08/01/2024
হাদিস শরীফে এসেছে, জ্বিন কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে। সুতরাং এগুলো মারার আগে ঘোষণা দিতে মারতে হয়।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"إِذَا ظَهَرَتِ الْحَيَّةُ فِي الْمَسْكَنِ فَقُولُوا لَهَا إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ أَنْ لاَ تُؤْذِينَا فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا".
"ঘরের মধ্যে সাপ দেখা গেলে তোমরা বল, আমরা নূহ (আঃ)-এর দোহাই ও সুলাইমান ইবনে দাউদ (আঃ)-এর দোহাই দিয়ে বলছি, তুমি আমাদের কষ্ট দিও না। এরপরও তা দেখা গেলে তোমরা একে হত্যা কর"। (তিরমিজি, হাদিস নং - ১৪৮৫)।
★★★ সকলের সচেতনতার স্বার্থে শেয়ার করার অনুরোধ রইলো।