তিতির গ্যালারি

তিতির গ্যালারি আারামদায়ক সুতি ওয়ান পিস,থ্রি পিস & ওয়াইড,লার্জ সুতি ফুলকারি ওড়নার জন্য-তিতির গ্যালারি। হাতের কাজের সুতি
আনস্টিচড থ্রি পিস
(2)

14/07/2025

Hadith of the Day

Narrated Abu Hurairah (RA):

Allah's Messenger (ﷺ) said, "Satan comes to one of you and says, 'Who created so-and-so? 'till he says, 'Who has created your Lord?' So, when he inspires such a question, one should seek refuge with Allah and give up such thoughts."

(Sahih al-Bukhari)

এটা আমার বিয়ের আংটি, যেটা ৩ বছর আগে ফ্লোরিডাতে থাকতে হারিয়ে গিয়েছিল। ফ্লোরিডার বাসায় তন্ন তন্ন করে খুজেছিলাম। বাসা মুভ হ...
13/07/2025

এটা আমার বিয়ের আংটি, যেটা ৩ বছর আগে ফ্লোরিডাতে থাকতে হারিয়ে গিয়েছিল। ফ্লোরিডার বাসায় তন্ন তন্ন করে খুজেছিলাম। বাসা মুভ হওয়ার সময় যে ঐ বাসায় উঠেছিল তাকেও বলে এসেছিলাম যদি খুজে পায়!!!
ফ্লোরিডাতে যাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম তারাও খুজেছিল এই রিংটি।

টেক্সাসে আসার পর আর খুজে দেখিনি। স্বর্ন গয়নার প্রতি কোন আকর্ষন নেই, এর আগেও টুকটাক স্বর্ন হারিয়েছি কিন্তু এমন খারাপ লাগা কাজ করে নি। বিয়ের আংটি দেখে হয়ত একটা ইমোশন কাজ করত!! যদিও আংটিটা আমার কাছে ছিল না তারপরও আমি এই স্বর্নের যাকাত গত তিন বছর ধরে দিয়ে আসছি। মাঝে মাঝে ভাবতাম যদি কখনো মিরাকল ভাবে আংটি টা পেয়ে যেতাম!!! আবার নিজেই ভাবতাম এটা কি কখনো সম্ভব!!!

অথচ আল্লাহওয়াযাল আজ প্রায় তিন বছর পর এই আংটি টি আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। টেক্সাসে আমার বাসার ওয়াশিংমেশিনের রাবারের মধ্যে আটকে ছিল, যা আমার কল্পনার বাহিরে! 🤍

© sharmin huda badhon

13/07/2025
12/07/2025
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার সম্পদ ছিন...
12/07/2025

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কী করব?

📌 রাসুল (সা.) বলেন, তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না।

📍লোকটি বলল, যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে?

📌 রাসুল (সা.) বলেন, তুমি তার সঙ্গে মারামারি করবে।

📍লোকটি বলল, আপনি কী বলেন! যদি সে আমাকে হত্যা করে?

📌 রাসুল (সা.) বলেন, তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে।

📍লোকটি বলল, আপনি কী মনে করেন, যদি আমি তাকে হত্যা করি?

📌 রাসুল (সা.) বলেন, সে জাহান্নামি।’ (মুসলিম, হাদিস : ২৫৭)

আল্লাহ চাঁদা দিতে অস্বীকারকারী ভাইকে শহীদ হিসেবে কবুল করুক।

খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, ...
11/07/2025

খুব বেশি কন্সিডারেট মানুষ হওয়ার অসুবিধা হচ্ছে, সারাজীবন আপনারই সবকিছু কন্সিডার করা লাগবে। আপনাকে কেউ করবে না। ফ্যামিলি, আশপাশের মানুষজন - প্রত্যেকের ক্ষেত্রে!

"ও তো বোঝেই" , "ও বুঝবে, প্যারা নাই"
বুঝতে বুঝতে যখন টায়ার্ড হয়ে যাবেন, আর বুঝতে চাইবেন না, তখন অবাক হয়ে বলবে, "আশ্চর্য! এমন করতেসো কেন? "tmi to dekhi change hoye geso"

অপরাহ্ উইনফ্রে।অবিবাহিত মায়ের গর্ভে তার জন্ম।নয় বছর বয়সে অপরাহ ধর্ষণের শিকার হন।চৌদ্দ বছর বয়সে একটি পুত্র সন্তান জন্ম দে...
11/07/2025

অপরাহ্ উইনফ্রে।
অবিবাহিত মায়ের গর্ভে তার জন্ম।নয় বছর বয়সে অপরাহ ধর্ষণের শিকার হন।চৌদ্দ বছর বয়সে একটি পুত্র সন্তান জন্ম দেন।কিন্তু কিছুদিন পরই অসুস্থতায় সন্তান মারা যায়।শৈশব থেকে দারিদ্র্যতা পিছু ছাড়তো না।তার মাঝে জীবনে এতো ভয়াবহ সব ঘটনা।
কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারতেন।এটিই তাকে শীর্ষে নিয়ে যায়।পড়াশোনায় পান বৃত্তি।তার করা টক শো এখন পর্যন্ত টেলিভিশন ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়।তাকে বলা হয় বিশ্বের প্রভাবশালী ১০০ জন নারীর মাঝে একজন।
কে না চিনে তাকে?ফোর্বস এর তালিকায় পরপর পাঁচবার শ্রেষ্ঠ ধনী নারী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
অপরাহ উইনফ্রে চ্যারিটেবল ফান্ডের মাধ্যমে তিনি নারী ও শিশু দের কল্যাণে তার আয়ের সিংহভাগ ব্যয় করেন।আসলে ইচ্ছা থাকলে,মানসিক জোর থাকলে যে কোন প্রতিকূল পরিস্থিতি পাড়ি দেয়া যায়।যেমনটা করেছেন উইনফ্রে।জীবনে এতো কিছু ঘটে যাবার পর তিনি হেরে যান নি।বরং চরম সফল হয়ে দেখিয়ে দিয়েছেন।সফলতাই অনেক সময় জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হয়।আজ তিনি হেরে গেলে এতো এতো মানুষের উপকার করতে পারতেন না।
একসময় যার বাবা তাকে অস্বীকার করেছিলো,আজ তিনি এমন অবস্থান করেছেন,পৃথিবী চাইলেও তাকে অস্বীকার করতে পারবে না।এর চেয়ে দারুণ আর কি হতে পারে?

10/07/2025

- হুযুর। আপনি বলেছিলেন আল্লাহর কাছে দু'আ করলে, তিনি শোনেন।

- ঠিকই তো বলেছি।

- কই, আমি তো দিনরাত ইয়া লম্বা লম্বা দু'আ করছি। কিছুই তো হচ্ছে না।

- কবুল হওয়ার জন্যে লম্বা দু'আ লাগবে এটা তোমাকে কে বললো? নূহ (আ.) তার দু'আয় মাত্র চারটা শব্দ উচ্চারণ করেছেন,
رَبِّ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ
অর্থ: রব্বি! আমি অসহায়, সাহায্য করুন!

এই দু'আর ফলে কী হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন।

আরও দেখো, সুলাইমান (আ.) তার দু'আয় মাত্র তিনটা শব্দ উচ্চারণ করেছেনঃ
رَبِّ هَبْ لِي مُلْكًا
রব্বি, আমাকে রাজত্ব দান করুন।

কী হলো? পুরো বিশ্বের তো বটেই, পশু-পাখিরও রাজত্ব নিয়ে দিলেন।

• শব্দসংখ্যা নয়! ইখলাস, আন্তরিকতা আর আত্মনিবেদন-ই দু'আর প্রাণশক্তি।

~ সংগৃহীত

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিতির গ্যালারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share