With Himu

With Himu জনসচেতনতা ও আন্তর্জাতিক রাজনীতির বিষয়াবলী!

07/07/2025

জনগন যেমন হবে তাদের শাসক ও তেমন হবে! পরিবর্তন হতে হবে আমাদেরও!

ব্রিটিশরাও এত লুট করে নাই,, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যে লুট করেছে।
04/07/2025

ব্রিটিশরাও এত লুট করে নাই,, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যে লুট করেছে।

03/07/2025

একটি দূর্নীতিমুক্ত বাংলাদেশ চাই!

03/07/2025

একটা চাঁদামুক্ত বাংলাদেশ চাই!

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর ...
02/07/2025

আসিফ মাহমুদ গুম থাকা অবস্থায় তার খোঁজ চেয়ে তার বাবা সংবাদ সম্মেলন করেন। পাশে ক্রন্দনরত হাসনাত, এর পাশে চিন্তিত নাহিদ আর সার্জিস।

এই ছেলেগুলো কি ভাবতো ঐ সময় কে জানে। এরা সবার হয়ে সামনে বুক পেতে দিয়েছিল।

ওরা সফল হলে সফলতা সবার, কিন্তু ব্যর্থ হলে ওদের জন্য দড়ি অনিবার্য ছিল। ওদের অন্তত ফিরে যাওয়ার জায়গা ছিল না।

ওরা মানুষ তাই ভবিষ্যতে হয়তো বদলে যাবে, হয়তো ভুল করবে, ভুল বলবে। তবু এই মুহূর্তগুলোর জন্য বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কৃতজ্ঞতা ও ভালবাসা অবিরাম।

যারা এখন ওদের গঞ্জনায় বা কষ্টে হাসে, তারা কালের গহ্বরে হারিয়ে যাবে। পৃথিবী ছোটখাট বেঈমান বা লোভীদের মনে রাখেনা।

ছবি- July Massacre Archive.
©Arif Rana

29/06/2025

শেষবেলা পুরুষের বউ ছাড়া আর কিছু অবশিষ্ট থাকে না।
হা হা এটাই বাস্তব!

21/06/2025

অর্থহীন পুরুষের জীবন আসলে নিরর্থক!

পোস্টটা শেয়ারের অনুরোধ রইলো!মানুষ কত অসহায় হলে এমনে বসবাস করে! জীবনে প্রচুর টাকার মালিক হতে চাই, যেন এই মানুষগুলোর পাশে ...
16/06/2025

পোস্টটা শেয়ারের অনুরোধ রইলো!
মানুষ কত অসহায় হলে এমনে বসবাস করে!
জীবনে প্রচুর টাকার মালিক হতে চাই, যেন এই মানুষগুলোর পাশে দাড়াতে পারি🥹...
আল্লাহর এই বান্দার জন্য কোন ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিন!

12/06/2025

বাংলাদেশের বহু মানুষ টাকা দিয়ে ভোট দেয়, এটা তো জানা কথাই।

আমাদের এদিকে ভোটের আগের রাতকে বলে চাঁদ রাত।

এই চাদ রাতে বাড়ি বাড়ি গিয়ে পয়সা বিলানো হয়।

এই পয়সার ওজনের উপর ভোট নির্ভর করে।

গতবার আমাদের এলাকা সহ আশেপাশের এলাকায় সর্বোচ্চ ভোট পাইছিল এক মাদক ব্যবসায়ী।

এখন বলেন, ঠিক কোন গুনটা দেখে মানুষ একজন মাদক ব্যবসায়ীকে ভোট দিতে পারে?

গুণ একটাই। টাকা।

আপনার এলাকায় কবে আপনি কোন টেন্ডারবাজ, চান্দাবাজ বা মাফিয়া ছাড়া কোন ভদ্র ভালো মানুষকে কাউন্সিলর হতে দেখেছেন?

আমি অন্তত দেখি নাই।

এই জন্যই আসলে আমাদের কপালে ভালোমানুষ জুটেও না।

যেমন ধরেন ফজলু, বা মুতে ভাসিয়ে দেওয়া দুদু। এদের মুখের ভাষা তো দেখেছেনই। ফেসবুকে যত যাই বলি, এরা প্রচুর ভোট পাবে।বাট মুতে ভাসিয়ে দেওয়া একটা লোক আপনাকে ঠিক কী শাসনটা করবে? যাদের নিজেদের ভালো মন্দের হিসাব নাই, এরা আমার আপনার ভালো মন্দ কেমনে বুঝবে?

এই যে ওবায়দুল কাদের ওরফে কাউয়া, আমু, শাজাহান এরাও কিন্তু লাখ ভোট পাইয়া ইলেকশন জিতসে। অথচ এই শাজাহান খানের যোগ্যতা কী ছিল? সে চান্দাবাজ। লেখাপড়া নাই।গুন্ডাগিরি করে বড় হইসে।

এই লোককে মানুষ ভোট দিসে কেমনে?

ঐ যে, ভোটের আগের রাতে বাড়ি বাড়ি যাইয়া মাথা গুনে টাকা দিয়ে আসছে। ব্যস। মাফিয়া থেকে এমপি। বাংলাদেশের সংসদ সদস্য আর রাজনৈতিক নেতারা তাই অধিকাংশই বাটপার।যে যত বড় বাটপার, সে তত বড় নেতা।

এই সত্যকে যারা অস্বীকার করে, এই বাটপারির ভাগ তারাও পায়। তারা চায়, এই ভোট কেনার চল অব্যাহত থাকুক।

যে কোন সমস্যা সমাধানের প্রথম ধাপ হল, সমস্যাটাকে স্বীকার করে নেওয়া।

বাংলাদেশে অসংখ্য মানুষ টাকা নিয়ে ভোট দেয়, এই সত্য মেনে নিয়েই এটাকে প্রতিরোধ করতে হবে।মানুষের মধ্যে ম্যাসিভ ক্যাম্পেইন চালাতে হবে, মানুষকে বোঝাতে হবে।

না হলে বাটপারদের নেতা হওয়ার এই প্রসেস বন্ধ করা যাবে না। মাফিয়াদের হাতে দেশ জিম্মি হয়ে পড়বে, গত ৫৪ বছর যেমন জিম্মি ছিল।
© Sadiqur Rahman Khan

10/06/2025

নদীর পাড়ে মাছ কিনতে গেছিলাম। বাকিটা ইতিহাস 🥹

09/06/2025

রেড এলার্ট!

কোভিড ১৯ উর্ধগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে।

পীরে কামেল জেলখানায়ে দুবাই শরীফ... জাকিরে ওসমান মালিকি। বাবায়ে বাবা গনের তন্ত্রে গুন্ডামিয়ে মন্ত্রে এম্পিয়ে ঈদ মোবারক।
07/06/2025

পীরে কামেল জেলখানায়ে দুবাই শরীফ... জাকিরে ওসমান মালিকি। বাবায়ে বাবা গনের তন্ত্রে গুন্ডামিয়ে মন্ত্রে এম্পিয়ে ঈদ মোবারক।

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Himu:

Share

Category

1950 tk

1950 t