24/10/2025
‘আপনাকে আমি ভয় পাই কেন জানেন?’
‘নিশ্চয়ই ভযঙ্কর কিছু আছে আমার মধ্যে। বা আমি হয়তো দেখতেই ভীষণ ভয়ঙ্কর?’
‘নাহ।’
‘তাহলে?’
‘মানুষ কেবল দেখতে ভয়ঙ্কর কাউকেই ভয় পায় না। বরং দেখতে সুন্দর, অসম্ভব প্রিয়, ভীষণ পছন্দ করে- এমন কাউকেও ভয় পায়।’
‘কেন?’
‘যদি কোনো কারণে তার কাছে অপছন্দের হয়ে যায়! যদি তার বিরক্তির কারণ হয়, কিংবা অপ্রিয় হয়ে যায়! এই কারণে সে সারাক্ষণ তার সবচেয়ে প্রিয় ওই মানুষটাকেও ভয় পেতে থাকে। তার সামনে আড়ষ্ট হয়ে রয়। হয়তো পুরো পৃথিবীর কাছে সে ভীষণ দুঃসাহসী, সবাই তার ভয়ে তটস্থ থাকে, কিন্তু কেবল ওই প্রিয়তম মানুষটার কাছেই সে হয়ে থাকে জগতের সবচেয়ে ভীতু, সদাসন্ত্রস্ত, অসহায়, ভঙ্গুরতম মানুষ।’
~ আসছে সাদাত হোসাইনের নতুন উপন্যাস 'নীলকণ্ঠী'।