শেক্সপিয়ারের প্রেমের কাহিনী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শেক্সপিয়ারের প্রেমের কাহিনী

শেক্সপিয়ারের প্রেমের কাহিনী My Story Starts Where End The Roads ღღ___পৃথিবীতে দুইজন মানুষ সবচেয়ে সুখীঃ ___১)যে ভালবেসে সবকিছু পেয়েছে। ____২)যে ভালবাসা কি জিনিস তাই জানে না।___ღღ

14/06/2025

“জীবনকে ভালোবাসে বলেই এত দুঃখ-কষ্ট-সংগ্রামের মধ্যে মানুষ বেঁচে থাকে।”
—জর্জ হারবার্ট

12/06/2025

“একথা মনে রাখা আবশ্যক, যেখানে মন্দ একেবারেই নেই, সেখানে ভালোও নেই।”
—রবীন্দ্রনাথ ঠাকুর

বাংলাদেশ আর্মির মেজর রোলে শাকিব খান! আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার! ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময়ে অসংখ্য ভিন্নধর্মী ...
12/06/2025

বাংলাদেশ আর্মির মেজর রোলে শাকিব খান! আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার!

ক্যারিয়ারের দুই দশকেরও বেশি সময়ে অসংখ্য ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করলেও, এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে। বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল—তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায়। এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

বাজ অনুযায়ী, সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে পরিচিত সাকিব ফাহাদ, যিনি এই প্রজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন। জানা গেছে, শাকিব খান অভিনয় করবেন একজন ‘মেজর’-এর চরিত্রে, যেখানে থাকবে দেশপ্রেম, অ্যাকশন ও হৃদয়ছোঁয়া একটি গল্প।

বছরের শেষে, ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ, আর খুব শিগগিরই শুরু হবে শুটিং।

আর দোকানদার হলো প্রজা,রাজা প্রজাকে যা দেয় তা নিয়েই সন্তুষ্ট থাকেন 🙂
01/06/2025

আর দোকানদার হলো প্রজা,রাজা প্রজাকে যা দেয় তা নিয়েই সন্তুষ্ট থাকেন 🙂

নদীর তীরবর্তী ঘরগুলোর মতো আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই!
01/06/2025

নদীর তীরবর্তী ঘরগুলোর মতো আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই!

কেউ চইলা গেলে—তার নামে বাড়ির আঙিনায় লাগাইয়োও একটা দুইটা ফুল গাছ। তার কথা মনে হইলে ওই গাছে জল দিও, গুন-গুন করে গাইয়োও একট...
01/06/2025

কেউ চইলা গেলে—তার নামে বাড়ির আঙিনায় লাগাইয়োও একটা দুইটা ফুল গাছ। তার কথা মনে হইলে ওই গাছে জল দিও, গুন-গুন করে গাইয়োও একটা বিরহের গান।

কেউ চইলা গেলে— কাউরে জানতে দিও তার চইলা যাওয়া বিরহ, হেমন্তের সন্ধ্যায় ছুইটা আসা বিষণ্ণ বাতাসে হৃদয় মাজার ধূধূ শূন্য হওয়ার কথা।

কেউ চইলা গেলে—
তার চইলা যাওয়া পথের দিকে চেয়ে তার নাম লইয়্যা কাইন্দো না আর; জমা কইরা রাইখোও না কোন স্মৃতিকাতর ডাকনাম, অথবা উপহার।

নববধূও তো বিধবা হয়, দুধের শিশু তো হয় এতিম; ছোঁ মাইরা চিলেও তো নিয়া যায় বৃদ্ধ মুরগির শেষ ছানাটা, মসজিদের দানবাক্সেরও হয় ডাকাতি। জগৎে যার হারাইবার মতো কিছু নাই; তারও তো হারায় মানুষ।

মানুষ তো খুঁচরা পঁয়শার মতো হাত ফসকে হারাইয়া যায়; নিম ফুলের মতো ঝরে যায়, মানুষের যাওয়া এই পৃথিবীর নিয়ম, থাইকা যাওয়াই আশ্চর্যের।

কেউ চইলা গেলে—
তার লাইগা অপেক্ষা কইরো না আর; যে যায় সে এক্কেবারেই যায়। পাখির ফিরে আসার নিয়ম থাকলেও, মানুষের ফিরে আসার নিয়ম নাই 🖤🌸
আরিফ হুসাইন

সে আমায় ভালোবাসেনি তবে,বহুবার বলেছিলো ভালোবাসি তোমায়।😅💝
01/06/2025

সে আমায় ভালোবাসেনি তবে,বহুবার বলেছিলো ভালোবাসি তোমায়।😅💝

01/06/2025

“মানুষ বলে, উচ্চাকাঙ্ক্ষী হও। আমি বলি, না। উচ্চাকাঙ্ক্ষী হওয়ার দরকার নেই। ভালো মানুষ হও। তোমার কাছে যেটা ঠিক মনে হয়, তা-ই করো। নিজের সেরাটা দাও।”
—লোটে শেরিং (ভুটানের প্রেসিডেন্ট)

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল  ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চাল...
01/06/2025

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধর্ষণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

কিন্তু আমাদের ভাবনাটা ভিন্ন ছিল। ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ। কিভাবে কী হলো, সে গল্প অন্যদিন হবে। আজ সবার, বিশেষ করে মা-বোনদের, প্রতি এই নগন্য পুলিশের অনুরোধ- রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়।

বিশেষ ধন্যবাদ
পুলিশ সুপার, নরসিংদী মো. আব্দুল হান্নান মহোদয়- আপনার সদয় দিকনির্দেশনাই আমাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে।
ধন্যবাদ
উপপরিদর্শক (এসআই), পলাশ থানা শাহ কামাল- কাজের প্রতি আপনার অচিন্তনীয় নিবেদন অসম্ভবকেও সম্ভব করতে পারে।.........................................
মো. আনোয়ার হোসেন শামীম
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।

Address

Kansat
Dhaka
6341

Alerts

Be the first to know and let us send you an email when শেক্সপিয়ারের প্রেমের কাহিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share