আল কোরআন ভয়েস

আল কোরআন ভয়েস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল কোরআন ভয়েস, Video Creator, Dhaka.

◆◆বল, 'তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়,
◆◆'আল্লাহ্ কাহারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁহার মুখাপেক্ষী;
◆◆তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই।
◆◆এবং তাহার সমতুল্য কেহই নাই।

25/12/2024

𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐧𝐚𝐭𝐮𝐫𝐞 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡.

29/09/2024

আলহামদুলিল্লাহ।

27/09/2024

মানসিক চাপ দূর করতে কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করা যেতে পারে:

১. নিয়মিত ব্যায়াম: ব্যায়াম মানসিক চাপ কমাতে সহায়ক। হাঁটা, যোগব্যায়াম, এবং মেডিটেশন চাপ হ্রাসে কার্যকর।

২. গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন: ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া এবং ছাড়া মনকে শান্ত করে এবং চাপ কমায়।

৩. পর্যাপ্ত ঘুম: পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ বেড়ে যেতে পারে। প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুমানো গুরুত্বপূর্ণ।

৪. মেডিটেশন এবং মাইন্ডফুলনেস: নিয়মিত মেডিটেশন এবং মাইন্ডফুলনেস অনুশীলন মনকে শান্ত করতে সাহায্য করে এবং চাপ কমাতে সহায়ক।

৫. সময় ব্যবস্থাপনা: কাজের চাপ কমানোর জন্য সময় ঠিকমতো পরিচালনা করা এবং সময়মতো কাজ শেষ করা প্রয়োজন।

৬. আলাপ-আলোচনা: বন্ধুবান্ধব, পরিবার বা কাউন্সেলরের সাথে কথা বললে মানসিক চাপ হ্রাস পায়।

৭. পছন্দের কাজ: আপনার পছন্দের কাজ যেমন পড়া, ছবি আঁকা, গান শোনা বা যেকোন সৃজনশীল কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে।

৮. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর ও মনের ওপর ভালো প্রভাব ফেলে এবং চাপ কমায়।

এই অভ্যাসগুলো ধীরে ধীরে মানসিক চাপ কমিয়ে একটি সুস্থ মানসিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে।

07/08/2024

পদ্মার পার, মেঘুলা ঘাট দোহার।

24/08/2023

আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকে কোন বিপদই আপতিত হয় না এবং যে আল্লাহ্‌কে বিশ্বাস করে তিনি তাহার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ্ সর্ববিষয়ে সম্যক অবহিত।

সূরা আত তাগাবুন, আয়াত ১১

21/08/2023

নিশ্চয়ই এই কোরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী

সূরা আত তাকভীর ৮১, আয়াত ১৯

20/07/2023

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আল কোরআন ভয়েস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল কোরআন ভয়েস:

Share

Category