Nurun Nahar Lilian

Nurun Nahar Lilian Digital creator, Daily lifestyle vlogger & Writer, Travel Vlog, Home decor etc
Business Inquiry:
[email protected] Digital Content creator
(5)

20/09/2025

যেখানে যত্ন নেই, সেখানে সত্যিকারের ভালোবাসাও নেই!

---------নুরুন নাহার লিলিয়ান

আজকের দিনের  একটা সুন্দর  ফেইসবুক মেমোরি প্রোফাইলে পেলাম ! ভাবলাম পেইজে শেয়ার করি।  আমি একদিন সহজ সরল মনে অজানা পথে যাত্...
20/09/2025

আজকের দিনের একটা সুন্দর ফেইসবুক মেমোরি প্রোফাইলে পেলাম ! ভাবলাম পেইজে শেয়ার করি।
আমি একদিন সহজ সরল মনে অজানা পথে যাত্রা শুরু করেছিলাম। সেই যাত্রায় অনেক জটিল কুটিল ভালো মন্দ মানুষের ভীড়ে একজন সত্যিকারের মহৎ মানুষ পেয়েছিলাম। তিনি ও তাঁর পরিবার আমার জাপানের জীবনটাকে আলোকিত করেছিল।
তখন থেকে অনুধাবন করেছিলাম আপনি নিজে যদি নিজের কাছে সুন্দর ও আত্মবিশ্বাসী থাকেন তাহলে মহান আল্লাহ আপনার জীবনটা ও সুন্দর রাখবেন আলহামদুলিল্লাহ! ভালো করুন। ভালো পাবেন। তা যেকোনো উপায়ে বা উপকরণে।
জীবন শুধু নিজের জন্য নয়। অন্যের জন্য ও কখনও জীবন অনেক বেশি তাৎপর্যময়!
তিনি আমার জাপানি দাদী চিয়ো সাইতো! আজকের দিনে তিনি আমাদের একটা বুফে রেঁস্তোরায় ট্রিট দিয়েছিল।
আজীবন এই মহৎ মানুষটির গল্প বলে যাব।

২০১৫ সাল। সেপ্টেম্বর মাস। তখন হোক্কাইডো আইল্যান্ডে শীতের আগমনী  বার্তা বাতাসে ভেসে বেড়াচ্ছে।  আমরা বাংলাদেশে চলে আসার প্...
18/09/2025

২০১৫ সাল। সেপ্টেম্বর মাস। তখন হোক্কাইডো আইল্যান্ডে শীতের আগমনী বার্তা বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমরা বাংলাদেশে চলে আসার প্রস্তুতি নিচ্ছি। এতো প্রচণ্ড রকম ব্যস্ত জীবন।।তারমধ্যই আমাদেরকে জাপানি দাদা দাদী ঘুরতে নিয়ে গিয়েছিল এই জায়গায়। জাপান জীবনে আমাদের বেশ কিছু লোকাল জাপানী বন্ধু বান্ধবী ছিল। তাদের মধ্যে বয়স্ক কাপলদের আমরা দাদা দাদী ডাকতাম। মুলত তারাই ছিল আমার জাপান জীবনের আপনজন। আজ এতো বছর পর ছবি গুলো ফেইসবুক মেমোরিতে পেয়ে অন্যরকম অনুভূতি হচ্ছে।

এই পাড়াটার নাম জমিদার পাড়া।প্রচলিত আছে  জমিদার মুসলেউদ্দীন ও মেজবাউদ্দীন সত্তর সালের পর ও ছিলেন।  এরপর তারা দেশ ত্যাগ কর...
17/09/2025

এই পাড়াটার নাম জমিদার পাড়া।প্রচলিত আছে জমিদার মুসলেউদ্দীন ও মেজবাউদ্দীন সত্তর সালের পর ও ছিলেন। এরপর তারা দেশ ত্যাগ করেন। জমিদার বাড়ি গুলোর মালিক এখন অন্য কেউ। কিংবা পরিত্যক্ত সরকারি সম্পদ। সামনেই এই সুন্দর পুকুরটা কালের সাক্ষী। পাশেই দীনবন্ধু মেডিকেল হল যা এখন ধ্বংসস্তুপের পথে। এক সময়কার মেডিকেল হল এখন মানুষের বসতভিটা। জমিদার পাড়া থেকে বের হলেই মুন্সিগঞ্জ বাজার। এই বাজারের আশেপাশে একটু উপরের দিকে তাকিয়ে হাটলেই মনেহয় যেন কলকাতার পথে হেটে বেড়াচ্ছি। কারন এই জায়গা গুলো জুড়েই হিন্দুদের বাড়িঘর ছিল। পুরোনো আমলে লাল ইটের বাড়ি আর মসজিদ মন্দিরের শহর মুন্সিগঞ্জ । কত শত ইতিহাস যেন এই শহরের বুকে লেখা। ছোট্ট এই পাড়ায় একজন প্রাক্তন এমপির বাবার বাড়িও আছে।আমার পেছনে গাড়িটার সাথে অভিনেত্রী রোজি সিদ্দিকীর প্রাক্তন শ্বশুর বাড়ি। সেখানেই এক সময় সাংবাদিক মুন্নী সাহার পরিবার থাকতো। বাংলাদেশের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির পূর্ব ভূমি। এই জমিদারপাড়ার মোড়েই একটা মাজার আছে। যার মাজার তাকে ঘিড়ে আছে নানা রকম রহস্যময় গল্প।ছোটবেলায় দেখতাম পাড়ার মোড়ে অদ্ভুত সব পাগল ঘুরে বেড়াতো। সেই সব পাগলদের নিয়েও আছে কত রকম কথিত গল্প। পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না। একদিন সময়ের গর্ভে হারিয়ে যায়।
মুন্সিগঞ্জ এলেই ইতিহাস যেন মনের অজান্তেই হাতছানি দেয়। জীবনে যাপনে গল্পে আড্ডায় মুন্সিগঞ্জের সমৃদ্ধ ইতিহাস উঠে আসে। মুন্সিগঞ্জ মানেই অন্য রকম প্রশান্তি।

জমিদার পাড়া
মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের মুঘল সাম্রাজ্যে একদিন ❤️
17/09/2025

মুন্সিগঞ্জের মুঘল সাম্রাজ্যে একদিন ❤️





16/09/2025

    ゚viralシ
16/09/2025



゚viralシ

আব্বার সাথে এক সন্ধ্যায় ❤️
16/09/2025

আব্বার সাথে এক সন্ধ্যায় ❤️

15/09/2025

সমাজে এখন এক শ্রেণির মানসিক বিকারগ্রস্তের দল অন্যায় কাজ করবে আবার তা বলা যাবে না।সে অন্যায়কে সাপোর্ট করবে আরেক মানসিক প্রতিবন্ধীর দল। কারনটা হল একদিকে সবার্থ অন্য দিকে হীনমন্যতা।
।নিরীহ আরেক দল চুপচাপ নিজেদের রক্ষা করে দেখতে থাকবে।আরেক দল উভয় দলেই নিজেদের ভালো মানুষী দেখাবে যেনো নিজেদের সবার্থ ঠিক থাকে। সবার সাথে তাল মিলিয়ে চলা। শুধু নিজেদের প্রতিহিংসা আর হীনমন্যতা চরিতার্থ করতে যারা প্রহসন করেছে আজও অবধি শুনিনি তাদের কৃতকর্মের ফল ভোগ করেনি।
ইতিহাস সময়ের কালিতে ডাবল ফেসের লোকজনের সঠিক বিচারেই লিখে রাখে। পাপ পূণ্যের জন্য আদালত আর কতোটুকুই নিগৃহীত আত্মার বিচার করতে পারে। সময়ের স্রোত সবার সব প্রশ্নের উত্তর দিয়ে যায়।

15/09/2025


Address

Elephant Road, Near Bata Signal
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Nurun Nahar Lilian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurun Nahar Lilian:

Share

Our Story

প্রকৃতি এবং মানুষ আমাকে ভাবায় । এই বিশ্ব আর বেঁচে থাকা নিয়ে অনেক রকমের অনুভূতি নিজের মনের মধ্যে আসা যাওয়া করে । সেই সাথে নতুন কিছু সৃষ্টি করতে ও অনুপ্রেরনা দেয় । উৎসাহ যোগায় । আমার সৃষ্টি যদি কাউকে বিন্দু মাত্র আনন্দ দেয় তাতেই আমি সুখী । এই জীবন বড় ছোট । এই মহাকালের বুকে ধেয়ে চলা সময় বড় বেশি ক্ষণিকের । তাই নতুন অনুভূতির আলো আঁধার আর বিচিত্রতা নিয়ে আমার সাহিত্য ভুবনে সকলকে আমন্ত্রন !!