রংপুর-৬,পীরগঞ্জ

রংপুর-৬,পীরগঞ্জ পীরগঞ্জের উন্নয়নের স্বার্থে সকলে মোরা একসাথে।

১০০%
07/08/2025

১০০%

বাংলাদেশের কৃষক  মরা সারা।
24/07/2025

বাংলাদেশের কৃষক মরা সারা।

18/07/2025

সেনাবাহিনীর যে অস্ত্র সেগুলা কার টাকায় কেনা?
সেনাবাহিনীর ভুলে গেলে চলবেনা গুলি করে জনগণকে দাবানো যাবে না।গোপালগঞ্জে জনগনের বুকে নির্বিচারে গুলির প্রতিবাদ জনাই।

07/07/2025

মায়ানমার থেকে নাকি বাংলাদেশের রাষ্ট্রদূত কে বের করে দিয়েছে!
কমেন্ট বক্সে লিংক দিলাম

আমাদের দেশেওতো একটা মার্কিন ঘাঁটি হওয়ার কথা সেটা   কি হয়েছে? না মানে 'আরও সাবধানে  থকতাম R Ki.
23/06/2025

আমাদের দেশেওতো একটা মার্কিন ঘাঁটি হওয়ার কথা সেটা কি হয়েছে? না মানে 'আরও সাবধানে থকতাম R Ki.

25/05/2025

জাগো বাঙালি জাগো।
কে বলে ডঃ ইউনুস কাজ করেনি।
দেখেন ডক্টর ইউনুস দেশের জন্য কত কাজ করেছে।

১. শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলাসহ নিজের নামে থাকা সকল মামলা অনৈতিকভাবে দ্রুত খারিজ করিয়েছেন।

২. ক্ষমতা অপব্যবহার করে জনগণের প্রাপ্য গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করিয়েছেন।

৩. গ্রামীণ ব্যাংকের সকল মুনাফার উপর আগামী ৫ বছরের জন্য অনৈতিক কর মওকুফ সুবিধা নিয়েছেন।

৪. গ্রামীণ ব্যাংকে থাকা সরকারের মালিকানা শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে এনেছেন।

৫. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন।

৬. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন।

৭. গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমোদন নিয়েছেন।

৮. সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ফান্ডের ৭০০ কোটি টাকা Single Source Selection (SSS) এর মাধ্যমে গ্রামীণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছেন।

৯. নিজের এনজিও সহকর্মী, আত্মীয়স্বজন আর এলাকার মানুষ দিয়ে রাষ্ট্রযন্ত্র ভরে ফেলেছেন।

-- এগুলো তো কেবল প্রকাশ্যে, আর গোপনে যে কত কি করেছেন, সেগুলোও আস্তে-ধীরে বের হবে।

দেশটাকে যারা ধ্বংসের দিকে, পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে তাদের আল্লাহ হেদায়েত করুক।
23/05/2025

দেশটাকে যারা ধ্বংসের দিকে, পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছে তাদের আল্লাহ হেদায়েত করুক।

11/05/2025

পীরগঞ্জে হিট স্ট্রোকে এক ছোট ভাইয়ের মৃত্যু। মহান আল্লাহ ভাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন।

03/05/2025

তোমার মাটির একটি কনাও ছারবোনা।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর-৬,পীরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংপুর-৬,পীরগঞ্জ:

Share