24/07/2025
প্রেম শুধু 'ভালোবাসা' নয়, এর পেছনে কাজ করে আমাদের ব্রেনের ৩টি সিস্টেম! 💖🧠
1️⃣ শারীরিক আকর্ষণ (হাইপোথ্যালামাস ও টেস্টোস্টেরন)
2️⃣ রোমান্টিক প্রেম (VTA ও ডোপামিন)
- সেই 'পাগলামি' সময়, যখন সারাক্ষণ শুধু তারই কথা মনে হয়!
3️⃣ মানসিক বন্ধন (ভেন্ট্রাল পল্লিডিয়াম ও অক্সিটোসিন)
– আস্থা ও নিরাপদ সম্পর্কের অনুভূতি।
এ ছাড়াও এই ভিডিও তে cover করবো, কেন rejection এত ব্যাথা দেয়?
বেশ কিছু সাইন্টিফিক study তে দেখা গেছে, ছেলেরা মেয়েদের থেকে কম loyal থাকে রিলেশনশিপ এর ব্যপারে, এটা মানে এই বুঝায় না যে সব ছেলেরাই cheat করে, অবশ্যই সবাই এটা করে না।
সাইন্টিফিক study করার উদ্দেশ্য হলো মানসিক আচরণকে পর্যবেক্ষণ করা, আমাদের সবার জানা উচিত, প্রেমে পরার ক্ষেত্রে আমাদের ব্রেইন system কিভাবে কাজ করে এবং একটি সম্পর্ক কে সুন্দর রাখার জন্যে কোন কোন ভুল গুলো আমরা করবো না।