New BD Circular

New BD Circular জীবনের পথচলায় সঠিক দিক নির্দেশনা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।

13/07/2025

AI made a reel easily........

15/06/2025

সবাই কেমন আছেন?

GET 20$ free Deepseek ai Credit - freebieDo you want 20$ free credits for the DeepSeek API?Here you go: https://novita.a...
22/03/2025

GET 20$ free Deepseek ai Credit - freebie

Do you want 20$ free credits for the DeepSeek API?

Here you go: https://novita.ai/referral?invited_code=7OLSEN

Create an account using this link and attach your GitHub account as well.

If you don’t have a GitHub account, go to GitHub.com and create a new account.

After that, you will receive $20 worth of DeepSeek API credits.

Novita AI is an all-in-one AI cloud solution that empowers businesses with open-source model APIs, serverless GPUs, and on-demand GPU instances. Drive innovation and gain a competitive edge with the power of Novita AI.

08/02/2025

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে নগরের ভাওয়াল রাজবাড়ি সড়ক অবরোধ করে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি।

03/02/2025

আস্ সালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আমাদের এই পেজে যদি এমন কেউ থাকেন, যারা অনলাইনে প্রডাক্ট সেল করতে চান বা করতেছেন। কিন্তু ডলার রেট বেড়ে যাওয়ায় বুস্ট করতে পারছেন না, সেলও আশানুরূপ হচ্ছে না। তাদের জন্য খুবই কম রেটে প্রডাক্ট বুস্ট করে সেল এনে দেওয়ার দায়িত্ব আমাদের দিতে পারেন। আমরা খুবই যত্নসহকারে আপনার ব্যাবসা কে লস থেকে মুনাফায় পরিনত করতে সাহায্য করতে চাই। যদি আপনি আমাদের একবার সুযোগ দেন।
অফারটি ১ম ধাপে শুধুমাত্র ১০ জনের জন্য প্রযোজ্য হবে। আগ্রহীদের আগামী ০৫ ফেব্রুয়ারীর মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বিদ্রঃ আমাদের বুস্টের কারনে আপনার পেজের কোন প্রকার ক্ষতি হবেনা, এখানে এমন কিছু ট্রিক্সস খাটায়ে বুস্ট করা হবে, যা আপনার পেজ বা আইডিতে কোন প্রকার স্ট্রাইক তো দূরের কথা, একটু আচও লাগবে না ইনশাআল্লাহ।

৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
03/02/2025

৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সআবেদনের সময়কাল: ০৩ জানুয়ারি ২০২৫ হতে ২১ মার্চ ২০২৫আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ...
03/02/2025

৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

আবেদনের সময়কাল: ০৩ জানুয়ারি ২০২৫ হতে ২১ মার্চ ২০২৫
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট: ২০০০/-(দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)

বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

২. বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক বা অন্যান্য পদের আবেদনের জন্য http://sainik.teletalk.com.bd/ লিঙ্কে ক্লিক করুন।

৩. একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। যে সকল আবেদনকারী ইতোমধ্যেই একবার ফি জমাদানপূর্বক আবেদন সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্র পুনরায় ফি জমাদান করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আবেদনকারীর ধরন
বিশেষ ভাবে লক্ষ্যনীয়, আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরণ অংশটি পড়ে আপনার প্রার্থীতার ধরণ নির্ধারণ করুন।
ক্যাটাগরী প্রার্থীর বিবরণ
সাধারণ (General) ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাটাগরী ব্যতিত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
ক্যাডেট কলেজ (Cadet College) শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজ এর আবেদনকারী প্রার্থীগণ ক্যাডেট কলেজ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার এবং ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে। ক্যাডেট কলেজ-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে।
এমসিএসকে (MCSK) প্রার্থী শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনা (এমসিএসকে) এর আবেদনকারী প্রার্থীগণ এমসিএসকে প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে এমসিএসকে নাম্বার, ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। এমসিএসকে-এর ক্যাডেটদের স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে।
বিএনসিসি প্রার্থী (BNCC) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের আওতাধীন ০৫টি রেজিমেন্টের আবেদনকারীগণ বিএনসিসি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে বিএনসিসি ক্যাডেট নাম্বার এবং রেজিমেন্ট এর নাম উল্লেখ করতে হবে। বিএনসিসি-এর ক্যাডেটদের স্ব স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী (Serving Sainik) বর্তমানে যে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে (সেনা/নৌ/বিমান বাহিনী) কর্মরত আছেন শুধুমাত্র সে সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে প্রার্থীকে সৈনিক নাম্বার, বর্তমানে কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
বয়স:
০১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮-২৩ বছর।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):
(১) জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যুনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
(২) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌'ও‌' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ন্যুনতম 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
অথবা,
'‌‌‌‌‌‌‌‌‌‌ও'‌ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২ টি বিষয়েই ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড পেয়ে উত্তীর্ণ।
(৩) সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য‍: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
(৪) ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৫ সালের নিয়মিত এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০/'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি/'এ' লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবি'তে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে; ফলাফল ব্যতীত কোন প্রার্থী বিএমএ-তে যোগদান করতে পারবে না।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন* ৫৪ কিলোগ্রাম (১২০ পাউন্ড) ৪৬ কিলোগ্রাম (১০০ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
*উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

জাতীয়তা: জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

জাতীয় পরিচয়পত্র: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ'তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেয়া হলো।

নির্বাচন পদ্ধতি:
১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১৫ এপ্রিল ২০২৫ হতে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে।
২। লিখিত পরীক্ষা: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজী, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা আগামী ০৯ মে ২০২৫ (শুক্রবার) তারিখ ০৯০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে ২০২৫ মাসের চতুৰ্থ সপ্তাহে ওয়েবসাইটে (https://join.army.mil.bd/) প্রকাশ করা হবে।
৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা: লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি'র ওয়েবসাইট (www.issb-bd.org) এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে।
৪। চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চুড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। চুড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান: স্বাস্থ্য পরীক্ষায় চুড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাসদর, এজি'র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।

দুই ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় কানুকে টানাহেঁচড়া করছেন।
23/12/2024

দুই ব্যক্তি জুতার মালা পরা অবস্থায় কানুকে টানাহেঁচড়া করছেন।

23/12/2024

সব খবর সমগ্র বাংলাদেশ মেঘনায় জাহাজে মিলল ৫ গলাকাটা লাশ, হাসপাতালে আরো দুজনের মৃত্যু admin Dec 23, 2024 0 “ধারালো অস্ত্র দিয়....

এবার পোশাক শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থের সঙ্গে পরিশোধিত চিনিও এসেছে।চট্টগ্রাম ব্যুরো: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম #জাহা...
21/12/2024

এবার পোশাক শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থের সঙ্গে পরিশোধিত চিনিও এসেছে।

চট্টগ্রাম ব্যুরো: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

#জাহাজ #পাকিস্তান #বাংলাদেশ

বাণিজ্য সব খবর পাকিস্তান থেকে সেই জাহাজে এবার এল ৬৯৯টি কনটেইনার admin Dec 21, 2024 0 এবার পোশাক শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ....

পুলিশের ভাষ্য, “গ্রেপ্তার হওয়া দুইজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।“ঢাকার যাত্রাবাড়ী ফ্লাই...
21/12/2024

পুলিশের ভাষ্য, “গ্রেপ্তার হওয়া দুইজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।“

ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর ঘটনায় দুই ‘ছিনতাইকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকা থেকে ১৬ ও ১৭ বছর বয়সী দুইজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তাদের হাতেই ‘খুন’ হন ২৩ বছর বয়সী কামরুল হাসান।

গ্রেপ্তার দুই ছিনতকারীকে ‘পেশাদার’ বর্ণনা করে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মফিজুল ইসলাম বলেন, “ওই এলাকায় মূলত মাদক সেবনের টাকা জোগাড় করতে তারা ছিনতাই করত। তারা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।”

‘হত্যাকাণ্ডের সময়’ ওই দুই কিশোর যে পোশাক, ক্যাপ ও জুতা পরা অবস্থায় ছিল, সেসব পরা অবস্থাতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন উপ কমিশনার মফিজুল ইসলাম।

গত ১৮ ডিসেম্বর হাসান তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন।

তিনি রাত পৌনে নয়টার দিকে সায়েদাবাদ এলাকায় নেমে বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য ফ্লাইওভারের দিকে
#ছিনতাইকারী #যাত্রাবাড়ী

সব খবর সমগ্র বাংলাদেশ যাত্রাবাড়ী ফ্লাইওভারে যুবক খুনে ‘কিশোর ছিনতাইকারী’: পুলিশ admin Dec 21, 2024 0 পুলিশের ভাষ্য, “গ্রেপ্...

উত্তর কোরিয়া সরকার চুরি করা ডিজিটাল মুদ্রার অর্থ ব্যবহার করে দেশটির বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি...
21/12/2024

উত্তর কোরিয়া সরকার চুরি করা ডিজিটাল মুদ্রার অর্থ ব্যবহার করে দেশটির বিধ্বংসী অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অর্থায়ন করে।

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২০২৪ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা একশ ৩৪ কোটি ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা চুরি করেছে, যা বিশ্বব্যাপী চুরি হওয়া মোট ক্রিপ্টোর ৬০ শতাংশ।

এ বছর বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্ম থেকে চুরি গেছে দুইশো ২০ কোটি ডলার মূল্যের ক্রিপ্টো, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

ব্লকচেইন বিশ্লেষণ কোম্পানি চেইনালাইসিসের গবেষণায় বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ক্রিপ্টো হ্যাকিং “আরও ঘন ঘন হচ্ছে।”

২০২৩ সালের তুলনায় উত্তর কোরিয়া সংশ্লিষ্টদের চুরি করা ক্রিপ্টোর মূল্য বেড়েছে একশ দুই শতাংশ। সে বছর চুরি যাওয়া ক্রিপ্টোর মূল্য আনুমানিক অন্তত ৬৬ কোটি ডলার ছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

বৈশ্বিক বাজার থেকে বিচ্ছিন্ন ও আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। ফলে, দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক
#উত্তরকোরিয়া #ক্রিপ্টোকারেন্সি #ফিরেদেখা২০২৪ #বিটকয়েন #হ্যাকার

টেক সব খবর ২০২৪ সালে ক্রিপ্টো চুরির ৬০ শতাংশই করেছে উত্তর কোরিয়া admin Dec 21, 2024 0 উত্তর কোরিয়া সরকার চুরি করা ডিজিটাল মুদ...

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when New BD Circular posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share