Rana the Drift

Rana the Drift ওহ!তুমি আসছো______🙂 Stay tuned for new videos.

"She's a girl that doesn't have a beautiful eyes, perfect nose, kissable lips, eyebrows on fleek and rosy cheeks. A girl...
28/09/2025

"She's a girl that doesn't have a beautiful eyes, perfect nose, kissable lips, eyebrows on fleek and rosy cheeks. A girl that is not appreciated by many, not sassy, not rich, not famous nor sexy. But let me tell you; she doesn't need people who doesn't appreciate her. She need a person who will accept her despite of her imperfections; a person who knows how to appreciate her. She's not ugly, she just unique and simple. And she's you."

আমার ঘরের সব গুলো দরজা জানালা খোলা,তবুও কেনো সু'খ আসে না.?ভেবে নিলাম সুখ বুজি আমার জন্য না।আমি বরাবরই সুখ খুঁজতে গিয়ে দু...
28/09/2025

আমার ঘরের সব গুলো দরজা জানালা খোলা,
তবুও কেনো সু'খ আসে না.?
ভেবে নিলাম সুখ বুজি আমার জন্য না।

আমি বরাবরই সুখ খুঁজতে গিয়ে দুঃ'খ হয়ে যাই,
সুখের পরশ পেতে গিয়ে হা'রিয়ে যাই দুঃ'খের অতলগ্রহে।
যতবার হাসতে গেছি-অ'শ্রু ঝরেছে চো'খে,
যতবার ভালোবাসতে গেছি-ভে'ঙেছি নিজেকে বহুবার,
সতরিয়েছি দুঃ'খের সমুদ্র।

আমি চেয়েছি এমন অনেক কিছুই যা আমি পাইনি,
আবার এমন অনেক কিছুই পে'য়েছি যা কখনোই চাইনি।

এই যে চাওয়ার বীপরিতে পা'ওয়া আমার অভ্যা'স-
তা বহুকাল আগে থেকেই।
বলা যায়, বহুকাল আগে থেকেই আমি দুঃ'খীমানব,
শুধু দুঃ'খী না... বহু দুঃ'খী।

মায়াবী চোখের মেয়ে এটা তোমার জন্য আমার শেষ  গল্প!! ভোরের নরম আলোয় নদীর ধারে তখন কুয়াশার ঘোমটা। দু’জন পাশাপাশি হাঁটেছিল , ...
28/09/2025

মায়াবী চোখের মেয়ে এটা তোমার জন্য আমার শেষ গল্প!!

ভোরের নরম আলোয় নদীর ধারে তখন কুয়াশার ঘোমটা। দু’জন পাশাপাশি হাঁটেছিল , চারদিকে মৃদু ঢেউয়ের শব্দ। হাতে ধরা গরম চায়ের কাপে উঠছিল ধোঁয়া, যা মিশে যাচ্ছিল ভোরের শীতল বাতাসে। হঠাৎ সে চুপচাপ কাঁধে মাথা রাখল—মুহূর্তটা এত শান্ত ছিল যে মনে হলো পৃথিবীর সব শব্দ থেমে গেছে।

তার চোখ ছিল পূর্ণিমার রাতের নদীর মতো—গভীর, মায়াবী, অজানা রহস্যে ভরা। সেই চোখে তাকালেই সময় থেমে যেত। ঠোঁটের কোণের ছোট্ট হাসি ছিল গ্রীষ্মের প্রথম বৃষ্টির মতো, হঠাৎ এসে চারপাশ ভিজিয়ে দিত।

দিনের পর দিন জমা হলো অসংখ্য স্মৃতি—ক্যাফের ধোঁয়া ওঠা কফি, শহরের পথে রিকশার হাওয়া,চিলে কোঠার প্রথম মুগ্ধতার হাসি, ভোরের নীরব হাঁটা। কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছিল শাপলা বিলের সেই বিকেল।

শাপলা বিলের ভেতর নৌকা ভেসেছিল দু’জনকে নিয়ে। আকাশে মেঘের গাঢ় রঙ, বৃষ্টির টুপটাপ সুর। সে হেসে বলেছিল কিছু, কিন্তু ঢেউয়ের শব্দে ডুবে গিয়েছিল বাক্য___যদিও তুমি আমাকে সেদিনও ভালোবাসি কথাটা বলনি।

কেবল চোখের ইশারাই কথা বলেছিল, যেন নীরবতার ভাষা বোঝা যায়।

কিন্তু সেই মায়াবী মুহূর্তের বাইরেও ছিল এক নীরব দূরত্ব। যতটা গভীর ভালোবাসা, ততটাই অদ্ভুত ফাঁক। সে কখনোই সময়ের অভাবের অজুহাত ভাঙেনি—ইচ্ছে করেই হয়তো দূরে থেকেছে।

বারবার প্রতিশ্রুতির মতো মুহূর্ত তৈরি করলেও, হাতে ধরার মতো সময় তাকে দেওয়া হয়নি।

আজও যখন শাপলা বিলে বাতাস বয়ে যায়, মনে হয় বৃষ্টির ফোঁটায় তার ছায়া লুকিয়ে আছে। নদীর ধারে চায়ের গন্ধ, কাঁধের সেই নিঃশব্দ উষ্ণতা—সব যেন মিশে থাকে কুয়াশার মধ্যে।

ভালোবাসা শেষ হয়নি; কেবল অন্য রূপে বেঁচে আছে। স্মৃতির জলরঙের মতো, যত মুছতে চাই, তত গভীর হয়। হৃদয়ের গোপন প্রতিধ্বনি এখনও বলে—
তুমি একদিন ছিলে আমার আকাশের আলো, শাপলা বিলে বৃষ্টির মধুর গান, অথচ ইচ্ছা করেও সময়ের স্পর্শ দিলে না।

তোমাকে এতো করে বলার পর এতো এতো হাহাকার নিয়েও তোমাকে বুঝাতে পারলাম না, প্রথম দিনের মত আমি তোমাকে কতটা ভালোবাসি।
তোমাকে এক পলক দেখা আমার কাছে কতটা ম্যাজিকের মত কাজ করতো____তুমি বুঝলে না।
সব চাপা পড়ে গেলো।
আমার রাগ আর জিতটাই হয়তো তোমাকে মনে করিয়ে দিতো আমি " তোমাকে কখনো ভালোবাসিনি"বাট তুমি কি সত্যিই ভাবো তোমাকে ভুলে যাওয়া সহজ?

আমাদের পথ হয়তো আলাদা,
তবু তোমার জন্য রইল সব শুভকামনা।
প্রতিটি দিন হোক তোমার জীবনে আলো আর শান্তির মতো,
আমার ভালোবাসা শুধু মনে থাকে, হৃদয়ে নয়।🖤

28/09/2025

তুমি চলে যাওয়ার পর আমি কেঁদেছিলাম,
সে কি অজস্র কান্না।
তখনই বৃষ্টি নেমেছিল আকাশ জুড়ে,
আকাশও বুঝি কাঁদল আমার সাথে।

আমি বুঝে গিয়েছিলাম—
প্রকৃতি চায় না,
আর কেউ আমার দুঃখ দেখুক;
সেদিন থেকে আমি দুঃখ লুকাই।

তাই বলে কি সবার থেকে দুঃখ লুকানো যায়?
আমার শাড়ির আঁচল,
রোজ দেখা সেই আয়না,
জোছনার আলো কিংবা–
বর্ষা-ভেজা একা দাঁড়িয়ে থাকা সেই বারান্দা,
তারা সবই জানে।

তুমি চলে যাওয়ার পর,
আমি আর তোমার অপেক্ষা করিনি।
ঠিক যেমন করে না,
নাটাই থেকে ছিঁড়ে যাওয়া ঘুড়ির জন্য কেউ।

28/09/2025

লাইফে পারফেক্ট মানুষের চেয়ে পার্মানেন্ট বেশি জরুরী।
কার পাশে আপনাকে ভালো মানায় তার চেয়ে গুরুত্বপূর্ণ কে আপনার প্রতি কতটুকু দায়িত্ববান এবং যত্নশীল!🖤

28/09/2025

অভি’মানী হওয়াটাই মেয়েদের সৌন্দর্য, সৃষ্টিকর্তা নিজেই তাদের অভি’মানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ঢং করবে, ন্যাকামি করবে, চি.ল্লাবে অযথা রাগ করবে, সামান্য কথায় চোখেজল চ.লে আসবে আর হুটহাট অভি’মানে গাল ফুলিয়ে বসে থাকবে।
এই মোহনীয় দৃশ্য সামলিয়ে ভালোবেসে আগলে রাখতে পারলেই; আপনি একজন প্রকৃত পুরুষ। 🖤

28/09/2025

কারে ভালোবাসবো? 🐸

28/09/2025

__তুমি যে আমার কত প্রিয় 😩

Maybe one day you'll understand that not everything you see will stay the same and not everyone you met will stay in you...
28/09/2025

Maybe one day you'll understand that not everything you see will stay the same and not everyone you met will stay in your life forever. The truth is, the people that you treasured the most will never be there for you always. People will leave, and sometimes they're gone forever. One day, you might find yourself alone. You might find yourself letting go of the ones that served as your strength for a very long time. But I hope you'd be strong and choose to go on with your life despite of the pain that you ever felt from losing people.

— Rana

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rana the Drift posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category