Jr A JO Y

Jr A JO Y আমি গর্বিত, আমি হিন্দু।
আমি গর্বিত, আমি হিন্দুত্ববাদী।
আমি গর্বিত, আমি হিন্দুজাতীয়তাবাদী।

বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে।🖤🤍😇
05/11/2024

বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে।🖤🤍😇

05/11/2024

সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে, ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে ।🖤😇

10/10/2024

জীবন হল সাইকেল চালানোর মত। আপনার ভারসাম্য বজায় রাখতে, আপনাকে অবশ্যই চলতে হবে।🥀🖤

11/07/2024

তোমার বন্ধু কিংবা নিকট আত্মীয়, যে হয়ত চায় তুমি ভালো থাকো। কিন্তু সে এটা চায় না , তুমি তার চেয়ে বেশি ভালো থাকো।
মানুষের সাধারণ মনের প্রবৃত্তি এভাবে কাজ করে।

কাজেই তুমি যখন পরিকল্পনা করো সবাইকে ছাড়িয়ে যাবার , খুব সাবধান - কেউ যেন জানতে না পায় !

🖤😇

09/07/2024

"যে তোমার নীরবতা বোঝে না সে হয়তো তোমার কথা বুঝবে না।
"আমি মনে করি একজন ব্যক্তির নীরবতা বোঝার জন্য আপনাকে সত্যিই তাকে ভালভাবে জানতে হবে। কিছু লোকের জন্য নীরবতা মানে একটি শান্ত, আনন্দদায়ক অনুভূতি। অন্যদের জন্য, এর অর্থ সুপ্ত শত্রুতা হতে পারে।💔😓

শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন।🇧🇩🤲🏻তুমি জন্মেছিল দেশ।মুজিব তোমার আরেক নামস্বাধীন বাংলাদেশ।🇧🇩🤲🏻
17/03/2024

শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন।🇧🇩🤲🏻
তুমি জন্মেছিল দেশ।
মুজিব তোমার আরেক নাম
স্বাধীন বাংলাদেশ।🇧🇩🤲🏻

ভালো লাগার জিনিস গুলোর মধ্যে......!         একটি হলো শীতের সকাল যা আমার প্রচুর ভাল্লাগে.....🌥🧖‍♂️😇
24/12/2023

ভালো লাগার জিনিস গুলোর মধ্যে......!
একটি হলো শীতের সকাল
যা আমার প্রচুর ভাল্লাগে.....🌥🧖‍♂️😇

আনন্দ ভ্রমণ কুয়াকাটা-2023              EDCLএসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড , গোপালগঞ্জ। আয়োজনে: বি ২১৩৭ কমীবৃন্দ, গোপা...
09/11/2023

আনন্দ ভ্রমণ কুয়াকাটা-2023
EDCL
এসেনসিয়াল ড্রাগস কোম্পানী
লিমিটেড , গোপালগঞ্জ।
আয়োজনে: বি ২১৩৭ কমীবৃন্দ, গোপালগঞ্জ। 🖤😎🌸

05/11/2023

এই পৃথিবীতে আমি কেবল একজনই। আমার কোন অনুলিপি নেই। আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা হবে না।তবে ব্যক্তি ভাগে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি বদমেজাজি, কারো কাছে খুবই ফানি,অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ,আবার কারো কাছে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটি আমি। আমার ভেতরে যা কিছু আছে , আমি বলে না গেলে, এই পৃথিবী কখনো জানতে পারবে না। রাস্তা কোন ফ্যাক্ট না ,
যতই কঠিন পথ হোক.....
বুকে সাহস, বুদ্ধি, কর্মঠ, দৃঢ় মনোবল ও প্রবল ইচ্ছা থাকলে সব পথেই হেঁটে যাওয়া যায়।হোক না সেটা রণক্ষেত্র কিংবা সংসারক্ষেত্র। ভালো থাকুক জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষ গুলো,ভালো থাকুক একসময়ের বেস্টফ্রেন্ড,নিজের সুবিধার জন্য অন্যদের ব্যবহার করা মানুষ টাও ভালো থাকুক,খুব দরকারের সময় টায় অজুহাত দিয়ে সরে যাওয়া মানুষ টাও ভালো থাকুক,বিশ্বাস ভেঙে দেওয়া মানুষ টাও ভালো থাকুক,হাসির ছলে আত্নবিশ্বাস ভেঙে টুকরো টুকরো কোরে দেওয়া মানুষ গুলো ও ভালো থাকুক। সৃষ্টিকর্তা আমাদের ঠিক ততটুকুই দেন
যততুকু আমারা ধারণ করার সহ্যশক্তি রাখি। হোক সেটা অর্থবিও বা দারিদ্রতা,
সাফল্য বা ব্যর্থতা, ভালোবাসা কিংবা একাকীত্ব। চোখ বুঝলে ঘুম, আর ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মিথ্যে সব মায়াজাল, কথার পিঠে কথা জমাট বাধলে সৃষ্টি হয় ধ্রুম্রজাল। ভালবাসা, অর্থ বা সাফল্যের পিছনে ছুটবেন না। নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন দেখবেন সেই জিনিসগুলি আপনাকে তাড়া করবে।🙏😇

Address

Gopalganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jr A JO Y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share