Prothom Alu

Prothom Alu Stay On-Trend, Always Ascend In this page, you can see only this discussion being very important for admission test for unit b of Dhaka university.

11/10/2024
একদিন, সজীব নামের এক ব্যক্তি, যিনি খুব সাধারণ মানুষ, ভাবলেন, "যদি আমি প্রচুর টাকা হাতে পাই, তাহলে কীভাবে সেটি লুকিয়ে রাখ...
11/10/2024

একদিন, সজীব নামের এক ব্যক্তি, যিনি খুব সাধারণ মানুষ, ভাবলেন, "যদি আমি প্রচুর টাকা হাতে পাই, তাহলে কীভাবে সেটি লুকিয়ে রাখব?" তিনি ঠিক করলেন, দেশে থাকা তার ছোট মুরগির খামারটি ব্যবহার করবেন। তাই তিনি অনেক টাকা মুরগির খাবারের বস্তায় লুকিয়ে রাখলেন। তবে তার দুঃখের বিষয়, মুরগিগুলো ভাবল, এটাই হয়তো তাদের খাবার। মুরগিরা টাকার বান্ডিলগুলো ঠোঁট দিয়ে টেনে, টুকরো টুকরো করে কুটতে শুরু করল। সজীবের সব পরিকল্পনা মাঠে মারা গেল।

তবু, সজীব ভাবল, "চালাক হওয়া দরকার।" তাই তিনি ঠিক করলেন টাকাগুলোকে মাছের জালে মুড়ে নদীর পানিতে ডুবিয়ে রাখবেন। ভাবলেন, পুলিশের চোখ ফাঁকি দিতে পারবেন। কিন্তু কপাল খারাপ, এক ঝাঁক মাছ এসে সেই টাকা নিয়ে গেল! আর সবই নদীর তলায় ভেসে গেল।

শেষে সজীব বুঝতে পারল, টাকা পাচার শুধু কৌশলে করা যায় না, ভাগ্যেরও দরকার আছে।

11/10/2024

শহরের উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বসত শওকত মিয়ার। তার জীবনের অন্যতম আনন্দ ছিলো গ্রামে বসা মাসিক হাট। সেই হাটে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসতো তাদের পণ্য বিক্রি করতে এবং কিনতে। শওকত মিয়া ছিলেন একজন সৎ ব্যবসায়ী, তার নিজের হাতে তৈরী করা মাটির হাঁড়ি, কলসি বিক্রি করতেন। প্রতিবার মেলা এলেই তিনি আগের থেকে ভালো পণ্য বানানোর চেষ্টা করতেন।

একদিন মেলা বসার ঠিক আগে, শওকত মিয়া ভাবলেন, “এবার কিছু নতুন ধরনের ডিজাইন করে দেখি। মানুষ তো ভালো জিনিসের কদর করে।” সেই ভাবনা থেকেই তিনি সুন্দর কারুকাজ করা কিছু কলসি ও হাড়ি বানালেন। মেলার দিন সকালে তিনি তার সব জিনিস গুছিয়ে, গরুর গাড়িতে করে মেলায় নিয়ে গেলেন।

মেলা ছিল জমজমাট, মানুষের ভিড়ে ঠাঁই নেই। কিন্তু শওকত মিয়ার মাটির পণ্যগুলোর দিকে কেউ খুব একটা তাকাচ্ছিল না। বাজারে বেশিরভাগ মানুষ ইস্পাত ও প্লাস্টিকের তৈরি পণ্য কিনছিল। শওকত মিয়ার মনে হতাশা দানা বাঁধছিল। তার ভাবনা হচ্ছিল, “এতো পরিশ্রম করলাম, যদি কিছুই বিক্রি না হয়!”

ঠিক তখন, এক বয়স্ক মহিলা তার দোকানের দিকে এগিয়ে এলেন। তিনি মাটির হাঁড়ির ওপর হাত বুলিয়ে বললেন, “এই হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর, আগে আমাদের ঘরেও এমন হাঁড়ি ছিল। এবার কিনে নিয়ে যাই।” মহিলার কথায় আশার আলো জ্বলে উঠল শওকতের মনে। তিনি মহিলাকে সৎ দামে একটি হাঁড়ি বিক্রি করলেন।

এরপর থেকে একে একে অনেকেই তার দোকানে আসতে লাগলো। তারা শওকতের কারুকার্যময় হাঁড়ি ও কলসির প্রশংসা করতে করতে কিনতে শুরু করলো। শওকত মিয়ার বিক্রি এতটাই ভালো হলো যে দিন শেষে তার প্রায় সব পণ্যই শেষ হয়ে গেলো।

শওকত মিয়া বুঝলেন, সৎ পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। তিনি তার নিজের সৃষ্টিতে বিশ্বাস রাখতেন, এবং মানুষও ধীরে ধীরে সেই বিশ্বাসে ভরসা করতে শুরু করেছিল।

21/08/2024

কর্মের মাধ্যমে নিজে বাঁচুন; রাষ্ট্রকে বাঁচান ।

ঢেঁকি ছাঁটা গানজিয়া চাল - 110tk(kg)ধান উৎপাদন এলাকাঃ গাইবান্ধার চরাঞ্চল।চালের ধরনঃ চিকন, সরু ও লাল।যাদের জন্য বেশী দরকার...
18/05/2024

ঢেঁকি ছাঁটা গানজিয়া চাল - 110tk(kg)
ধান উৎপাদন এলাকাঃ গাইবান্ধার চরাঞ্চল।
চালের ধরনঃ চিকন, সরু ও লাল।
যাদের জন্য বেশী দরকারঃ
ডায়াবেটিক্স, হৃদরোগী,কান্সার, কোষ্ঠকাঠিন্য, ভিটামিন বি, ই, ডি'র অভাব, চুল পড়া ও চর্ম সমস্যা, অতিরিক্ত মোটা ও হরমোন জনিত সমস্যা।

Huge offer "4 Cube Wall Shelf" আমরা ভিন্ন-আংগিকে তৈরি করি মেহগণি কাঠ দিয়ে। Regular Price ৳2390.00Offer Price ৳1650.00অর্...
18/05/2024

Huge offer
"4 Cube Wall Shelf" আমরা ভিন্ন-আংগিকে তৈরি করি মেহগণি কাঠ দিয়ে।
Regular Price ৳2390.00
Offer Price ৳1650.00
অর্ডার কনফার্ম করুন ইনবক্সে!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Alu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prothom Alu:

Share

Category