25/03/2024
⚙️FACEBOOK BUSINESS PAGE OPTIMIZATION⚙️
ফেসবুক বিজনেস পেজকে সব সময় সাজানো গোছানো রাখার জন্য ফেসবুক পেজ অপটিমাইজেশন করা প্রয়োজন। আমরা যেকোন একটা উদ্দেশ্য নিয়েই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে থাকি পেজের সব ইনফরমেশন সঠিক ভাবে না দেওয়া থাকলে সে ক্ষেত্রে ফেসবুক পেজ অপটিমাইজ করে নিতে হবে। অপটিমাইজ করার ক্ষেত্রে বিভিন্নভাবে কিছু অপশন সেট করে নিতে হয় যেমন :-
১। 📢কল টু একশন বাটন :- এখানে আপনার ব্যবসার জন্য যেটা উপযোগী সেটা সেট করে নিতে হবে। আপনার কাস্টমার যা খুঁজছে তা যেন অতি সহজে পেয়ে যায়।
২।📌 পিন টু টপ অফ পেজ :- আপনি যদি আপনার ব্যবসার নির্দিষ্ট কোন পোস্ট বা প্রোমোশনাল পোস্ট আপনার পেজে ভিজিট করা ব্যক্তিদের দেখাতে চান তাহলে পিন পোস্ট করতে পারেন। এরপরে যতই পোস্ট করবেন না কেন পিন পোস্টে সব পোষ্টের উপরে থাকবে।
৩। 🗃️টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস :- এই অপশনটি থেকে আপনার ফেসবুক পেজের নামের নিচে কিছু ট্যাব সেট করতে পারেন যেমন হোম, ইভেন্ট, রিভিউ ফটোস ইত্যাদি।
৪। ⚙️রিভিউ সেটিং :- অনলাইন ব্যবসায়ীদের জন্য ক্রেতাদের রিভিউ খুবই গুরুত্বপূর্ণ এজন্য রিভিউ সেটিং অন রাখাতে হবে। যাতে নতুন ক্রেতারা রিভিউ এর মাধ্যমে পেজের প্রোডাক্ট সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে এবং বিশ্বাসী হতে পারে।
৫। 📊ইনসাইটস :- ইনসাইটস থেকে আপনি আপনার পেজের ভিজিটরদের ডেমোগ্রাফি দেখতে পারবেন। ভিজিটররা কি ধরনের পোস্ট দেখতে আগ্রহী সেটা বুঝে ওই অনুযায়ী পোস্ট করতে পারবেন।এখানে আপনি দেখতে পারবেন কল টু অ্যাকশন যেটা সেট করেছেন সেখানে কতজন কল করেছে এবং তাদের একটিভিটি।
৬। 🔗ফেসবুক পেজ লিংক :- ব্ল্যাক লিঙ্ক ব্যবসায়িক পেজের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়তা করে। এটার মাধ্যমে আপনার পেজ টার্গেট ক্রেতাদের কাছে পৌঁছে যায়।