29/04/2025
সময়ের সাথে সাথে জীবন কত দ্রুত বদলে যায়। হারানো দিন গুলো ফিরে পেতে ইচ্ছে হয় । কিন্তু সেই দিন গুলো কখনো ফিরে আসে না। শুধু রয়ে যায় স্মৃতি হয়ে । সত্যি যদি কখনো সেই দিন গুলোতে ফিরে যেতে পারতাম পুরাতন ভুল গুলো শুধরে নিতাম । তাহলে হয়তো সামনের দিনগুলো সুন্দর হতো। এটা শুধু মনের কল্পনা। বাস্তব নয় । বাস্তবতা সত্যি অনেক কঠিন।
#বাস্তবতা