BDCrimenews.com

BDCrimenews.com we hate crime bdcrimenews.com is under a Private Limited Compnay which is incorporated under RJSC.

12/07/2025

বসুন্ধরা গ্রুপের সায়েম সোবহান সানভীর এর পরকীয়া

নিরক্ষর মুর্খ মাছ বিক্রেতা থেকে প্রতারণা ও জমি দখল জালিয়াতি করে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন নজরুল ইসলাম ভুইয়া। আশিয়...
20/04/2025

নিরক্ষর মুর্খ মাছ বিক্রেতা থেকে প্রতারণা ও জমি দখল জালিয়াতি করে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান হয়েছেন নজরুল ইসলাম ভুইয়া। আশিয়ান মেডিকেল কলেজ, আশিয়ান সিটি, হাসপাতাল, আশিয়ান ফুড এর বেতন বকেয়া ৫-৫-৬ মাস, অনেকেই বেতন না পেয়ে চাকুরি ছেড়েছেন কোন রকম পেমেন্ট তাদের দেয়া হয়নি।

বিএনপি নেতা আমিনুলের সেল্টার ব্যবসা!কত টাকায় আশিয়ান সিটির কাছে নিজের গুহ্যদ্বার বিক্রি করলেন আমিনুল?ঢাকা মহানগর বিএনপির ...
02/04/2025

বিএনপি নেতা আমিনুলের সেল্টার ব্যবসা!

কত টাকায় আশিয়ান সিটির কাছে নিজের গুহ্যদ্বার বিক্রি করলেন আমিনুল?

ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ নেতা আমিনুল। ০৫ আগষ্ট সরকার পতনের পর লীগের লোকজনে সুরক্ষা দিয়ে আসছে। ছবিতে, যে একই ব্যক্তিকে শেখ হাসিনার সাথে দেখছেন, তার নাম সাইফুল। আশিয়ান সিটির চেয়ারম্যানের ভাই। ছাত্র আন্দোলনে হত্যা মামলার এই আসামিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমিনুল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৮ নং ওয়ার্ডের যুব বিষয়ক সম্পাদক কাউসার দেওয়ান হত্যা মামলায় জামিন জালিয়াতির ঘটনা ঘটেছে। এই হত্যা মমলার প্রধান আসামী আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া উচ্চ আদালতের আদেশ অমান্য করে নিম্ন আদালতে জালিয়াতির মাধ্যমে জামিন নিয়েছেন।

রহস্যজনক এই জামিনের কারন অনুসন্ধান করে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির নেতা আমিনুলের চাপে নিন্ম আদালত এ জামিন দিতে বাধ্য হয়।

আশিয়ান সিটি গত ১৫ বছরে সরকারি সুবিধা নিয়ে জমি দখল সহ নানা অপকর্ম করে আসছে। আশিয়ানের নজরুলের জয় বাংলার স্লোগান এখনো অনলাইনে আসে।

কত টাকার বিনিময়ে আমিনুল আশিয়ান সিটিকে সুরক্ষা দিচ্ছে। কত টাকায় নিজের গুহ্যদ্বার আশিয়ান সিটির কাছে বিক্রি করেছে আমিনুল। জানতে চাই।
নিউজ সারাদিন

গতকাল রাতে আশিয়ান সিটির নজরুলের বিষয়ে পোস্ট করার পর এত সব তথ‍্য পাওয়া গেছে, যা বেশ চমকে যাওয়ার মতো। আওয়ামী লীগের অত্যন্...
01/04/2025

গতকাল রাতে আশিয়ান সিটির নজরুলের বিষয়ে পোস্ট করার পর এত সব তথ‍্য পাওয়া গেছে, যা বেশ চমকে যাওয়ার মতো। আওয়ামী লীগের অত্যন্ত খাস এই নজরুল এবং তার ভাই সাইফুল এখন বিএনপির পদলেহন শুরু করেছে। তাদের ইদানিং বিএনপির সম্মানে ইফতার পার্টি থ্রো করতেও দেখা যায়। বিএনপি'র নেতারা কি, যে কারো অনুষ্ঠানে ডাক দিলেই চলে যান? কার সাথে ঘনিষ্ঠ হচ্ছেন, তাদের অতীত কি সেসব যাচাই করার কোন প্রয়োজনীয়তা কি আপনারা বোধ করেন না?

গুম, হত‍্যা, জমি দখল, অসংখ‍্য জালিয়াতির সাথে যুক্ত এই নজরুলের কারাগারে থাকার কথা, কিন্তু এই ভয়ানক ব্যক্তি এখন ঢাকা শহর দাপিয়ে ঘুরছে! যারা একে প্রশ্রয় দিচ্ছেন তারা কিসের নেশায় বেহুশ? সুত্র: জুলকার নায়েন

থাইল্যান্ডে ভুমিকম্পে ভবন ধসে ৩জনের মৃত্যু
28/03/2025

থাইল্যান্ডে ভুমিকম্পে ভবন ধসে ৩জনের মৃত্যু

এ জেড আমিনুজ্জামান রিপন : শক্তিশালী ভূমিকম্পের আঘাতে শুক্

সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটন সহ ৫ জন কারাগারেইলিয়াছ হায়দার:বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআই...
19/05/2024

সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটন সহ ৫ জন কারাগারে
ইলিয়াছ হায়দার:বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৫৬১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে করা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু ও মো. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।

জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরের বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তির শর্ত ভঙ্গ করে চুক্তির সার বাফার গুদামে না দিয়ে ৫৬১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকার ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করেছেন। এতে আরও বলা হয়, কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে সার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে মিথ্যা তথ্য দেন।

এ অভিযোগে গত বছরের ২৬ নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদের ধরিয়ে দিন!ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার ‌‘গুজব’ রটিয়ে গণপিটুনিতে দুই ...
27/04/2024

এদের ধরিয়ে দিন!

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার ‌‘গুজব’ রটিয়ে গণপিটুনিতে দুই ভাইকে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন জেলা প্রশাসক। তাদের ধরিয়ে দিতে বা এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

২জনই এতিম বাবা নাই, নিজ হাতে কাজ শিখিয়েছি। রেজাল্ট না হলেও তারা ১৫০০০ টাকা বেতনে অফিসার/ভাল পদে চাকুরি পেতে পারে। কিন্ত ...
02/04/2023

২জনই এতিম বাবা নাই, নিজ হাতে কাজ শিখিয়েছি। রেজাল্ট না হলেও তারা ১৫০০০ টাকা বেতনে অফিসার/ভাল পদে চাকুরি পেতে পারে। কিন্ত কিভাবে? একজন ৯-৫টা অফিস, ২দিন ছুটি,অনেক সুবিধা। BSc MSc করে শিক্ষাব্যবসায়ীদের টাকা দিয়ে কি লাভ, কিভাবে উপরে উঠতে হয় তা দেখাতে FEAB আছে। আমাদের কাজ জানা লোক দরকার।
আমাদের মাধ্যমে কেউ চাকুরি পেলে বলিনা পোস্ট করতে, আমরাও করিনা। আমরা শুধুমাত্র ভাল চাকুরি নিয়ে কাজ করি।
বাবা না থাকলেও তাদের ইচ্ছা প্রচেষ্টা কাজ শেখার আগ্রহ, ক্যারিয়ার গড়ার জন্য মানুষ কি করে সেটা দেখে আমি আপ্লুত। এরা অনেক দূর যাবে৷ আমি তাদের চূড়ায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে আমাকে ইনবক্স বা ফোন করে লাভ নাই, তোমাকে আমার কাছে আসিতে হবে, কিভাবে আসবে সেটা তোমার ব্যাপার।
এদের ২জনের কিছু মিল
২ জনই Diploma করা
২জনই এতিম বাবা নাই
২ জনই গোপালগঞ্জ পলিটেকনিক এর
২ জনই রেজাল্ট হবার আগে চাকুরীতে ঢুকেছে
২ জনেরই বেতন ১৫০০০ টাকা
২ জনই ল্যাবে এসে কাজ শিখেছে টাকা খরচ, করে পরে শুনেছি বাবা নাই।
তারা কাজ শিখে, মেলায় কাজ করে, আমাদের সাথে ঘুরতে যায়। ফিয়াব এদের কাজ শেখায়। এখন শিখেছে কাল শিখাবে।
রাকিবুজ্জামান ২০২১ অলরেডি FEAB এর প্র‍্যাক্টিক্যাল ট্রেনিং করাতে পারে।
আসিফ ২০২৩ সামনে জুনিয়রদের কাজ শিখাবে ইনশাআল্লাহ। সবাই তাদের জন্য দোয়া করবেন। whatsApp 01911-763810 only text no call.

17/08/2022

চা শ্রমিকরা চা পাতার একটা ভর্তা খায়। কচি পাতাগুলো খুব কুচিকুচি করে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, সেদ্ধ আলু আর চানাচুরকে সরিষার তেল দিয়ে মাখানো হয়। গরম ভাত অথবা রুটির সাথে খায় তারা। আমি খেয়েছি, খুব একটা সুস্বাদু কিছু না। অথচ তারা বলতে গেলে প্রতিবেলায় খায়। তবে প্রতিবেলায় মাখানোর জন্য সরিষার তেল আর চানাচুর পাওয়া যায় না। তবুও তারা খায় কারণ দুইশো টাকা কেজি ব্রয়লার মুরগীর এই বেহেশতে একদিনে তাদের বেতন ১২০ টাকা। এক আঁটি শাক কিংবা এক কেজি সবজি কেনার চেয়ে চা পাতার ভর্তা দিয়ে দু'মুঠো ভাত খেয়ে ফেলাই তাদের জন্য সহজ।

ব্যাপারটা একদিনে ১২০ এরকমও না। মানে একজন চা শ্রমিক যদি দিনে ২৪ কেজি চা পাতা তুলতে পারে তাহলে সে পাবে ১২০ টাকা। বেশিরভাগ শ্রমিক ২৪ কেজি তুলতে পারেন না, ১৪-১৫ কেজি তোলেন সর্বোচ্চ। আর একটু বয়স্ক যারা তাদের চা পাতা তোলার পরিমাণ আরও কম। ফলে তারা পুরো টাকাটা পান না।

এই অঞ্চলে চায়ের চেয়ে রোমাঞ্চকর জিনিস আর কী আছে? আমাদের প্রেম, আড্ডা, গল্প, গান, বিপ্লব, বিদ্রোহ কোনো কিছুই চা ছাড়া হয় না। বিজ্ঞাপন মারফত আমরা জানতে পারি কাপ শেষ হলেও রেশ রয়ে যায়, এক কাপ চায়ে তাজা হয়ে যাওয়া যায় নিমেষেই, এমনকি চায়ে চুমুক দিয়ে আমরা বদলে দিতে পারি পরিস্থিতি, প্রতিবাদ করতে পারি যেকোনো অন্যায়ের, পেয়ে যেতে পারি যুগান্তকারী আইডিয়া। কিন্তু বিজ্ঞাপনে চা শ্রমিকরা সারাজীবন ব্যাকগ্রাউন্ড প্রপস। দুটি পাতা একটি কুড়ি তোলার সুন্দর দৃশ্যটি আমাদের কাছে আরও সুন্দর হয়ে ওঠে দারুণ সিনেমাটোগ্রাফিতে। আর আজকাল তো নগরীর অভিজাত চায়ের দোকানে এক কাপ চা বিক্রি হয় ১২০টাকায়। সে চায়েরও হয় ফুড রিভিউ। অথচ শ্রমিকদের ১২০টাকার অসুন্দর জীবনের দৃশ্য সিনেমাটোগ্রাফিতেও আসে না, খবরেও খুব একটা পাওয়া যায় না। কারণ তারা চা পাতা ভর্তা খেয়েই কাটিয়ে দিচ্ছে বেহেশতি এই জীবন!

চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা পারিশ্রমিকের জন্য আন্দোলন করছে। তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

দুটি পাতা একটি কুড়ি
শুনতে কি পাও আহাজারি?

সংযুক্তি- পোস্টে অনেকেই শ্রমিকদের অন্যান্য সুবিধার কথাও বলেছেন। আবাসন, চিকিৎসা এবং রেশনের সুবিধাসহ মজুরি এখনই তিনশোর অধিকও হয় বলে মতামত দিয়েছেন। তবুও এই বাজার মূল্যে শ্রমিকদের আয়টা নগণ্য। তাই তাদের দাবিকে যৌক্তিক মনে করছি।
(কালেক্টেড)

Address

Wari

Alerts

Be the first to know and let us send you an email when BDCrimenews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDCrimenews.com:

Share