Food Flavour With Me

Food Flavour With Me Hlw guys,,, please stay with us ❤️

গতপরশু মাকে নিয়ে জুয়েলার্সে গেছিলাম আমার  কন্যাদের জন্য এয়ার রিং নিতে,হাতের রিং টা মা খুব চয়েজ করেছিলো কিন্তু প্রকাশ করে...
25/06/2025

গতপরশু মাকে নিয়ে জুয়েলার্সে গেছিলাম আমার কন্যাদের জন্য এয়ার রিং নিতে,
হাতের রিং টা মা খুব চয়েজ করেছিলো কিন্তু প্রকাশ করেনি,চোখের তাকানো আর মুখ দেখে বুঝেছিলাম।
তারপর গতকাল একা গিয়ে নিয়ে আসলাম,মা অবাক হয়ে গেলো বললো কি দরকার ছিলো টাকা নষ্ট করার,,
আমি মায়ের জন্য কিছু কিনলেই মা প্রথমে রাগ করেন,তবে বুঝি মনে মনে ঠিকি খুশি হন পছন্দের জিনিস পেয়ে।
ছবিতে মায়ের হাত 💓রিং টা কেমন হলো আপুরা জানাবেন।

যদি তোমার একজন কন্যা সন্তান থাকে। তবে নিশ্চিত থাকো.. মৃত্যুর পর তোমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলার কেউ থাকবে l🥰♥️
25/06/2025

যদি তোমার একজন কন্যা সন্তান থাকে। তবে নিশ্চিত থাকো.. মৃত্যুর পর তোমার জন্য দু ফোঁটা চোখের জল ফেলার কেউ থাকবে l🥰♥️

আমার এক সিনিয়র আপুকে দেখতাম সারাক্ষণ আইসক্রিম খেতো। আপুর বাসায় গেলেই সে আইসক্রিম জুটতো আমার রিজিকে। একবার জিজ্ঞেস করলাম,...
24/06/2025

আমার এক সিনিয়র আপুকে দেখতাম সারাক্ষণ আইসক্রিম খেতো। আপুর বাসায় গেলেই সে আইসক্রিম জুটতো আমার রিজিকে। একবার জিজ্ঞেস করলাম, আপনার ফ্রিজে সবসময়ই আইসক্রিম থাকে কেন? আপু বলেছিলেন, তোমার ভাইয়া নিয়ে আসে। একটা শেষ হওয়ার আগেই। প্রেমের শুরুতে গল্পে গল্পে তারে বলেছিলাম আমি ছোটবেলায় তেমন দামী আইসক্রিম খাইনি কখনও। টিফিনের যা পয়সা দিতো তাতে কিনতে পারতাম না। সেই থেকে তোমার ভাইয়ার এক অভ্যাস হয়ে গেল। রাজ্যের নানান ফ্লেভারের আইসক্রিম খুঁজে খুঁজে নিয়ে আসা।

ভালোবাসা কত সহজ! অকপটে, নির্দ্বিধায় শৈশবের অভাব, অপ্রাপ্তি, ইচ্ছা যারে বলা যায় আর যে তা স্মরণে রাখে। A real life 'When life gives you tangerines', huh? ❤️

বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ অতিথি আপ্যায়ন বেশি করে? 🥹
24/06/2025

বাংলাদেশে কোন অঞ্চলের মানুষ অতিথি আপ্যায়ন বেশি করে? 🥹

অপেক্ষা 🤎
24/06/2025

অপেক্ষা 🤎

24/06/2025

একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন মনে আছে!😅

23/06/2025
Pretty little baby.🤍
23/06/2025

Pretty little baby.🤍

🟣 নতুন ১০০০ টাকার নোট: আসল না নকল? সাধারণ মানুষ কীভাবে বুঝবে? 🟣সম্প্রতি বাজারে এসেছে বাংলাদেশের নতুন ডিজাইনের ১০০০ টাকার...
21/06/2025

🟣 নতুন ১০০০ টাকার নোট: আসল না নকল? সাধারণ মানুষ কীভাবে বুঝবে? 🟣

সম্প্রতি বাজারে এসেছে বাংলাদেশের নতুন ডিজাইনের ১০০০ টাকার নোট। দেখতে সত্যিই সুন্দর এবং আধুনিক। কিন্তু এখানেই সৃষ্টি হয়েছে এক বড় প্রশ্ন—এটা আসল, না নকল?

📌 নতুন নোটটি এতটাই চকচকে, ঝকঝকে এবং ডিজাইন পরিবর্তিত যে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক শিক্ষিত মানুষও প্রথম দেখায় ধরতে পারছেন না কোনটা আসল, কোনটা জাল।

📌 এখনো অনেক মানুষ জানেই না—এই নতুন নোটে কী কী সিকিউরিটি ফিচার আছে। না আছে গণমাধ্যমে প্রচার, না আছে জনসচেতনতামূলক কার্যক্রম। অথচ জাল টাকার ব্যবসায়ীরা এই সুযোগে নেমে পড়বে মাঠে।

🟡 আমার অনুরোধ সরকারের কাছে— 👉 এই নোটে কী কী নিরাপত্তা ফিচার আছে, সেটা স্পষ্টভাবে টিভি, সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও জনসমাগমস্থলে প্রচার করুন।
👉 সচেতনতা ছাড়া সাধারণ মানুষ প্রতারিত হবে। সঞ্চয় হারাবে। বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
👉 বিশেষ করে দোকানদার, রিকশাচালক, হকার, বৃদ্ধ মানুষ—এরা সবচেয়ে ঝুঁকিতে থাকবেন।

🔴 আজ যদি কেউ একটা জাল ১০০০ টাকার নোট হাতে তুলে দেয়, আপনি কীভাবে বুঝবেন এটা আসল না জাল?

⚠️ আমরা চাই নতুনত্ব, কিন্তু চাই জনসচেতনতার সাথেও।

এই পোস্টটি শেয়ার করুন, যেন দায়িত্বশীল মহল দ্রুত পদক্ষেপ নেন। আমাদের টাকা আমাদের নিরাপত্তা—উভয়ই গুরুত্বপূর্ণ।

#নতুন১০০০টাকা #সচেতনতা_প্রয়োজন #বাংলাদেশ_ব্যাংক াকা_রুখুন #সরকারের_দৃষ্টি_আকর্ষণ

দয়াল তুমি কি খেল ডা নাই খেল্লা আমার লগে!😕🫤
21/06/2025

দয়াল তুমি কি খেল ডা নাই খেল্লা আমার লগে!😕🫤

ফুল।💓🌷
20/06/2025

ফুল।💓🌷

একি!সবাই পানিতে হলুদ মেশাচ্ছে কেন?
20/06/2025

একি!
সবাই পানিতে হলুদ মেশাচ্ছে কেন?

Address

Dhaka
1200

Telephone

+8801321330040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food Flavour With Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Food Flavour With Me:

Share

Category