দৈনিক নয়া সংগ্রাম - Daily Naya Sangram

দৈনিক নয়া সংগ্রাম - Daily Naya Sangram দৈনিক নয়া সংগ্রাম
অন্যায় অনিয়ম-দুর্নীতি ও সত্যের সঙ্গে আপস না করার এক নির্ভিক সংবাদপত্র।

31/12/2024
এটা ঐতিহাসিক নিউজ.....
01/11/2024

এটা ঐতিহাসিক নিউজ.....

17/10/2024

রাষ্ট্রীয় সম্মান ছাড়াই দাফন সম্পন্ন মতিয়া চৌধুরীর

ফেনীর দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতির গাড়িতে আগুন বাড়িতে বোমা হামলার অভিযোগ।শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃফেনীর দাগনভূ...
28/11/2023

ফেনীর দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতির গাড়িতে আগুন বাড়িতে বোমা হামলার অভিযোগ।

শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আকবর হোসেনের ব্যবহৃত গাড়ীটি পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর এলাকাস্হ আলাইয়ারপুর গ্রামে আকবরের নিজ বাড়িতে বোমা হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তার বাড়ির লোকজন দাবি করেন।
দাগনভুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বোমা হামলা,গাড়িতে আগুন লাগিয়েছে, এমন কোনো আলামত পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি আরো জানান, গাড়ির ব্যাটারির স্পার্কিং থেকে আগুনের সুত্রপাত হতে পারে। থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি জানান তিনি।

একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার সূচনা করে গেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
27/11/2023

একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার সূচনা করে গেছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

27/11/2023

ফেনীতে ভাগিনা হত্যার দায়ে
মামার যাবজ্জীবন কারাদন্ড

ফেনী :
নিজ ভাগিনাকে গলাকেটে হত্যার ঘটনায় মামা নুর আলম (৩০) এর যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

সোমবার দুপুরের দিকে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালতে মামলার আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত নুর আলম ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ আগস্ট বিকালে নেশার টাকা না পেয়ে নিজ ভাগিনা ৫ম শ্রেণির শিক্ষার্থী মনসুর আলম (১০) কে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে। পরদিন স্থানীয় বোয়াইল্লা খাল পাড়ের মর্তুজার জমি থেকে শিশু মনসুরের মরদেহ উদ্ধার করা হয়।

এঘটনায় ওই দিন স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আসামি নুর আলম নিজ হাতে ভাগিনাকে খুন করার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন এসআই আজিজ আহাম্মদ।

এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহন শেষে সোমবার রায় ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। রায়ে একমাত্র আসামি নুর আলমকে নিজ ভাগিনা হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হয়।

আদালতের এপিপি ফরিদ আহাম্মদ হাজারী জানান, ঘটনার পর ২০১৬ সাল থেকেই আসামি জেল হাজতে ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নুর আলমের বিরুদ্ধে আদালত দণ্ড ঘোষণা করেছেন।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান এ আইনজীবি।

27/11/2023

অনলাইনে হাজার হাজার নারীবিদ্বেষী পুরুষতান্ত্রিক কাপুরুষের ভিড়ে নারীরা যখন শেষপর্যন্ত কোন নারীবাদী পুরুষের দেখা পায়-

27/11/2023

রাশিয়ার বন্দর নগরী সোচিতে সাইক্লোন ’বেটিনা’র আঘা*ত

বিবিসির প্রতিবেদনে  . ভারত জুড়ে বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী,মুসলিম বক্তারা এটা তুলে ধরলেও বিবিসি এটার সত্যত...
27/11/2023

বিবিসির প্রতিবেদনে . ভারত জুড়ে বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী,মুসলিম বক্তারা এটা তুলে ধরলেও বিবিসি এটার সত্যতা নিয়ে কিছু বলেনি।তবে রিসেন্ট সময়ে এটা সোশ্যাল মিডিয়া অনেক ট্রেন্ড হচ্ছে।এবং উগ্রবাদী বিজেপি আরএসএস এর অনেক নেতাদের এরকম কাজে উৎসাহ দিতে দেখা গেছে।সাংবাদিক ইলিয়াস হোসেনও এ বছরের শুরুর দিকে এটা নিয়ে একটা ডকুমেন্টারি প্রকাশ করেছিলেন সেখানে যা দেখা গেছে সে হিসেবে এটা ফেলে দেয়ার মতো বিষয় বলে মনে হচ্ছে না।যদিও কয়েকদিন থেকে বাংলাদেশী অনেক ফেসবুক ইউজার বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছে তবে কোন পরিচিত মুসলিম বক্তার থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করতে দেখা যায়নি।তবে খুব মনে হচ্ছে লাভ জিহাদের মতো ও ট্রেন্ডিং হতে যাচ্ছে সেটা খুব বেশিদিন নয়।
হচ্ছে যেখানে মুসলিমরা দাবি করে কিছু উগ্রপন্থী সংগঠন মুসলিম মেয়েদেরকে পরিকল্পিত ভাবে লাভ ট্র‍্যাপে ফাঁসিয়ে ধর্মান্তর,চরিত্রহনন,ব্ল্যাকমেইল ইত্যাদি করে থাকে।

তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমানে চান্দে আছে, দয়া করে ঝাকাঝাকি করবেন না
27/11/2023

তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমানে চান্দে আছে, দয়া করে ঝাকাঝাকি করবেন না

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নয়া সংগ্রাম - Daily Naya Sangram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share