23/04/2025
বু দ্ধি ভি ত্তি ক জ্ঞা ন চ র্চা য় ব ই হো ক নি ত্য স ঙ্গী
পৃথিবীতে বই পড়া মানুষের সংখ্যা কমে যাওয়া নিয়ে নানা কথা বলেন। এর মধ্যে আজ দেখে নেওয়া যাক, বিশ্বের কোন দেশের মানুষ বেশি বা কম বই পড়েন।
সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন কোন দেশের নাগরিকেরা কত বই পড়েন, তা নিয়ে একটি জরিপ করে। পাঠকের ওপর চালানো সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপে উঠে এসেছে নানা তথ্য। বিশ্বের ১০২টি দেশে এ জরিপ চালানো হয়। এই তালিকায় দেখে নেওয়া যাক কোন দেশ কতো তম স্থান আছেন।
সবার প্রথমে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, তারা বছরে গড়ে ১৭টি বই পড়েন প্রায় ৩৫৭ ঘন্টা ।
তাদের পরেই দ্বিতীয় স্থানে ভারতীয়রা, বছরে গড়ে ১৬টি বই পড়েন প্রায় ৩৫২ ঘন্টা ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশটি যুক্তরাজ্য, বছরে গড়ে ১৫টি বই পড়েন প্রায় ৩৪৩ ঘন্টা।
যুক্তরাজ্যের পরই আছে ফ্রান্স, বছরে গড়ে ১৪টি করে বই পড়েন প্রায় ৩০৫ ঘন্টা।
তালিকার পঞ্চম স্থানের দেশটি ইতালি, বছরে গড়ে ১৩টি বই পড়েন প্রায় ২৭৮ ঘন্টা।
আর প্রতি মাসে একটি করে বই পড়েন কানাডার পাঠকেরা, বছরে ১২টি বইপড়ুয়ার দেশের নাগরিকেরা বইয়ের পেছনে সময় ব্যয় করেন প্রায় ২৩২ ঘণ্টা।
কানাডার পরই আছে রাশিয়া, দেশটির নাগরিকেরা বছরে ১১টি বই পড়েন প্রায় ২২৩ ঘন্টা।
অষ্টমে থাকা দেশটির নাম অস্ট্রেলিয়া, বছরে ১০টি বই পড়েন প্রায় ২১৭ ঘন্টা।
এরপরই নবম স্থানে আছে স্পেন, বছরে বই পড়েন গড়ে ৯টি প্রায় ১৮৭ ঘন্টা।
১০ম স্থানে থাকা দেশটি টিউলিপের দেশ নেদারল্যান্ডস, গড়ে বছরে ৮টি বই পড়েন প্রায় ১৮২ ঘন্টা।
এদিকে জরিপ অনুযায়ী বই পড়ার ক্ষেত্রে পেছনের দিকে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ আছে ৯৭তম অবস্থানে, একজন বাংলাদেশি বছরে গড়ে বই পড়েন মাত্র তিনটি, বই পড়ায় বছরে আমাদের পাঠকের সময় কাটে মাত্র ৬২ ঘণ্টা।
বাংলাদেশের পরই ৯৮তম স্থানে আছে আরব আমিরাত, বছরে গড়ে ২ দশমিক ৭১টি বই পড়েন আর বই পড়তে সময় যায় ৬০ ঘণ্টা।
৯৯তম অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব, বছরে গড়ে ২ দশমিক ৬৯টি বই পড়েন আর বই পড়তে সৌদিদের সময় যায় ৬০ ঘণ্টা।
১০০তম অবস্থানে আছে পাকিস্তান, বছরে গড়ে ২ দশমিক ৬টি বই পড়েন পাকিস্তানিরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৬০ ঘণ্টা।
২০২৪ সালে ৬ লাখ ৫০ হাজারের বেশি পাঠকের ওপর চালানো জরিপের ভিত্তিতে সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।
বই পড়ার এই হিসেবকে সাথে নিয়েই অয়ন প্রকাশন ২ যুগের অধিক সময় বই প্রকাশনাকে এগিয়ে নিয়ে এসেছে পাঠকের ভালোবাসাকে হৃদ্য হয়ে।
বিশ্ব বই দিবসে সবাইকে শুভেচ্ছা।
#বিশ্ব_বই_দিবস #অয়নপ্রকাশনেরবই #বই ্রকাশন