Krishna Kotha - কৃষ্ণ কথা

  • Home
  • Krishna Kotha - কৃষ্ণ কথা

Krishna Kotha - কৃষ্ণ কথা - জেগে উঠো সনাতনীরা....🚩✊

- ভাগবত গীতার আলো ঘরে ঘরে জালো🥀💙

- কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে উটুক আরেকবার🚩✊

🚩🙏 জয় শ্রী রাম 🙏🚩

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏5-দিনের অনন্য কর্ণাটক গ্রীষ্মকালীন সফরের যাত্রাপথদিন 1: ব্যাঙ্গালোরে আগমন এবং কুর্গে স্থ...
11/08/2025

কেউ অবহেলা করে এড়িয়ে যাবেন না🙏
5-দিনের অনন্য কর্ণাটক গ্রীষ্মকালীন সফরের যাত্রাপথ
দিন 1: ব্যাঙ্গালোরে আগমন এবং কুর্গে স্থানান্তর
সকাল: ব্যাঙ্গালোরে পৌঁছান, তারপর কুর্গে যান (প্রায় 6 ঘন্টা)।
বিকেল:
অ্যাবে জলপ্রপাত: কফির বাগানে ঘেরা এই সুন্দর জলপ্রপাতটি ঘুরে দেখুন।
রাজার আসন: আশেপাশের পাহাড় এবং উপত্যকার অত্যাশ্চর্য দৃশ্য সহ এই বাগানটি দেখুন।
সন্ধ্যা:
মাদিকেরি ফোর্ট: এই ঐতিহাসিক দুর্গটি অন্বেষণ করুন, যেখানে কুর্গের ইতিহাস প্রদর্শনের একটি যাদুঘরও রয়েছে।
রাতের খাবার: পান্ডি কারি এবং বাঁশের শুটের তরকারির মতো খাবারের সাথে একটি ঐতিহ্যবাহী কুর্গি খাবার উপভোগ করুন।
দিন 2: কুর্গ থেকে চিকমাগালুর
সকাল:
দুবারে এলিফ্যান্ট ক্যাম্প: সকালটা হাতির সাথে আলাপচারিতায় কাটান এবং কোরাকল রাইড উপভোগ করুন।
বিকাল: চিকমাগালুর (প্রায় 3-4 ঘন্টা) ড্রাইভ করুন।
সন্ধ্যা:
মুল্লায়ানাগিরি: সময় অনুমতি দিলে, অত্যাশ্চর্য দৃশ্য এবং শীতল বাতাসের জন্য কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ মুল্লায়ানাগিরি পরিদর্শন করুন।
রাতের খাবার: একটি স্থানীয় রেস্তোরাঁয় খাবার উপভোগ করুন, মালনাদের খাবারের স্বাদ নিন।
দিন 3: চিকমাগালুর অন্বেষণ
সকাল:
কফি প্ল্যান্টেশন ট্যুর: একটি কফি এস্টেটের একটি নির্দেশিত সফর নিন এবং কফি তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানুন।
হেব্বি জলপ্রপাত: হেব্বি জলপ্রপাত থেকে ট্রেক করুন, কফি বাগানের মাঝে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত।
বিকেল:
বাবা বুদাঙ্গিরি: গুহা এবং সুফি সাধক বাবা বুদানের মাজারের জন্য পরিচিত এই পর্বতশ্রেণীতে যান।
সন্ধ্যা:
হিরেকোলালে হ্রদ: এই মনোরম লেকের পাশে একটি শান্তিপূর্ণ সন্ধ্যা উপভোগ করুন।
রাতের খাবার: কাছাকাছি একটি রেস্তোরাঁয় স্থানীয় মালনাদের সুস্বাদু খাবারের স্বাদ নিন।
দিন 4: চিকমাগালুর থেকে হাম্পি
সকাল: হাম্পির জন্য তাড়াতাড়ি প্রস্থান (প্রায় 6-7 ঘন্টা)।
বিকেল:
বিজয়া বিট্টলা মন্দির: পাথরের রথ এবং বাদ্যযন্ত্রের স্তম্ভের জন্য পরিচিত এই আইকনিক মন্দিরটি দিয়ে হাম্পি অন্বেষণ শুরু করুন।
বিরুপাক্ষ মন্দির: ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই প্রাচীন মন্দিরটি দেখুন, হাম্পির একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক।
সন্ধ্যা:
হেমাকুটা পাহাড়: হাম্পির ধ্বংসাবশেষের উপর একটি শ্বাসরুদ্ধকর সূর্যাস্ত উপভোগ করতে হেমাকুটা পাহাড়ে চড়ুন।
রাতের খাবার: একটি স্থানীয় রেস্তোরাঁয় ভোজন করুন, উত্তর কর্ণাটকের ঐতিহ্যবাহী

ভগবানের কৃপা বর্ষিত হোক আপনাদের উপর 🙏🙏🙏মৌসুমি রায় যিনি নিজের কিডনি দিয়ে প্রাণ বাঁচাতে প্রস্তত তার স্বামীর। আজ রাতেই কিডন...
11/08/2025

ভগবানের কৃপা বর্ষিত হোক আপনাদের উপর 🙏🙏🙏মৌসুমি রায় যিনি নিজের কিডনি দিয়ে প্রাণ বাঁচাতে প্রস্তত তার স্বামীর। আজ রাতেই কিডনি প্রতিস্থাপন হবে ৮:০০ pm. নিউজ টা অনেক ভালো লেগেছে। ভালবাসা কত সুন্দর❤️❤️❤️ হর পার্বতী ❤️❤️

স্থানঃ CKD and Urology Hospital, শ্যামলী, ঢাকা রোগী:নরেশ চন্দ্র বিশ্বাসকে কিডনি দিচ্ছেন স্ত্রী: মৌসুমী রায়।

11/08/2025

~ শ্রাবণের শেষ সোমবার 🥰
হর হর মহাদেব....!!🔱🙏

নিখোঁজের একদিন পর বাগেরহাটের মেয়ে অর্পিতা সাহার মৃতদেহ উদ্ধার। বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের একদিন পর চিংড়ি ঘের থেকে অর...
25/07/2025

নিখোঁজের একদিন পর বাগেরহাটের মেয়ে অর্পিতা সাহার মৃতদেহ উদ্ধার।

বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের একদিন পর চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহা (১৯) নামের এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্টান্ড এলাকার পরিতোষ বালার চিংড়ি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অর্পিতা সাহা চিতলমারী বাজারের আনন্দ সাহার মেয়ে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অর্পিকা সাহা সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

23/07/2025

বোচাগঞ্জে হিন্দু নিলা রানী নামের একজন মহিলাকে কু/পি/য়ে য/খ/ম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়নের ওয়ার্ড নং-৫ মনিপুর গ্রামের বসবাসকারী নিলা রানী (৪৪) স্বামী মৃতঃ অনিত্র চন্দ্র রায়কে পূর্ব শ/ত্রু/তার জের ধরে কু/পি/য়ে যখম করেছে একই ইউনিয়নের বসবাসকারী মোঃ মোজাম্মেল হক এর তিন পুত্র সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তরিকুল রহমান, শরিফুল ইসলাম ও বাবুল রহমানের পুত্র মুন্না মর্মে অভিযোগ পাওয়া গেছে। ২৩জুলাই বুধবার বিকেল আনুমানিক ৬টার সময় নীলা রানী তার ফসলি জমি দেখে নিজ বাসায় আসার পথে উপরোক্ত ব্যক্তিরা নীলা রানীকে একা পেয়ে এই হামলা চালিয়েছে বলে আহত নিলা রাণীর পুত্র হৃদয় জানিয়েছে। নীলা রানী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এই সূত্র জেরে মামলা হয়েছে এবং হামলাকারীদের পুলিশ ধৃত করেছেন।😭😭😭

এই হামলার যথাযথ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তদন্ত করা হোক।


দ্রুত শেয়ার করুন মেয়েটিকে উদ্ধার করতে সহযোগিতা করুন 👇👇মেয়েটির মা বাবা মেয়েকে খুঁজে না পেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পর...
18/07/2025

দ্রুত শেয়ার করুন মেয়েটিকে উদ্ধার করতে সহযোগিতা করুন 👇👇
মেয়েটির মা বাবা মেয়েকে খুঁজে না পেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরেছে দয়াকরে এই অসহায় মা বাবাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন
এই ছেলে আর মেয়েকে যদি কেউ কোথাও দেখে থাকেন দয়াকরে একটু ইনবক্সে যোগাযোগ করবেন
কোথায় আছে কেউ যদি সঠিক ঠিকানা দিতে পারে তাকে পুরস্কৃত করা হবে
মোবাইল নাম্বার
01876848423
©️ Krishna Kotha - কৃষ্ণ কথা
বাজে মন্তব্য থেকে দূরে থাকুন।

পুরী জগন্নাথের অপূর্ব ও দূর্লভ "সোনা-বেশ" দর্শন ⭕️❗️⭕️জয় জগন্নাথ 🙏
06/07/2025

পুরী জগন্নাথের অপূর্ব ও দূর্লভ "সোনা-বেশ" দর্শন ⭕️❗️⭕️

জয় জগন্নাথ 🙏

🇧🇩 ফরাশগঞ্জের পুতুল বাড়ি........📍 ঢাকা মহানগরীর সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এলাকাগুলির মধ্যে অন্যতম  ফরাশগঞ্জ এলাকায় অ...
06/07/2025

🇧🇩 ফরাশগঞ্জের পুতুল বাড়ি........

📍 ঢাকা মহানগরীর সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এলাকাগুলির মধ্যে অন্যতম ফরাশগঞ্জ এলাকায় অবস্থিত বিকে দাস রোডে। এটি সর্ব সাধারণের কাছে পুতুল বাড়ি হিসেবে পরিচিত। ১৯১৫ সালে আশুতোষ দাস এই ভবনটি নির্মাণ করেন। আশুতোষ দাস এই এলাকার অন্যান্য জমিদার ব্যবসায়ীদের মতই নানান রকম ব্যবসায়ে সম্পৃক্ত ছিলেন। ১৭৪০ সালে মুঘল নায়েব নাজিম নওয়াজিশ আলী খানের ফরমান নিয়ে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বর্তমান ফরাসগঞ্জ এলাকায় একটি মার্কেট স্থাপন করার পর এই এলাকাটি ফরাসিদের প্রভাব জমে উঠতে থাকে। ফরাসিদের প্রভাব এখনো বিভিন্ন ভবনের স্থাপত্য শৈলী বিরাজমান। আর এই পুতুল বাড়ি বা অনেকের কাছে ‘মঙ্গলালয়’ ১৯১৫ সালে নির্মিত নান্দনিক কারুকার্যময় জাঁকালো ফরাশগঞ্জের একটি বাড়ি। এ বাড়িটির চুঁড়ায় ও বিভিন্ন অংশে ছিল মানুষ ও ময়ুরের কনক্রিট নির্মিত প্রতিকৃতি। এর উপরের একপাশে ছিল মহিষের মাথা। বিভিন্ন অংশে মানুষের মূর্তি বা প্রতিকৃতি থাকায় অনেকে একে পুতুলওয়ালা বাড়ি বলে ডাকত। রেবতী মোহন দাস, ঋষিকেশ দাস ও আশুতোশ দাস তারা ছিল এক বংশের চাচাত-জেঠাত ভাই। তারা যৌথভাবে ব্যবসা-বাণিজ্য করতেন। তাদের প্রধান ব্যবসা ছিল কন্ট্রাক্টরি, ইট খোলা ও চিনি ব্যবসা। তারা জাভা থেকে মহিষের শিং ব্র্যান্ডের চিনি আমদানী করতেন ।

#পুরান ঢাকা

লাকসাম শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরতি রথ বা উল্টো রথ যাত্রা চলাকালীন সময়ে একজন ছোট্ট সনাতনী ভক্ত , নাম দেব কুড়ি / পিত...
06/07/2025

লাকসাম শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ফিরতি রথ বা উল্টো রথ যাত্রা চলাকালীন সময়ে একজন ছোট্ট সনাতনী ভক্ত , নাম দেব কুড়ি / পিতা টিটু কুড়ি / গ্রাম নাঙ্গলকোট রথের চাকায় পিষ্ট হয়ে চিকিৎসারত অবস্থায় আনুমানিক রাত ১০ ঘঠিকায় আমাদের ছেড়ে চলে যায় 😭 রোববার সকালে লাকসাম মহাশ্মশানে তার দাহ কার্যক্রম সম্পন্ন করা হবে। সকল সনাতনী ভক্তগণ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সে যেন সর্বদা শ্রী জগন্নাথের শ্রী চরণ প্রাপ্তি হয় 😢
ওম্ দিব্যান্ লোকান্ং স গচ্ছতু
🙏 জয় জগন্নাথ 🙏

⬇️ ব্রেকিং নিউজ ⬇️আগামী ৭২ ঘন্টার মধ্যে সরকার কে নতুন মন্দির নির্মান, ক্ষমা প্রার্থনা ও রেলওয়ে উপদেষ্টার পদত্যাগ না হলে ...
28/06/2025

⬇️ ব্রেকিং নিউজ ⬇️
আগামী ৭২ ঘন্টার মধ্যে সরকার কে নতুন মন্দির নির্মান, ক্ষমা প্রার্থনা ও রেলওয়ে উপদেষ্টার পদত্যাগ না হলে ঢাকা প্রেসক্লাব টু খিলখেত মন্দির পর্যন্ত লংমার্চের ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর

-নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে।।

আপনি কি প্রস্তুত লং মার্চের জন্য????

এটাই সনাতন ধর্মের পন্ডিত্য ❤️সাময়িক সময়ে ঘটে যাওয়া যুদ্ধ, আমেরিকার দাদাগিরি এবং ভারতের বিমান দুর্ঘটনার কথা আগে থেকেই উল্...
18/06/2025

এটাই সনাতন ধর্মের পন্ডিত্য ❤️
সাময়িক সময়ে ঘটে যাওয়া যুদ্ধ, আমেরিকার দাদাগিরি এবং ভারতের বিমান দুর্ঘটনার কথা আগে থেকেই উল্লেখ আছে এই ২০৳ দামের পঞ্জিকা তে।

🙏🛐😍Shree Radha Rani🦚🌼💖
08/05/2025

🙏🛐😍Shree Radha Rani🦚🌼💖

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Kotha - কৃষ্ণ কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share