26/07/2025
ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা অত্যন্ত জটিল। একান্ত বাধ্য না হলে আমি ব্যক্তি বিশেষ সম্পর্কে মন্তব্য থেকে বিরত থাকি। এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। অথবা কাজ বা চিন্তার সমালোচনা করি। বিশেষত যে ব্যক্তির সাথে আমার সরাসরি কোন যোগাযোগ নেই তার সম্পর্কে মন্তব্য করা আমার কাছে বেইনসাফি মনেহয়। কারণ এ ক্ষেত্রে ভুল হওয়ার সুযোগ বেশি থাকে।
শরিফ আবু হায়াত অপু সাহেবের ব্যাপারে একাধিক ভাইয়ের থেকে একাধিক অভিযোগ শুনেছি। তার ফোবের বিষয়বস্তু ও চিন্তাধারা সম্পর্কে অনেকে আমাকে অবগত করেছেন। তার সঙ্গে বিভিন্ন সংলাপ ও কমেন্টের স্ক্রীনশর্ট পাঠিয়েছেন। আমি সবাইকে বলেছি, এমন মানুষের সঙ্গে এড়িয়ে চলতে। দূরত্ব বজায় রাখতে। সমস্যা হলো, খুব কম ভাইই এমনটা করেছেন।
দ্বীন ও ইসলামের জন্য আমাদের উচিত বিজ্ঞ আলিমদের দারস্থ হওয়া। আপনি যেই মাসলাককে সঠিক মনে করেন সেই মাসলাকের আলিমদের সঙ্গে সুসর্ম্পক রাখবেন। সেই মাসলাকের একজন আলিমের আনুগত্য করবেন। নিজের অবস্থা তার সম্মুখে পেশ করবেন। নিজের কাজের ক্ষেত্রে তার সঙ্গে দায়বদ্ধ থাকবেন। বিভিন্ন ক্ষেত্রে তিনি আপনার থেকে কম যোগ্যতা সম্পন্নও হতে পারেন। কিন্তু আহলে ইলম হিসেবে তার পেছনে চলাই আপনার কর্তব্য। এটাই ইসলামের মুতাওয়ারাস পদ্ধতি।
কিন্তু আমাদের ভাইয়েরা চটকদার বক্তব্য দেয়া সেলিব্রেটিদের পছন্দ করেন। আলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে পশনেস দেখানো সেলিব্রেটিদের পিছু ছুটেন। তাদের সাথে নিয়মিত সম্পর্ক রাখেন। আলিমদেরকে তাদের কাছে অচ্ছুত লাগে। আনস্মার্ট আর অযোগ্য মনেহয়। এভাবেই অপু সাহেবদের মত লোকজন দোকান খুলে বসে। সেই দোকানে গিয়ে পুঁজি হারায় অসংখ্য অবুঝ তরুন।
- মাওলানা নাজমুল হক সাকীব