Nasir Sultan : কাব্য পথিক

Nasir Sultan : কাব্য পথিক কবিতা গুচ্ছ; ভালোবাসার, ভালো লাগার এক অনন্য ডায়েরি 🌿🌸

15/07/2025

কিচ্ছু চাইনা আমি, শুধু তোমাকে ছাড়া 🌼

13/07/2025

এই যুগের জ্ঞানশূন্য সুন্দরীরা একুরিয়ামের রঙিন মাছের মত-
বৃত্তের ক্ষুদ্রতা আর সমুদ্রের বিশালতার তফাত বুঝে না।

10/07/2025

ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক

যতটুকু একা হয়ে গেছি, ততটুকু ব্যাখ্যা করে কাউকে বলতে গেলেও ক্লান্ত লাগে.!😔💔
08/07/2025

যতটুকু একা হয়ে গেছি, ততটুকু ব্যাখ্যা করে কাউকে বলতে গেলেও ক্লান্ত লাগে.!😔💔

একদিন মেঘদল বলল এসে,চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;শুধু পাশে থেকে যান আমাদের রব। রফিক আজাদ💙
08/07/2025

একদিন মেঘদল বলল এসে,
চিরদিন থাকে নাকো কেউ তো পাশে।
ভেঙে যায় বাঁধন আর কোলাহল সব;
শুধু পাশে থেকে যান আমাদের রব।

রফিক আজাদ💙

04/07/2025

তিন সত্য ১০০

১। 'বিয়ের পর ওকে আমি ঠিক করে ফেলব' - এটি দুনিয়ার সবচে ভুল বিশ্বাস। 'ওরা' কখনো ঠিক হয় না।

২। 'ওকে নিয়ে আমি দরকার হলে বটগাছতলায় থাকব'- আসলে বটগাছের নিচে কেউ সংসার করেনি, করবেও না। এসব অলীক স্বপ্নে জোড়া বেঁধে ফেললে পস্তাতে হয়।

৩। জীবনের কঠিনতম চ্যালেঞ্জ হচ্ছে, বিয়ের পর আগের 'ভালো লাগা' ধরে রাখা।

#আসুনমায়াছড়াই

#তিনসত্য

01/07/2025

(একটি শিক্ষণীয় গল্প)
নিজের স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় কোন পুরুষকে চুমু খেতে দেখলে স্বামীর ধারণা

এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করতো।
বেশিরভাগ সময় এই পরিবারের নুন আনতে পান্তা ফুরায় ; মাঝেমধ্যে না খেয়েও দিনাতিপাত করতে হয় মোটকথা, বাঁচার সংগ্রাম । একদিন লোকটি রুটি – রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরুবার সিধান্ত নেয় । যাবার আগে স্ত্রীকে বলে, ‘ আমি দীর্ঘ দিনের জন্য বাইরে যাচ্ছি । তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব; প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে ‘? তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়।
অনেক দিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি
শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয় । শর্তটি হচ্ছে
এই যে, পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে
জমা থাকবে; কাজ ছেড়ে চলে যাবার সময় সমুদয়
অর্থ ফেরত নেয়া হবে। মালিক গরিব লোকটির কথায়
রাজি হলেন।বিশ বছর পর লোকটি আর কাজ করবেনা বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা
ফেরত চাইল ।
মালিক বললেন , তুমি টাকা নিবে নাও কিন্তু টাকার পরিবর্তে আমার তিনটা উপদেশও গ্রহণ করতে পারো । তুমি স্বাধীন । হয় আমার উপদেশ মানবে নয়তো তোমার বিশ বছরের পারিশ্রমিক ফেরত নেবে, কোনটা ? লোকটি দুদিনের সময় নিয়ে অনেক ভেবেচিন্তে বলল, আমি আপনার তিনটি উপদেশ চাই, আমার প্রাপ্য অর্থ নয়’ ।
মালিক বললেন তাহলে মনোযোগ দিয়ে শুনো এবং কথাগুলো মাথায় রেখো।
উপদেশ-১ঃ
কখনও সংক্ষিপ্ত রাস্তা বা সর্টকাট বেছে
নেবেনা ; আপাতদৃষ্টে ভাল হলেও লম্বা সময়
নিয়ে করা কাজ অধিকতর উপকারী ।
উপদেশ-২ঃ
কোন কিছুতে হুট করে আগ্রহ দেখাবেনা । ধৈর্য ধরে
উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে ।
উপদেশ ৩ঃ
কারো সম্পর্কে ধারণা নেবার আগে
পূঙ্খানুপুঙ্খ চিন্তাভাবনা করবে ।

এই বলে মালিক লোকটিকে তিনটা পাউরুটি দিয়ে
বললেন , এই দুটি খাবে রাস্তায় ভ্রমণকালে আর
এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে
শেয়ার করে ।
মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও
ক্লান্তিময় সফর শুরু করে । পথিমধ্যে একজনের
সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা
সময় লাগবে, বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক
কম সময় । আর যেহেতু বিশ বছর ধরে সে স্ত্রীকে
দেখেনা তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না ।
লোকটি প্রথমে রাজি হোল কিন্তু পরক্ষনে মালিকের
উপদেশ -১ স্মরণ করে দীর্ঘ পথই বেছে নিলো । পরে
জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ংকর প্রাণী ছিল যা তার প্রাণ নিয়ে নিতে পারতো ।

সফরের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি
একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করল।
অনেক রাতে একটা গোংরানির শব্দে তার ঘুম
ভেঙ্গে গেলে সে খুব আগ্রহ নিয়ে কি ঘটেছে দেখার
জন্য দরজা খুলতে যায় । হটাৎ তার মনে পড়ে
মালিকের উপদেশ -২ অর্থাৎ হুট করে আগ্রহ
দেখানো ভাল ফল নাও দিতে পারে । সত্যি তাই ।
সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই
বাড়িতে একটা বাঘ ঢুকেছিল ।

অবশেষে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি
ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি
পৌঁছায় । ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা
দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত
একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রাগে, ক্ষোভে আর
ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি
চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার
সিদ্ধান্ত নেয়।আর তখনি হটাৎ তার মনে পড়ে
মালিকের উপদেশ -৩ কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খনাপুঙ্খ চিন্তাভাবনা করবে । তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল। অথচ সেতো সেই আগের মতই বউকে ভালবাসে।
দরজায় কড়া নাড়তেই সহাস্যে তার স্ত্রী
দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে।
লোকটি তাকে কাছে ঘেঁষতে দেয় না -‘আমি শুধু
জানতে চাই তুমি আমাকে রেখে আমার
অনুপস্থিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে
বিশ্বাসঘাতকতা করলে কেন? কই আমি তো ওইরকম
নই বরং বিশটা বছর তোমার কথা ভেবে ভেবে
কাটিয়েছি ‘ – লোকটি বলল ।
‘ঘরে এসো সব খুলে বলছি’ – তার স্ত্রী
বিনীতভাবে আমন্ত্রন জানাল।‘না, তার আগে
আমার নিজ চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া
অপকর্মের ব্যাখ্যা চাই’।
‘আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে
গেলে তখন আমি সন্তানসম্ভবা। এখন আমাদের
বিশ বছর বয়সের একটা ছেলে আছে । দূরে পাহাড়ে
কাজে যাবে বলে দুইগালে চুমু খেয়ে দোয়া
করছিলাম’।

আনন্দাশ্রু নিয়ে উভয়ে পাউরুটিটা ভাগ করে খেতে
বসলো। রুটি ছিড়তেই লোকটি দেখে তার মালিক তার
পাওনা সম্পূর্ণ অর্থ রুটির ভেতর গুঁজে দিয়েছিল।

শুভ জন্মদিন, সাহিত্যের  একজন বহুমুখী বাচক—উপন্যাসিক, কলাম লেখক, কবি, সমালোচক, অনুবাদক ও গণমানুষের আইকনিক পাবলিক ইন্টেলেক...
01/07/2025

শুভ জন্মদিন, সাহিত্যের একজন বহুমুখী বাচক—উপন্যাসিক, কলাম লেখক, কবি, সমালোচক, অনুবাদক ও গণমানুষের আইকনিক পাবলিক ইন্টেলেকচুয়াল একজন মানুষ। 🖤

01/07/2025

বিয়ের আগে শাশুড়ির সাথে কমপক্ষে ছয় মাস লিভিং - এ থাকা উচিত

শুভ জন্মদিন গুরু💖
01/07/2025

শুভ জন্মদিন গুরু💖

লেখক ও চিন্তাবিদ আহমদ ছফার জন্মদিন আজ।

#আহমদছফা #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

01/07/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Sultan : কাব্য পথিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasir Sultan : কাব্য পথিক:

Share

Category