With Himu

With Himu জনসচেতনতা ও আন্তর্জাতিক রাজনীতির বিষয়াবলী!

09/09/2025

"নির্বাচন নিয়ে গুরুগম্ভীর আলাপের সময় হুট করে প্রেমিকাকে বললাম, ডাকসুর ভিপি যে-ই হোক, আমার মনের ভিপি তো তুমিই!

প্রেমিকা "Awwwwwwwwww💥💥 বলতে গিয়ে তিন নাম্বার w তে এসে থেমে গেলো।

এরপর রেগেমেগে বললো, 🙂ভিপি তো ভাইস প্রেসিডেন্ট। ভিপির উপরে প্রেসিডেন্ট আছে। আমি ভিপি হইলে তোর মনের প্রেসিডেন্ট কেডা? আবার তো জিএসও আছে। কয়টা লাগে তোর? উত্তর দে, ডাকসুর বাচ্চা🤡

জীবনে অনেক গালি শুনছি। কিন্তু 'ডাকসুর বাচ্চা' এই প্রথম শুনলাম🤦‍♂️

সবার প্রতি অনুরোধ, কখনো প্রেমের সাথে রাজনীতি মেশাবেন না।

01/09/2025

বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনা হোক।

29/08/2025

নুরু ভাই আসলে মাইরা খাইয়া টিকে আছে! জনপ্রিয়তায় ভাটা পড়লেই ওনারে কেউ মারে, ভাই আবার ফর্মে আসেন।
এই ঘৃন্য হামলার নিন্দা জানাই!

28/08/2025

শুভ সকাল 💓

24/08/2025

বিএনপির ভরাডুবির জন্য বিএনপিই যথেষ্ট। ওরা সেরা রেহ...

23/08/2025

সবকিছু আপনার মনের মত হয়ে গেলে--
মৃত্যু ব্যতীত চাইবার মত আপনার আর কিছুই থাকতো না।

বেঁচে থাকার সৌন্দর্য মূলত অপ্রাপ্তিতে।

23/08/2025

বাংলাদেশের শাসন ও প্রশাসনিক কাঠামো এমন যে তাদেরকে জবাবদিহিতায় আনা যায় না।
যতদিন সিস্টেম না পল্টাবে ততোদিন আমাদের মুক্তি নেই!

15/08/2025

১৫ আগস্ট এলে এখনো অনেকের বুক ভার হয়। এদের কাছে হিংস্র একনায়কের পতন হলো শতাব্দীর করুণতম ট্র্যাজেডি।
বাকশাল নয়, দুর্ভিক্ষ নয়, নৈরাজ্য-লুটপাট-খুনোখুনি নয়, ১৫ আগস্ট এদের চোখে ভাসে কেবল শেখ মুজিবের 'দেবতাসুলভ' মুখ, নারী ও শিশুর 'নিষ্পাপ' মৃত দেহ। মাইর ও মামলার ভয়ে এরা হাসিনাকে ভালোবাসতে পারে না, আজকে এদের ঘোমটা খুলে মুজিবকে ভালোবাসার দিন।
এরা আম্লীগের সাংস্কৃতিক বরকন্দাজ; এদের ইতিহাস, অভিজ্ঞান, নন্দন ও বোঝাপড়া মুজিবে গিয়ে থেমে গেছে।
'বঙ্গবন্ধু' ছাড়া এই কালচারাল আম্লীগের আর কোনো আশ্রয় বা গন্তব্য নাই, এরা মুজিব নামক অন্ধকূপের চিরস্থায়ী বাসিন্দা।

কিন্তু যারা আম্লীগ ও হাসিনার বিরোধী? তাদেরও তো ব্যথা জাগে, 'বঙ্গবন্ধু' স্মরণে বুকের পশম খাড়া হয়। ছুপা আম্লীগ বলতে যা বোঝায়, এরা তা নয়। কেও কেও তো জুলাইয়ের 'গর্বিত' যোদ্ধা।
তদুপরি ৭১ ও মুজিবের অভেদ মিথে এদের ইমান যথেষ্ট তরতাজা। প্রথমে এরা বাপকে বেটির থেকে আলাদা করে, এরপর ইতিহাস ছেঁকে তুলে আনে বঙ্গবন্ধুর নিষ্পাপ ও বিশুদ্ধ রূপ—যে মুজিব জনতার, সে মুজিব মরে না! কিন্তু আদতে প্রক্রিয়াটি প্রথম পক্ষের আবিষ্কার, মুজিববাদী জুলাই যোদ্ধারা তার বেকুব খদ্দের মাত্র। এরা হাসিনা প্রযোজিত ও কালচার আম্লীগ নির্মিত আখ্যান-কল্পের প্রথম সার্থক প্রজন্ম। ফলে হাসিনাবিরোধী হয়েও এরা হাসিনার ভাবাদর্শিক সহচর, আনকনসাস সার্ভেন্ট। এরা জানে না, মুজিব হলো সেই অভিশপ্ত জাদুর চেরাগ, যার মধ্যে ঘষা দিলে হাসিনার জন্ম হয়। এরা বোঝে না, মুজিব নামে লেখা সবগুলো শোকগাথার প্রথম ও প্রধান মালিক হাসিনা।

14/08/2025

শাম্মী একজন স্বৈরাচার সে নিজেকে বাঁচাতে কিছু পোলাপাইনদের টাকা খাওয়াইছে... এটা হইলো চাঁদাবাজি এরপর দেশে এত অন্যায় অবিচার স্বৈরাচারের মামলা থাকতে। এরা এটার পিছনে।। ওদেরকে দেখলাম পুলিশের সদস্যরা হিংস্রতা মাথা টাইনা ধরতেছে ক্যামেরার দিকে। অথচ স্বৈরাচারের খুনিদের স্যার স্যার বইলা প্রটোকল দেয়ার মত নিয়ে যায়! এ দেশ থেকে শুধু হাসিনা গেছে তার তৈরি করা সিস্টেম যায় নাই! তার সিস্টেম অন্যকেউ নিয়ন্ত্রণ নিবে😂😂
হে বিপ্লবী বাঙালি তোমরা সজাগ থাকো নয়তো আরেকটা হাসিনা তোমরা পেতে যাচ্ছো।

14/08/2025

এই ঘটনাটাকে স্রেফ আসিফ মাহমুদ আর ইশরাকের ঝামেলা হিসেবে দেখলে চলবে না।

বা স্রেফ চাঁদাবাজি আর ভাগবাটোয়ারার ইশ্যু হিসেবে দেখাটাও বোকামি। গতকালকের এই ভিডিও এবং আজকে অপুর বউয়ের স্টেটমেন্টকে ঘিরে এরচেয়েও বড় ঘটনা ঘটে গেছে যেটা অনেকেই মিস করে যাচ্ছেন।
√√√√√√√√√√
আমরা পাঁচ আগস্টের পর এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সাক্ষী হলাম। আপনারা খেয়াল করে দেখেন, অপু ছিলো ঢাকার বাইরে পলাতক। অথচ সে এরেস্ট হইলো ওয়ারি থেকে। এর মাঝে দুইটা দিন কেটে যায়।
~~~~~~~~~~~
অপুর বউয়ের বক্তব্য মতে ইশরাক তাকে বাসায় নিয়ে যেয়ে এই সময়টায় নির্যাতন করে। দুইদিন পরে নির্যাতন শেষে আবার ডিবি পুলিশ তাকে নিয়ে যায় ইশরাকের থেকে। আপনারা কল্পনাও করতে পারতেসেন এইটা কত বড় একটা ক্লেইম?
😱😱😱😱😱😱
সম্পূর্ণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে এই ধরণের কাজ করা সম্ভব? এইখানে রাষ্ট্রযন্ত্রকে সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। যদি তা নাই হতো তাহলে সার্ভেলেন্স ব্যবহার করে সিকিউরিটি ক্যাম থেকে উপদেষ্টার ফুটেজ বের করলো কারা? নিশ্চয়ই অপুর সে সামর্থ্য নেই। 💥

একটা ছেলেকে অপহরণ করা, তাকে আবার একজন রাজনৈতিক নেতার বাসায় গুম করে রাখা, গুমবস্থায় নির্যাতন করা এবং তার স্টেটমেন্ট নিয়ে পরে এরেস্ট দেখানো। এইটা তো হাসিনার স্মৃতি মনে করায় আমাকে।
এতগুলো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশে আমরা এজেন্সির কুটচাল আর এক লোকের মেয়র হওয়ার খায়েশের জন্য আবার গুমের যুগে প্রবেশ করলাম। ভাবতেও আমার বুক ফেটে কান্না পায়। আমরা কি আবার সে আয়নাঘরের যুগে প্রবেশ করছি? এরমধ্যে তো মনে হয় অফিশিয়ালি প্রবেশ করে ফেলেছি।

Fardeen Hassas

14/08/2025

বিএনপি নেতা ইশরাক জানে আলম অপুকে তুলে নিয়ে আসিফের বিরুদ্ধে বিবৃতিতে দেয়ান- সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী।

13/08/2025

আপনার যত weakness আছে,
সব Uniqueness-এ পরিণত হবে শুধুমাত্র আপনার যোগ্যতার কারণে!

Address

Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Himu:

Share

Category

1950 tk

1950 t