22/08/2025
আলহামদুলিল্লাহ
প্রথমে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ আমার সব সময় ছোট বড় যে কোন ইচ্ছাই আলহামদুলিল্লাহ পূরণ করে দেয়। আর যে সব ইচ্ছা এখনো পূরণ হয়নি আমার বিশ্বাস ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ সবকিছুই পূরণ করে দিবে।
ছবিতে আপনারা যে দুইটা বোতল দেখছেন এই দুইটা বোতলই আমার। বিয়ের পর থেকে আমি কাঁচের বোতলেই পানি খেতে অনেক পছন্দ করি। তো সব সময় আমি কোনো না কোনোভাবে যে কোন বোতল কালেক্ট করি ওই বোতলটা ইউজ করি। আমি নিজে একটা ক্রাফটিং করে একটা বোতল পানি খাওয়ার জন্য রেডি করি তো এক বছর এটা ইউজও করা হয়। একদিন আমার হাজব্যান্ড বোতলটা ক্লিন করার সময় ভেঙে ফেলে এরপর আমি আরেকটা বোতল কালেক্ট করে ব্যবহার করি। ছবিতে পুরনো বোতলের পাশে যে নতুন বোতল টা দেখছেন সব সময় আমার এ বোতলের প্রতি একটা আগ্রহ ছিল। কিন্তু এটা কখনোই আমার হাজব্যান্ডকে বলিনি। একদিন আর এফ এল বেস্ট বাই এর শোরুমে গিয়ে আমি এই বোতলটা ধরে আবার রেখে দেই। আমি কখনই ওকে বলিনি যে বোতলটা আমার অনেক পছন্দ ও কোন না কোন ভাবে হয়তো এটা নোটিশ করেছে।
আজকে সকালে উঠে দেখি আমার পুরাতন বোতলটার পরিবর্তে এই নতুন বোতলে পানি ভরা। এটা দেখে মনের মধ্যে কেমন একটা ভালো লাগা কাজ করলো। আসলে এই কথাটা ঠিক আপন মানুষরা মনের না বলা কথা অনেক সময় বুঝতে পারে। আপনাদের অনেকের কাছে এটা শুধু সিম্পল একটা বোতল হলেও আমার কাছে এটা আবেগ ও অনেক ভালোবাসা।
আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমার সকল ছোটখাটো আশা পূরণ করার জন্য আল্লাহ আমার আশেপাশে এত মানুষজন রেখেছে। আলহামদুলিল্লাহ।
অবহেলার এই যুগে এসে আমার জন্য কেয়ার করা আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ ।