
24/05/2025
এতো টাকা দিয়ে কী হবে?
আজকাল অনেকেই জীবনের সবটুকু সময়, শ্রম আর ভালোবাসা ঢেলে দিচ্ছেন শুধু টাকাপয়সার পেছনে। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালান্স—সবকিছু যেন জীবনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, মৃত্যুর পর এই সব কিছু রেখে কোথায় যাবেন?
মাটি কিন্তু কাউকে চিনে না—সে ধনী, দরিদ্র কাউকেই ছাড় দেয় না। কফিনে লাখ টাকার শাড়ি কিংবা স্যুট পরে গেলেও তা মাটির খাবার হয় একদিন। তখন টাকা-পয়সা, স্বর্ণ-সম্পদ কিছুই সঙ্গে যাবে না। যাবে কেবল আপনার কাজ, আপনার ভালোবাসা, আপনার সততা।
জীবনে টাকার দরকার আছে, এ কথা অস্বীকার করছি না। কিন্তু টাকা যেন জীবনকে গ্রাস না করে। এমনভাবে বাঁচুন যেন মৃত্যুর পরও মানুষ আপনাকে মনে রাখে আপনার আচরণ, দয়া আর মানবিকতার জন্য।
সময় থাকতেই পরিবারকে সময় দিন, বন্ধুকে এক কাপ চা খাওয়ান, এক মুঠো ভাত ভাগ করে দিন কারও সঙ্গে। এটাই হবে জীবনের আসল সম্পদ—যা মৃত্যুর পরও মানুষের মনে বেঁচে থাকবে।