তিতির গ্যালারি

তিতির গ্যালারি হাতের কাজের সুতি
আনস্টিচড থ্রি পিস
(1)

অফিস গোয়িং,কলেজ গোয়িংদের জন্য বিশেষ উপযোগী,ক্লাসি,স্টাইলিস আরামদায়ক রেগুলার ওয়্যার।
সম্পূর্ন সুতি সুতো দিয়ে হাতের কাজ করা সুতি আনস্টিচড্ টুপিস,থ্রি পিস এভেইলেবল -তিতির গ্যালারি।

01/10/2025
Available dressessটুপিস:জামা & ওড়নামেটারিয়াল :প্রইড কটন
01/10/2025

Available dressess
টুপিস:জামা & ওড়না
মেটারিয়াল :প্রইড কটন

30/09/2025

Sufferer!
আমার মতো কে কে আছেন পরিবারের বলদের মতো খাটা আর তারপর গালি খাওয়া সন্তান😭😭😭

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ ক...
30/09/2025

জঙ্গল থেকে ফিরছে সুব্রতর মরদেহ!
কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা। পথে বড় খাল বলতে করমজল। এখানে কুমির আছে। মাঝে মাঝেই আক্রমণ করে। গত বছর মারা গেলো মোশাররফ। তাই সবাই বেশ সতর্ক।

পাঁচ জনের কাঁকড়া শিকারীর দল। সবাই পার হয়ে গেলেন। সুব্রত ছোটখাটো মানুষ। উঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন। এক মুহুর্ত। দুই পা একসাথে কামড়ে ধরলো বিশাল এক কুমির।

সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেললো সহযাত্রীরা। শুরু হলো টানাটানি। চারজন মিলে প্রায় তিন মিনিট চেষ্টা করলো। কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে পরাস্ত হলো। সুব্রতকে নিয়ে গেলো সুন্দরবনের কুমির।

ওরা চেষ্টা করছে। মিনিট ১৫ পানির নিচে কুমির। তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে। বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শিকার। অনেক্ষণ ভেসে বেড়ালো। সহযাত্রীরা অনুসরণ করছে। সুযোগ পেলেই করবে পাল্টা আক্রমণ। এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা। শিকার মুখে নিয়ে ডুব দিলো কুমির। আর ভাসলো না।

সন্ধ্যা হলো। গ্রামের মানুষেরা আসলো করমজল খালে। কিন্তু অন্ধকারে কী ভাবে উদ্ধার করবে সুব্রতকে? যদি বড় নদীতে চলে যায়! যদি শিকার নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে? একজন বললো, বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারীর দিকে গেছে। টর্চের আলোতে তারা দেখেছে, কুমিরের মুখে সুব্রত নাই। তার মানে খালেই আছে সুব্রত।


সাহসী কয়েকজন পানিতে নামলো। ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর মরদেহ। এছাড়া বাড়ী ফেরার উপায় নাই। অনেক ক্ষণ চেষ্টা পর ঢাংমারীর আলম খুঁজে পেলো সুব্রত মন্ডলকে। রক্তাক্ত ছোট্ট মরদেহটি নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে। ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে। আসছে ঘরের মানুষটির মৃতদেহ। অনেক কাজ সামনে। সৎকার করতে হবে। তারপর অসম্ভব এক জীবন। পরিবারটি চলতো সুব্রতর একার রোজগারে। সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী।

© Mohsin ul Hakim

30/09/2025

প্রতিদিনের সহজ ৬ টি আমল।

এমন কিছু আমল আছে যা আমরা চাইলেই প্রতিদিনই করতে পারি ইনশাআল্লাহ। এমন সহজ ৬টি আমল দেখে নিন। আমল করুন, আর সওয়াব আল্লাহর পক্ষ থেকেই পাবেন ইনশাআল্লাহ।
আমলগুলো হলো:

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-(সহি ফাযায়েলে আমল ১৪১,সহি তারগিব ৩১৬)।

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন। যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
-(আবু দাউদ ৫২৭)।

৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন। রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-(আবু দাউদ ৪৮০০)।

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম।
-(সহি বুখারী ৬৪২৩)।

৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-(সুনানে ইবনে মাজাহ ৪৭০)।

৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন। যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-(মিশকাতুল মাসাবিহ ২১৬০)।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক।
আমিন।

— লেখা: সংগৃহীত

29/09/2025

সুরা হাশরের শেষ ৩ আয়াতের ফযিলত
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
"যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ৩ বার আউযুবিল্লাহিস সামীঈল আলীম মিনাশ শাইত্বানির রাজীম পড়ে, তারপর সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিয়োজিত করেন, যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর সেদিন সে মারা গেলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। একইভাবে যদি সন্ধ্যায় পড়ে তবে ফজর পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে।"
তিরমিজি, দারেমী ২৯২২

সুরা হাশরের শেষ ৩ আয়াত:
১️ হুয়াল্লা হুল্লাযি লা ইলাহা ইল্লা হু, আ’লিমুল গাইবি ওয়াশশাহাদাতি, হুয়ার রাহমানুর রাহিম।
২️ হুয়াল্লা হুল্লাযি লা ইলাহা ইল্লা হু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মু'মিনুল মুহাইমিনুল আযিজুল জাব্বারুল মুতাকাব্বির; সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন।
৩️ হুয়াল্লাহুল খালিকুল বারি’উল মুছাওয়্বিরু লাহুল আসমাউল হুসনা; ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াহুয়াল আযিজুল হাকীম।

সুবহানআল্লাহ! এমন মহান আমল থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
প্রতিদিন সকাল-সন্ধ্যায় পাঠ করার অভ্যাস গড়ে তুলুন।

-shahnaz shahnaz

29/09/2025

যে ব্যক্তি ভবিষ্যতে বিপদআপদে খরচ করার নিয়্যাতে টাকা জমায়, আল্লাহ্‌ তাকে বিপদআপদ দিয়ে বিপদআপদেই সেই টাকা খরচ করান। 💔

আর, যে ব্যক্তি হজ্জ/উমরাহ করার নিয়্যাতে টাকা জমায়, আল্লাহ্‌ তাকে হজ্জ/উমরার তাওফিক দেন এবং তার টাকা সেই কাজেই খরচ করান। 💌

إنما الأعمال بالنيات - ইন্নামাল আমালু বিন নিয়্যাত
~ প্রত্যেক কাজের ফলাফল নিয়্যাতের ওপর নির্ভরশীল।

তাই, যেকোনো কাজ করার আগে নিয়্যাত ঠিক করা জরুরী। নিয়্যাত ঠিক না থাকলে, আমাদের কষ্ট করে করা অনেক বড়সড় আমলও আল্লাহর কাছে কবুল নাও হতে পারে! তাই নিয়্যাত বারবার চেক করা জরুরী। আপনার নিত্যদিনের কোন কাজটা কেন করছেন, নিজেকে প্রশ্ন করুন..

লেখাঃ Mehejabin Binte Ahmed

29/09/2025

বাটপার কাস্টমারদের জন্য বিজনেস করা কঠিন হয়ে গেছে।অর্ডার করে হয়রানি করে।এর থেকে মুক্তির উপায় কি আছে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিতির গ্যালারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share