Zayan's Mom

Zayan's Mom Assalamualaikum,
Welcome to Zayan's Mom page||This page is Kids blog||Daily blog ||Family blog||
(18)

যে আমার ভালোবাসা অসম্মান করে,তাকে আমি ঘৃণা করতেও রাজি নই।তাকে ঘৃণা করা মানে,তাকে জীবনে কোথাও না কোথাও রেখে দেওয়া।আমি তাক...
19/10/2025

যে আমার ভালোবাসা অসম্মান করে,
তাকে আমি ঘৃণা করতেও রাজি নই।
তাকে ঘৃণা করা মানে,তাকে জীবনে কোথাও না কোথাও রেখে দেওয়া।
আমি তাকে জীবনের কোথাও রাখতে চাই না।
আমি ঠিক ততোখানি শক্ত হতে চাই যাতে সে আমার আশেপাশে থাকলেও আমার কিছু যায় আসে না।

ঘৃণা করতেই হবে এমন কথা নেই। তবে মাঝেমাঝে মানুষ মন থেকে উঠে যায়, সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ। আগের মতো তাদের প্রতি...
19/10/2025

ঘৃণা করতেই হবে এমন কথা নেই। তবে মাঝেমাঝে মানুষ মন থেকে উঠে যায়, সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ। আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে???

অন্ধের মত বিশ্বাস করেছিলাম।তাই বলে অন্ধই প্রমাণিত হলাম। 🙄😎💔
11/10/2025

অন্ধের মত বিশ্বাস করেছিলাম।তাই বলে অন্ধই প্রমাণিত হলাম। 🙄😎💔

07/10/2025

কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা বউয়ের গালি বা থাপ্পরকে জঘন্যতম অপরাধ মনে করে, আবার সেই পুরুষগুলাই অন্য মেয়ের গালি বা থাপ্পরকে ভয় পায় বা রোমান্টিক মনে করে 🤣🤣🤣

প্রেমিকা VS স্ত্রীঅপ্রিয় হলেও সত্যিপ্রতিটা দম্পতিদের পড়া উচিত।📌প্রেমিকা আর স্ত্রী কখনোই এক হয় না 🙅‍♀️ প্রেমিকা যেখানে...
25/09/2025

প্রেমিকা VS স্ত্রী
অপ্রিয় হলেও সত্যি

প্রতিটা দম্পতিদের পড়া উচিত।

📌প্রেমিকা আর স্ত্রী কখনোই এক হয় না 🙅‍♀️ প্রেমিকা যেখানে রূপচর্চায় ব্যস্ত থাকে 🫠 স্ত্রী সেখানে স্বামী কি খাবে না খাবে? সেই সব দিকে ব্যস্ত থাকে😔🥺

♦️খেয়াল করে দেখবেন, প্রেমিক যুগলদের প্রায়ই দেখা যায়, রেস্টুরেন্টে, পার্কে, সিনেপ্লেক্সে, নদীর পাড়ে, লেকের ধারে কিন্ত এ সমস্ত জায়গায় স্বামী স্ত্রী কে খুব কম পাবেন। কথাটা অপ্রিয় হলেও সত্য🥲

#প্রেমিকার ভালোবাসা পেতে দামি জিনিস দিতে পারলে প্রেমিকের ধন্য মনে হয়। অথচ বউয়ের জন্য লাল কাঁচের চুড়িটা কিনতে গেলে বিরক্তি বোধ হয়। 😐

#প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও,বউয়ের সাথে একরাত গল্প করাটাই নেহাৎ বোকামী।😐

#প্রেমিকার জন্মদিনে মাথায় শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা ঘুরপাক খায়,আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে😐😐

#প্রেমিকার জন্য ৩২ মাইল দূরে গিয়ে ৩০ টাকার ফুচকা কিনতেও বাধে না,আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়!😔�

#প্রেমিকা অসুস্থ হলে ১০ মিনিট পরপরই তার খোজ নেওয়াটা কেয়ার বলে গন্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না বিরক্ত বিরক্ত লাগে�

একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, তার ১০ ভাগের ১ ভাগও যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো, তাহলে-এই এক জীবনে সুখের কোন কমতি থাকতো না আর চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না।

25/09/2025
16/09/2025

নারীর যখন বুঝ আসে,জ্ঞান হয়,যখন সে বাস্তবতা শিখে,তখন তার মনে জাগে হাজার প্রশ্ন,প্রতিটি প্রশ্নের উত্তরে সে হয় নিরত্তর, নিরুপায়,,,,,,

16/09/2025

কেউ চাইলে আমাকে কষ্ট দেওয়া সম্ভব।কিন্তু আল্লাহ ছাড়া আমাকে ধ্বংস করা অসম্ভব,,,,,

15/09/2025

ঠকে যাওয়া মানুষ গুলোর মন ভয়ংকর রকমের পরিবর্তন হয়। না থাকে এদের মন,না থাকে হারানোর ভয়,,,,

15/09/2025

স্ত্রীর অভিমান যদি জমে পাহাড় হয়, তখন আর ক্ষমা পাওয়া যায় না।
ভালোবাসা মানে কেবল “আমি তোমায় ভালোবাসি” বলা নয়—বিশ্বাসে, আচরণে, কথায়, যত্নে, পাশে থাকার মধ্যেই আসল ভালোবাসা খুঁজে পায় একজন স্ত্রী। ❤️💔❤️

15/09/2025

কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করবেন না। যাকে অতিরিক্ত বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাস ভেঙে নিঃস্ব করে দিবে।

14/09/2025

একটা মনে এতো ব্যাথা, যায় ভিজে যায় চোখের পাতা,জুড়বে কি আর ভাঙা হিয়া রে,,,,,💔💔💔

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zayan's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share