
21/02/2024
মনের সুতোয় বেঁধে রেখো
যতন করে খুব,
বন্ধু তোমার মনের ভেতর দিয়েছি গো ডুব,
চাঁদনী রাতের চাঁদের আলোয়
দেখতে তোমায় বেশ,
মনের মাঝে দোল দেয়
তোমার কালো কেশ,
খুশি দিও হাসি দিয়ে ফাঁসি দিয়ো না,
অভিমানে সঙ্গ ছেড়ে চলে যেয়ো না,
কি ফুল ফুটালে মনের মাঝে
সুবাসে হই মত্ত,