08/10/2025
🎨✨
নিজের হাতে বানানো জিনিসের মধ্যে যে ভালোবাসা, তা কোনো দামি জিনিসের মধ্যেও খুঁজে পাওয়া যায় না।
এই শাড়িটা আমি নিজ হাতে রঙে রঙে সাজিয়েছি — প্রতিটা তুলির টানে লুকিয়ে আছে আমার অনুভূতি, আমার গল্প।
আর গয়নাটা বানিয়েছি মাটি দিয়ে, সেই মাটির গন্ধে মিশে আছে সৃষ্টির আনন্দ।
একটা শাড়ি শুধু পোশাক নয় — এটা এক টুকরো ক্যানভাস, যেখানে আমি আমার মনের কথা রঙে লিখেছি।
আর এই ক্লে গয়নাটা যেন সেই গল্পেরই পরিপূর্ণতা — মাটি, রং আর ভালোবাসা মিলে তৈরি এক টুকরো শিল্প।
আমার কাছে এই দুটো জিনিসের দাম টাকার মাপে নয়, বরং প্রতিটা মুহূর্তের পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসায় গড়া।
কারণ শিল্প মানে শুধু দেখা নয় — সেটা অনুভব করা 💛