প্রায় ১৮২ ঘন্টা।
এদিকে জরিপ অনুযায়ী বই পড়ার ক্ষেত্রে পেছনের দিকে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ আছে ৯৭তম অবস্থানে, একজন বাংলাদেশি বছরে গড়ে বই পড়েন মাত্র তিনটি, বই পড়ায় বছরে আমাদের পাঠকের সময় কাটে মাত্র ৬২ ঘণ্টা।
বাংলাদেশের পরই ৯৮তম স্থানে আছে আরব আমিরাত, বছরে গড়ে ২ দশমিক ৭১টি বই পড়েন আর বই পড়তে সময় যায় ৬০ ঘণ্টা।
৯৯তম অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব, বছরে গড়ে ২ দশমিক ৬৯টি বই পড়েন আর বই পড়তে সৌদিদের সময় যায় ৬০ ঘণ্টা।
১০০তম অবস্থানে আছে পাকিস্তান, বছরে গড়ে ২ দশমিক ৬টি বই পড়েন পাকিস্তানিরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৬০ ঘণ্টা।
২০২৪ সালে ৬ লাখ ৫০ হাজারের বেশি পাঠকের ওপর চালানো জরিপের ভিত্তিতে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।
বই পড়ার এই হিসেবকে সাথে নিয়েই অয়ন প্রকাশন ২ যুগের অধিক সময় বই প্রকাশনাকে এগিয়ে নিয়ে এসেছে পাঠকের ভালোবাসাকে হৃদ্য হয়ে।

বিশ্ব বই দিবসে সবাইকে শুভেচ্ছা।

#বিশ্ব_বই_দিবস #অয়নপ্রকাশনেরবই #বই ্রকাশন

27/03/2025

হাজার রজনীর চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল ক্বদর এর এই রাতে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সকলের গুণাহ্ সমূহ মাফ করেন। আমীন।

26/03/2025

স্বাধীনতা দিবসে সকল বীর সৈনিকদের প্রতি 'অয়ন প্রকাশন' এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

টিম অয়ন প্রকাশনের একটি বিকেল-সন্ধ্যা। প্রাতিষ্ঠানিক কাগজে-কলমে সম্পর্কের চেয়েও কখনো কখনো সম্পর্ক হয়ে ওঠে আত্মিক। এমন সম্...
11/03/2025

টিম অয়ন প্রকাশনের একটি বিকেল-সন্ধ্যা। প্রাতিষ্ঠানিক কাগজে-কলমে সম্পর্কের চেয়েও কখনো কখনো সম্পর্ক হয়ে ওঠে আত্মিক। এমন সম্পর্কই গড়ে উঠুক এই ভূ-খণ্ডে।

05/03/2025

বইমেলার শেষের দিকে ‘অয়ন প্রকাশন’ থেকে সফিকুর রহমান এর কাব্যগ্রন্থ ‘প্রিয় অভিমান’ বইটির মোড়ক উন্মোচন এবং লেখক সাক্ষাৎকার অনুষ্ঠানটির ভিডিওগ্রাফী।

্রকাশন
ুশে_বইমেলা_২০২৫
#লেখক_প্রকাশক_আড্ডা
#মেলায়_নতুন_বই
#পাঠকের_চোখে_অয়ন_প্রকাশন #পাঠকআড্ডা #অয়ন #বইমেলা২০২৫ #বইপ্রেমী #নতুনবই #জ্ঞানচর্চা #বাংলা_সাহিত্য #স্মৃতিচারণ #নতুন_বই

04/03/2025

বইমেলার শেষের দিকে কিছু বই এবং লেখকদের আড্ডায় মুখরিত ছিল ‘অয়ন প্রকাশন’।
* লেখক ফারুক মেহেদীর ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার এবং ব্রেকফাস্ট’।
* কবি বাবু হাবিবুল এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘বিশুদ্ধ বৃষ্টির জলে’ এবং
* লেখক মোঃ বদিউজ্জামান এর ‘মেঘপরিদের দেশে’।

এছাড়াও রয়েছে
* বাবলী খান এর দুটি গ্রন্থ :
‘এক শ প্রেমের কবিতা’ এবং ‘জীবন পাতার গল্প’।
* কবি সিকান্দার কবীর এর ‘লোকটা পাখিদের কেউ’

্রকাশন
ুশে_বইমেলা_২০২৫
#লেখক_প্রকাশক_আড্ডা
#মেলায়_নতুন_বই
#পাঠকের_চোখে_অয়ন_প্রকাশন #পাঠকআড্ডা #অয়ন #বইমেলা২০২৫ #বইপ্রেমী #নতুনবই #জ্ঞানচর্চা #বাংলা_সাহিত্য #স্মৃতিচারণ #নতুন_বই

04/03/2025

অমর একুশে বইমেলা ২০২৫ এর মাসব্যাপী আয়োজনে ‘অয়ন প্রকাশন’ বেশ কয়েকটি ইভেন্টে কাজ করেছে।

#পাঠক_মতামত
#বসন্ত_ও_ভ্যালেন্টাইন_পর্ব
#লেখক_প্রকাশক_আড্ডা
#বইমেলা_থেকে_বলছি
#মনছবি_রঙ_করি
#মেলায়_নতুন_বই
এর মধ্যে তিনটি ইভেন্টকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে :
#লেখক_প্রকাশক_আড্ডা এই পর্বে লেখকদের মতামত গ্রহণ।
#বইমেলা_থেকে_বলছি (বই-পরিচিতি)।
#মনছবি_রঙ_করি (শিশুদের রঙ করা প্রতিযোগিতা এবং পুরস্কার ও সনদ প্রদান)।

্রকাশন
ুশে_বইমেলা_২০২৫
#পাঠকের_চোখে_অয়ন_প্রকাশন #পাঠকআড্ডা #অয়ন #বইমেলা২০২৫ #বইপ্রেমী #নতুনবই #জ্ঞানচর্চা #বাংলা_সাহিত্য #স্মৃতিচারণ #নতুন_বই

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when অয়ন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share