বগুড়ার মেয়ে

বগুড়ার মেয়ে জীবন আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। তাই জীবনকে সুন্দর করতে আমাদের চিরন্তন চেষ্টা করতে হবে।
(6)

01/06/2025

প্রচন্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না,তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বৈকি!

আফসোস তো সে করবে,যে আপনার কাছ থেকে এত ভালোবাসা,যত্ন,আদর পাওয়ার পরেও আরেকটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে!

ভালোবাসার মানুষটাকে মুক্ত করে দিতে হয়।যাতে মানুষটা অন্তত দেখতে পারে;পৃথিবীর আর কেউ তাকে ঠিক আপনার মতো করে ভালোবাসতে পারে কিনা,বুঝতে পারে কিনা।

আর যখন সেই মানুষটা পুরো পৃথিবী ঘুরেও আপনার মতো কাউকে পাবে না,ঠিক তখন চরম আফসোস করবে!নিজেকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।

আপনাকে কষ্ট দিয়ে অন্য কোথাও সুখ সে কোনোদিনও পাবে না এটা নিশ্চিত থাকুন।হয়তোবা আপনার সামনে নিজেকে সুখী উপস্থাপন করার জন্য নানা কৌশল অবলম্বন করবে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড আফসোস করবে আপনার জন্য।

পৃথিবীতে আজকাল প্রকৃত ভালোবাসা যে বড্ড দুর্লভ!যে মানুষ সামান্য একটু সুখের লোভে কারো ভালোবাসাকে অবজ্ঞা করে,সে মানুষ আর কোনোদিনও ভালোবাসা পায় না! কেননা ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ,তা অনেক মানুষেরই অজানা।

যাকে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন,যত্ন নিতেন,আগলে রাখতেন;তাকে না পাওয়াটাই বেশ ভালো!
নিজের ভালো যে না বুঝে আপনাকে তীব্র আঘাত দিয়ে নিজের সুখের লোভে অন্য কাউকে বেছে নেয়,তার কাছে আপনি অন্তত কখনোই ভালো থাকার আশা রাখতে পারেন না,ভালো থাকতে পারেন না,ভালো থাকার কথাও না!

মনে রাখবেনঃ
যাকে প্রচন্ড ভালোবাসা যায়,তার থেকে–যে প্রচন্ড ভালোবাসে;তাকে হারানোর বেদনা অধিক কষ্টের এবং যন্ত্রণাদায়কও বটে!

আজ ভালোবাসার মানুষটাকে না পেয়ে আপনি যে আঘাত পাচ্ছেন,নিজেকে তীলে তীলে শেষ করে দিচ্ছেন;সেই মানুষটাও একটা সময় ঠিক আপনার থেকে দ্বিগুণ কষ্ট পাবে কেবল আপনার থেকে পাওয়া প্রচন্ড ভালোবাসা,যত্ন এবং আদরের কথা মনে করে।
বিশ্বাস করুন,অবশ্যই পাবে!

ভালোবাসা আর সময়;কখনোই কারো কাছে তার দেনা-পাওনা বাকি রাখে না।সময় মতো সুদে-আসলে সব শোধ করে দেয়!

অতঃপর আপনি?
একটা সময় ঠিকই তার স্বার্থপরতার কথা ভেবে নিজেকে বদলে নিবেন,গুছিয়ে নিবেন।কষ্টকে জয় করে নিজে ভালো থাকা শিখে নিবেন!

আফসোস কিংবা আক্ষেপ আপনার জন্য নয়,বরং তার জন্য-যে আপনার অসীম ভালোবাসাকে মূল্যহীন মনে করে নিজেকে বিকিয়ে দিয়েছে অন্য কারো কাম-বাসনায় আর নয়তো চাহিদায়!

29/05/2025

কারো কাছে কোনো প্রত্যাশা করবেন না। কারো জন্য নিজেকে হারিয়ে ফেলবেন না। কারো মন পেতে গিয়ে নিজের সুখ বিসর্জন দিবেন না। অন্যদের জন্য সব উজাড় করে দিলে, শেষটায় হয়তো নিজের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। না ভালোবাসা, না সম্মান, আর না তো প্রশান্তি।

মায়া, দয়া, যত্ন সবটুকু অন্যের জন্য না রেখে একটু নিজের জন্যও রাখুন। কারণ, দিনশেষে আপনি যদি নিজের ভেতরে শান্তি না পান, তাহলে সব কিছুর শেষে থাকবে শুধু আফসোস আর শূন্যতা।

নিজের ভালোবাসা, নিজের অনুভূতি, সেগুলো আপনি নিজেও ডিজার্ভ করেন। কাউকে দিবেন, ঠিক আছে; তবে এতটা নয় যে, নিজেই ফাঁকা হয়ে যাবেন। সময় হলে দেখবেন, আপনি যাদের জন্য সবকিছু করলেন, তারাই আপনাকে ভুলে গেছে।

তাই ভালোবাসুন, যত্ন নিন, সেক্রিফাইস করুন, তবে নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। জীবনটা আপনারও, সেটা জেনেই বাঁচুন

27/05/2025

নিশ্চয়ই আজ রাতেও আপনি পরিপূর্ণ পেটেই খেয়েছেন, মাশাআল্লাহ! হয়তো আপনার টেবিলে ছিল সুস্বাদু আর দামী সব খাবার, গন্ধেই যেন মন ভরে যায়। এটা আল্লাহর অশেষ রহমত, রিজিক, যা আপনি পান প্রতিদিন। আপনার সন্তানেরাও নিশ্চয়ই ভালো খেয়েছে, হাসিমুখে ঘুমিয়েছে, কোনো চিন্তা ছাড়াই।

কিন্তু একটু থামুন! একটু ভাবুন তো—যে শিশুটা আজ রাতে খালি পেটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, সে যদি আপনার ঘরেই জন্ম নিত?
যে মা সন্তানকে কিছু খাওয়াতে না পেরে কেঁদে কেঁদে চোখ শুকিয়ে ফেলেছে, সেই মা যদি আপনার স্ত্রী হতো?
যে বাবা দিনের শেষে দুই মুঠো চাল জোগাড় করতে ব্যর্থ, হতে পারতেন সেই নিরাশ বাবাটি, যার চোখে পানি শুকিয়ে গেছে সন্তানের ক্ষুধা মেটাতে না পেরে। সে যদি আপনি হতেন?

আল্লাহ তো পারেন, সব কিছু উল্টে দিতে। যাকে আপনি আজ দেখে এড়িয়ে যাচ্ছেন, কাল তাকেই তিনি আপনার অবস্থানে এনে বসাতে পারেন। আর আপনাকে নামিয়ে দিতে পারেন সেই ক্ষুধার্ত ঘরে, যেখানে রাত মানে অন্ধকার, রাত মানে কান্না, রাত মানে ফাঁকা পেট।

আপনার সন্তানের মুখে আজ যে হাসি, সে তো আল্লাহর ইচ্ছায়। সেই হাসি যে কোন মুহূর্তেই কান্নায় বদলে যেতে পারে। আপনার রুটি, আপনার দামী খাবার, আপনার নরম বিছানা, সবই তো তাঁর দেওয়া। যদি তিনি চান, মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন।

এই কথা ভাবলেই বুক কেঁপে ওঠে না? চোখে পানি আসে না?

একটু থামুন। নিজের দিকে নয়, চোখ রাখুন ওই ক্ষুধার্ত মুখগুলোর দিকে। যাদের জন্য রাত মানে না ঘুম, রাত মানে শুধুই না পাওয়ার দীর্ঘশ্বাস।
এই পৃথিবীতে সবচেয়ে বড় শান্তি আপনি কোনো দামী জামা পরে বা বিলাসবহুল গাড়িতে বসে পাবেন না। এই শান্তি আপনি পাবেন তখনই, যখন একটা ক্ষুধার্ত মুখে আপনি খাবার তুলে দেবেন।
যখন কোনো শিশুর মুখে আপনি হাসি ফিরিয়ে আনবেন,
যখন কোনো বিধবার চোখের পানি আপনি মুছে দেবেন,
তখন আপনার নিজের হৃদয়েই আপনি আল্লাহর কৃপা অনুভব করবেন।

এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। এই শান্তি সম্মানে বা প্রতিপত্তিতে আসে না।
এই শান্তি আসে কেবল তখন, যখন আপনি কারো মুখে বলতেই পারেন না কিছু, কিন্তু চুপিচুপি তার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে দেন।

আল্লাহর কসম, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি এটিই।
যে দিন আপনি এই অনুভূতিটা পাবেন, সেদিন বুঝবেন, আল্লাহ আপনাকে শুধু খাওয়ানোর জন্য নয়, কাউকে খাওয়ানোর ক্ষমতাও দিয়েছেন।

আল্লাহ যেন আমাদের এমন মানুষদের মাঝে পরিণত করেন, যারা শুধু খায় না, খাওয়ায়। যারা শুধু ভাল থাকেই না, ভালো রাখে।
আর যারা শুধু নিজের সন্তানদের ভালো দেখে খুশি নয়, সব শিশুদের মুখে হাসি দেখতে চায়।

শুভ সকাল
20/05/2025

শুভ সকাল

15/05/2025

মরার জন্য যারা বাধ্য করে মৃত্যুর পর তারাই কান্না করে

11/05/2025

ভাগ্য আমার বেলায় বড় নিষ্ঠুর

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়ার মেয়ে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share