The Truth

The Truth সত্য জানুন, সঙ্গে থাকুন
(467)

মাইলষ্টোনের এই শিক্ষিকার নাম মাহিরীন চৌধুরী। গ্রামের বাড়ি নীলফামারী। বিমান যখন দু র্ঘ ট না ঘটে তখন উনি বের হবার সুযোগ পে...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষিকার নাম মাহিরীন চৌধুরী। গ্রামের বাড়ি নীলফামারী। বিমান যখন দু র্ঘ ট না ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ গু নে র মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ দ্ধা র করা হয় তখন প্রায় মৃ ত্যু। হাসপাতালে নেয়ার পর সেদিন সন্ধ্যায় মারা যান।

নিমিষেই শেষ শত স্বপ্ন
22/07/2025

নিমিষেই শেষ শত স্বপ্ন

আর অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ওদের করতে হবে না!
22/07/2025

আর অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ওদের করতে হবে না!

অভিনেত্রী শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস দম্পতির সুইট ফ্যামিলি
22/07/2025

অভিনেত্রী শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস দম্পতির সুইট ফ্যামিলি

22/07/2025
অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতির একাল-সেকাল
22/07/2025

অভিনেতা জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দম্পতির একাল-সেকাল

নায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার
22/07/2025

নায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
21/07/2025

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট। তিনি বার বার বলছিলেন, 'ভাই...
21/07/2025

তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।

তিনি বার বার বলছিলেন, 'ভাই, আমার বাচ্চাগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের কষ্ট হচ্ছে অনেক।'

এগুলো বলছিল আর কা ন্না করছিলেন।

নাম: আশরাফুল ইসলাম।
মাইলস্টোন স্কুল এর গণিত শিক্ষক।
বাড়ি: ভেন্ডাবাড়ী,পীরগঞ্জ, রংপুর।

মা-বাবার সোনা-মানিক। সকালে যারা ঘুম থেকে উঠেছে। মা হয়তো স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছে। যাওয়ার সময় দরজার দাড়িয়ে মাকে...
21/07/2025

মা-বাবার সোনা-মানিক। সকালে যারা ঘুম থেকে উঠেছে। মা হয়তো স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছে। যাওয়ার সময় দরজার দাড়িয়ে মাকে চুমু দিয়েছে। মা দাঁড়িয়েছেন বারান্দায়। যতক্ষণ দেখা যায় তাকিয়ে থেকেছেন সন্তানের দিকে। তারপর সন্তানের ঘরে এসেছেন। গুছিয়েছেন রাতে এলোমেলো করে রাখা বই পত্তর, খাতা, কলম, শার্পনার, রাবার। প্রিয় খেলনা আর বিছানা বালিশ। ঘর থেকে বের হওয়ার সময় ঠিকঠাক করে রেখেছেন সন্তানের সাইকেলটাও। তারপর রান্না বসিয়েছেন। সন্তান দুপুরে মুরগি দিয়ে ভাত খাবে সেটা রেডি করেছেন।
বাবা সন্তানকে স্কুলে দিয়ে ফিরেছেন বাসায়। তারপর রেডি হয়ে চলে গেছেন অফিসে। মা নিশ্চয় অফিস যাওয়ায় সময় মনে করিয়ে দিয়েছে প্রিয় বাবুটার জন্য কি আনতে হবে! দুপুরেই সন্তানগুলো নেই। ফুলগুলো নিমিষেই শেষ হয়ে গেছে। সেই সঙ্গে শেষ হয়ে গেলো মা-বাবার স্বাভাবিক জীবন...।

ছবি জুতার কিন্তু ধাক্কা লাগলো কলিজায়...
21/07/2025

ছবি জুতার কিন্তু ধাক্কা লাগলো কলিজায়...

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেই স্বপ্নই কে ড়ে নিল তৌকিরের প্রা ণছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। জীবনের স...
21/07/2025

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেই স্বপ্নই কে ড়ে নিল তৌকিরের প্রা ণ

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। জীবনের সবচেয়ে বড় সেই স্বপ্নই কে ড়ে নিল বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রা ণ।

সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বি ধ্ব স্ত হয়ে নিহত হয়েছেন তিনি। সাগরের মৃ ত্যু র খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে।

সাগরের মামা শওকত আলী জানান, ছোট থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হবেন। পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে অফিসার হবেন তিনি। তবে নিজের স্বপ্নেই অটল ছিল সাগর। পড়ালেখায় ছিলেন মেধাবী। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি।

মামা আরও জানান, এক বছর আগে সাগর গ্রামের বাড়ি এসেছিলেন। এরপর আর আসেননি। কিছুদিন আগে সাগরের বিয়ে হয়। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।

মামা শওকত আলী জানান, এখনো ঠিক হয়নি কোথায় দা ফ ন করা হবে সাগরকে। সিদ্ধান্ত নেবে তার পরিবার।

আরেক মামা সেলিম জানান, প্রথমে এক সেনা কর্মকর্তার মাধ্যমে দু র্ঘ ট না র খবর পান তারা। পরে তিনি ও ঢাকায় থাকা সাগরের দুই চাচা সিএমএইচ হাসপাতালে যান।

সাগরের পরিবার রাজশাহীতে স্থায়ীভাবে বসবাস করেন। বাবা তোহরুল ইসলাম আমদানি-রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত। মা সালেহা বেগম একজন গৃহিণী। খবর জানার পর ঢাকায় রওনা হয়েছেন পরিবারের সদস্যরা।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Truth:

Share