Satisfaction Mind

Satisfaction Mind A Social Page for Every Person

কল্পনার জগতে সবাই সুখি কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা..😢
11/02/2025

কল্পনার জগতে সবাই সুখি কারণ, কল্পনা কখনো নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা..😢

11/02/2025

— খারাপ সময় টা আল্লাহর দেওয়া নিয়ামত"তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করেন..!!💞🌼

( আলহামদুলিল্লাহ )🌸

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...
11/02/2025

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

ছবি দুটি কিন্তু same।বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টান।
09/02/2025

ছবি দুটি কিন্তু same।
বিশ্বাস না হলে আপনার মোবাইল উল্টান।

সাইকেল চালানো যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে সাইকেল চালানো ব্যক্তি দেশ...
31/01/2025

সাইকেল চালানো যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।

এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয় না।
■ সে গাড়ির বীমা করায় না।
■ সে গাড়ির তেল কেনে না,
■ সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না।
■ সে গাড়ি পার্কিং এর খরচ করে না।
■ সে মোটা হয় না।

হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়, কারণ :-

■ সে ওষুধ কেনে না।
■ সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না।
■ সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।

ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে 30 জনের চাকরি তৈরি করে, কীভাবে ?

■ 10 জন Heart এর চিকিৎসক।
■ 10 জন দাঁতের চিকিৎসক।
■ 10 জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।

■ বিশেষ দর্শন -
যারা পায়ে হেঁটে যাতায়াত করেন, তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,
কারণ, সে তো সাইকেলটাও কেনে না ।

29/06/2024
হাসবো না কাঁনবো???
24/06/2024

হাসবো না কাঁনবো???

24/06/2024

কী দারুণ একটা শিক্ষা এই ছবিটিতে? সমুদ্রকে আমরা যা দিয়েছি সমুদ্র আমাদের তা ফিরিয়ে দিয়েছে।নিউটনের গতির তৃতীয় সুত্রকে এত সু...
05/06/2024

কী দারুণ একটা শিক্ষা এই ছবিটিতে? সমুদ্রকে আমরা যা দিয়েছি সমুদ্র আমাদের তা ফিরিয়ে দিয়েছে।
নিউটনের গতির তৃতীয় সুত্রকে এত সুন্দরভাবে প্রমান করে দেখানো হল।

দুনিয়ায় সমুদ্র এত বিশাল হয়েও যদি এত সুক্ষ্মভাবে প্রতিক্রিয়া দেখায়, তাহলে ভাবুন দুনিয়ায় করা আমাদের কৃতকর্মের প্রতিক্রিয়া যখন এই পৃথিবী ফেরত দিবে অত:পর বিশ্ব জাহানের স্রষ্টা তাঁর সৃষ্ট পৃথিবীতে যারা অপকর্মের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের থেকে যখন হিসাব নিবেন, কি ঘটবে তখন?

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।
সুতরাং অন্যের পিছনে না লেগে নিজের কাজে মনোযোগ দিন। দুনিয়া এবং আখিরাতকে কল্যাণকর করুন।
(Collected)

30/05/2024

সহজ একটা প্রশ্ন দেখি কজন পারে, কোন কিছু বা কারো সহযোগিতা ছাড়া সততার সাথে উত্তর দিবেন।
😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

👉 সূর্যের মধ্যে বেশি কোন গ্যাস থাকে?

চেষ্টা করে দেখুন হয়তো আপনি সেই বিজয়ী। এর মধ্যে কোন ভুল তথ্য নেই, চেষ্টা করতে পারেন। তবে অবশ্যই শুরু করলে শেষ পর্যন্ত শ...
10/05/2024

চেষ্টা করে দেখুন হয়তো আপনি সেই বিজয়ী।
এর মধ্যে কোন ভুল তথ্য নেই, চেষ্টা করতে পারেন।
তবে অবশ্যই শুরু করলে শেষ পর্যন্ত শেষ করবেন।

জয়ের সুযোগের জন্য এখনই আপনার তথ্য লিখুন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Satisfaction Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satisfaction Mind:

Share