15/05/2025
চারদিকে জ্বললো আলো-কন্ঠ: আসিফ আকবর
হৃদয়-কাঁপানো সেই বিখ্যাত বিরহের গানের লিরিক্স
চারদিকে জ্বললো আলো
সূরে সূরে বাজে স্বানাই’
হাতে হাতে উপহার
আসছে অতিথীর দল।
গোলাফের পাপড়ী থরে থরে
সাজানো চিটানো দিগ-দিগন্তরে
আমার দু”চোখে জ্বল
আমার দু”চোখে জ্বল।।
চারদিকে বান্ধবীর দল
ক্ষনে ক্ষনে উটছে হেসে
মাজখানাতে বুধু ভেসে
রাণী সেজে আছে বসে
মুছেঁ না যেন কোনদিনো
একেঁছো যে সুখের কাজল।
চারদিকে আনন্দের ঢেউ
একটু পরে চলে আসবে বর’
চড়িয়ে গেছে এই খবর
এ-সময়ে তুমি একা....?
দু’খের অশ্রুতে ভিজে গেলো
বেনারশী শাড়ীর আছল।
চারদিকে জ্বললো আলো
সূরে সূরে বাজে স্বানাই
হাতে হাতে উপহার
আসছে অতিথীর দল।
গোলাফের পাপড়ী থরে থরে
সাজানো চিটানো দিগ দিগন্তরে
আমার দু”চোখে জ্বল
আমার দু”চোখে জ্বল।।
গানের নাম: চারদিকে জ্বললো আলো
কন্ঠ: আসিফ আকবর
গীতিকার : মো: শহীদুল্লাহ
সুরকার ও মিউজিক: মনোয়ার হোসেন টুটুল
এ্যালবাম : আমার প্রিয় বান্দবী (মিক্সড)
লিরিক্স সংযোজন: মহি উদ্দীন (সোহেল)
কার্টেসি: সাউন্ডটেক
লেবেল : এস কে এন্টারটেইনমেন্ট
#গান #বাংলা #বাংলাগান #বাংলাদেশ #আসিফ #গানবাংলা #গানে #মিউজিক #বিনোদন #বিনোদন