
03/07/2025
১৯১৯ সাল, Saijo Yaso নামক এক জাপানিজ লোক
Tomino’s hell নামের একটি কবিতা লেখে যা পরবর্তীতে জাপানে অভি*শ*প্ত কবিতা হিসেবে পরিচিতি পায়।
কবিতা প্রকাশের এক বছর পর, ১৯২০ সাল থেকে জাপানের অনেকেই কবিতাটিকে অ*ভিশ*প্ত মানতে শুরু করে। যারাই কবিতা পুরোটা পড়তো তাদের হয় অ্যা*ক্সি*ডেন্ট হতো, তা না হলো অন্য কোনরকম ক্ষ*তি হতে দেখা যেত। বলা হয়ে থাকে যে, যখন কবিতাটি প্রথম প্রকাশ করা হয় তখনই অনেক পাঠক কবিতা নিয়ে অ*ভিযোগ করতে শুরু করে। কিছু পাঠকের মতে, কবিতাটি পড়ে শেষ করার সাথে সাথেই তাদের মাথা ব্যা*থা করতে শুরু করে, আবার কারও কারও বুক ব্যা*থা শুরু হয়েছিল।
বইয়ের শুরুতে কবি সবাইকে সাবধান করার জন্য লিখেছিলেন:
‘If you read this book out loud
Tragic things will happen’
শুরুতে কবিতাটি অনেক জনপ্রিয় হলেও ধীরে ধীরে সবাই কবিতার কথা ভুলে যেতে লাগলো। কিন্তু এরপরেই আমাদের সবার জীবনে ইন্টারনেট আসলো এবং তারপরে কবিতাটি আবার নতুন করে জনপ্রিয়তা পাওয়া শুরু করলো। Tu Chen নামক এক জাপানিজ ওয়েবসাইটে হঠাৎ করে কবিতাটি ভাইরা*ল হতে শুরু করেছিল এবং জাপানের বিভিন্ন শহর থেকে মানুষ এই কবিতা নিয়ে তাদের অভিজ্ঞতা সেই ওয়েবসাইটে শেয়ার করতে শুরু করলো।
২০০০ সালে জাপানে যত আ*ত্য*হ*ত্যা এর কেস ছিল তাদের মধ্যে বেশিরভাগ কেসের ক্ষেত্রে একটি জিনিস কমন ছিল যে, অধিকাংশ সুই*সাই*ডার এর বাড়িতেই Tominos Hell কবিতাটি পাওয়া গিয়েছিল। এরপর থেকে Tominos Hell কবিতাটির কথা গোটা দেশের বাতাসের মতো ভেসে বেড়াতে লাগলো।
Tominos Hell এর ব্যাপক জনপ্রিয়তার পরে লোকেরা কবিতাটিকে অন্যান্য ভাষায় অনুবাদ করতে শুরু করলো। বরাবরের মতোই অনুবাদ প্রকাশের পর সেসব দেশে প্রথম দিকে কবিতাটি জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু জাপানের বাইরে অন্যান্য দেশে কবিতার কারণে কোনো দুর্ঘটনা ঘটতে দেখা যায়নি। তাই এরপর থেকে ধারনা করা হয় যে কবিতাটা শুধুমাত্র জাপানিজডের জন্যেই অভি*শপ্ত
Collected 💀