
09/04/2025
হত্যা এখানে শিল্প। খুনিরা তার নিখুঁত কারিগর। আর পেছনে থাকে অদৃশ্য প্লটাররা।
রেসেং, পেশাদার খুনি। শৈশব থেকেই মৃত্যু তার নিত্যসঙ্গী। তাকে লালন-পালন করা হয়েছে এক রহস্যময় লাইব্রেরিতে, যেখানে বইয়ের ভেতর লুকিয়ে থাকে হত্যার নকশা। "লাইব্রেরিয়ান" নামের এক অদ্ভুত ব্যক্তি চালায় এই অপারেশন, যেখানে মৃত্যু শুধু একটা বরাদ্দ কাজ, কোনো আবেগ নেই, অনুশোচনা নেই।
কিন্তু সব নিয়মের বাইরেও একটা নিয়ম থাকে—নিয়ম না মানলে তুমিই হবে আগামী টার্গেট।
একটি অস্বাভাবিক মিশনের পর রেসেং বুঝতে পারে, এবার শিকার সে নিজেই। প্লটারদের ছায়ার আড়ালে কেউ একজন খেলা শুরু করেছে, আর এই খেলা তার জীবনের শেষ খেলা হয়ে যেতে পারে।
কাকে বিশ্বাস করবে সে? লাইব্রেরিয়ান? নাকি সেই রহস্যময় নারী, যার চোখে ভয় নয়, আছে প্রতিশোধের আগুন?
সময় ফুরিয়ে আসছে। প্রতিটি মুহূর্ত তাকে আরও গভীর এক ষড়যন্ত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। রেসেং কি নিজের জীবন বাঁচাতে পারবে, নাকি সে শুধু আরেকটি অধ্যায় হবে প্লটারদের বইয়ে লেখা আরেকটি পরিণতির?
দ্য প্লটার’স এক ঠান্ডা, শীতল উত্তেজনাপূর্ণ থ্রিলার, যেখানে শিকার আর শিকারির মধ্যে পার্থক্যটা এক মুহূর্তের, আর বিশ্বাসঘাতকতা হতে পারে মৃত্যুর অন্য নাম।
থ্রিলার উপন্যাসঃ দ্য প্লটার
লেখকঃ উন-সু কিম
ভাষান্তরঃ অনিক শাহারিয়ার Anick Shahriyar
৪০% ছাড়ে ৩০০টাকায় প্রি-অর্ডার করে দিতে পারেন থ্রিলার পাঠকরা।