
31/01/2025
আসসালামু আলাইকুম,
Monochrome Canvas এবং Colour Canvas গ্রুপের সকল ফটোগ্রাফার ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন, ২০২৪ সালের ২৬শে মার্চ উপলক্ষে আমাদের গ্রুপের উদ্যোগে আয়োজিত "FREEDOM71" কন্টেস্ট অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছিল। তবে, অনিবার্য কারণবশত আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং সম্মানিত বিজয়ীদের পুরস্কার যথাসময়ে প্রদান করতে পারিনি। এই বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের নিকট ক্ষমাপ্রার্থী।
বিগত সময়ে আমাদের দেশের পরিস্থিতি এবং কিছু লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বিজয়ীদের পুরস্কার বিতরণে কিছুটা দেরি হয়। তবে, সম্প্রতি আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। বিলম্বের জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং আশা করি, আপনারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সম্মানিত বিজয়ীদের পুরস্কার তুলে দেন আমাদের প্রিয় গ্রুপের প্রতিষ্ঠাতা, জনাব আমির পান্নু রিপন।
আগামী দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জমা দেওয়া চমৎকার ছবিগুলো এবং পুরস্কার বিতরণীর মুহূর্তগুলো গ্রুপের অ্যালবামে প্রকাশ করা হবে। আপনাদের আন্তরিক সহযোগিতা, ধৈর্য এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের শক্তি, আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণাই আমাদের চলার পথ।
অংশগ্রহনকারির বিজয়ী ফটোগ্রাফার এর নামঃ
প্রথম স্থান - Prokash Majumder
দ্বীতিয় স্থান- Anisur Rahman
তৃতীয় স্থান- Hossain Ibn Usman
৪র্থ স্থান- Durlov Dev Nath
৫ম স্থান- Mousumi Siraj
৬ষ্ট স্থান - Fárhán Lábib
৭তম স্থান - Liton Nazrul
৮ম স্থান - Shariful Islam
৯ম স্থান - Rafid Nahiyan Khan
১০স্থান - Safayet Hossain
যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন, তাদেরকে সামনাসামনি পুরস্কার প্রদান করা হয়েছে। বাকিদের পুরস্কার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কৃতজ্ঞতাঃ
Monochrome Canvas
Colour Canvas
Administration & Modator
Shamsul Haque Suza
Asif Mahmud
Amir Pannu Ripon
Dipankar Paul
Kaizer Kabir
Rozina Parveen Nancy
Arnab Dasgupta
Sujoy Das
Al Mamun Abdullah
Lokman Hossain
Shofiul Azam Sunny
Shrabonee Sarker Rithy
Mohammad Abdur Razzak
Tanvir Ahmed Bhuiyan
Niloy Reja