04/03/2025
মানুষ আশায় বাঁচে। তারপর জীবন তারে আশাহত করতে শুরু করে। একবার, দুইবার, অসংখ্যবার।
প্রতিবার আশাভঙ্গ হয় আর মানুষ ভীষণ অসুখে ভুগতে শুরু করে। কখনো মিথ্যে সান্ত্বনা, আবার কখনো সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস - অমন ওষুধে সে সেরে ওঠে। তারপর একদিন আর কোনো ওষুধেই কাজ হয় না।
মানুষ আশায় বাঁচে। কিন্তু বারবার আশাভঙ্গ হলেও সে মরে যায় না। মানুষ সেদিনই মরে যায়, যেদিন থেকে সে আশা করা ছেড়ে দেয়..
@আশিক