27/11/2025
🚨 যাদের কফিল “খুরুজ” দিয়েছে — অবৈধ প্রবাসীদের জন্য সুখবর! 🇸🇦✨
Saudi Arabia–তে বর্তমানে অনেক জায়গায় অপ্রকাশিতভাবে (সরকারি ওয়েবসাইটে নয়) এমন একটি সুযোগ দেখা যাচ্ছে, যেখানে কিছু বিশেষ শর্ত পূরণ হলে আপনি আবার কাফালা হতে পারবেন!
✅ যে দুটি শর্ত পূরণ হলে আপনি কাফালা হতে পারবেন:
1️⃣ ইকামার মেয়াদ থাকতে হবে
আপনার Resident ID (Iqama) বা কাগজে মেয়াদ থাকতে হবে।
যদি পুরোপুরি শেষ হয়ে যায়, তাহলে এই সুযোগ প্রযোজ্য নয়।
2️⃣ খুরুজ দেওয়ার পর ৬০ দিনের কম সময় অতিক্রম হতে হবে
আপনার বিরুদ্ধে “খুরুজ” দেওয়ার পর ৬০ দিন পূর্ণ হয়নি—
৬০ দিনের মধ্যে থাকলে সুযোগ আছে।
৬০ দিন পেরিয়ে গেলে আর কাফালা হওয়া সম্ভব নয়।
---
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
💰 কোনো টাকা-পয়সা আগে লেনদেন করবেন না!
আপনার তালব (Demand/Request) যদি Accept না হয়—
তাহলে টাকা দিলে প্রতারণার শিকার হতে পারেন।
✅ প্রথমে নিশ্চিত হোন আপনার Talab Accept হচ্ছে কিনা
তারপরই আর্থিক লেনদেন করবেন।
---
⭐ শেষ কথা
এটা সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নিয়ম নয়, তবে বিভিন্ন কাজে/কেসে বর্তমানে এমনটাই কাজ করতে দেখা যাচ্ছে।
যারা অবৈধ অবস্থায় আছেন বা কফিল খুরুজ দিয়েছে, তারা বিলম্ব না করে দেখে নিন—
👉 আপনি কাফালা হতে পারছেন কিনা।