Huge Marketer

Huge Marketer A Trustworthy Marketing Agency

সুখবর! সুখবর! সুখবর!এখন থেকে আপনার ব্যবসার সম্পূর্ণ মার্কেটিংয়ের দায়িত্ব নিচ্ছে Huge Marketer । ফেসবুক পেজ সেট-আপ থেকে শ...
26/03/2024

সুখবর! সুখবর! সুখবর!

এখন থেকে আপনার ব্যবসার সম্পূর্ণ মার্কেটিংয়ের দায়িত্ব নিচ্ছে Huge Marketer । ফেসবুক পেজ সেট-আপ থেকে শুরু করে কাভার ফটো ডিজাইন করা, পোস্ট কন্টেন্ট ডিজাইন করা, পেজ প্রমোশন, পোস্ট প্রমোশন, ফেসবুক কাস্টম অডিয়েন্স তৈরি করা, পিক্সেল সেট-আপ, ভিডিও এডিটিং এবং গুগল প্রমোশন, গুগল এসইও সকল ধরণের সার্ভিস পাচ্ছেন আমাদের কাছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন- ০১৯১৩৫৭১১০০ এই নাম্বারে।

YouTube কে কেন্দ্র করে ইনকামের ৪১ টি উপায় :শূন্য জ্ঞান ও বিনা পুঁজি থেকে এডভান্স লেভেলের সবার জন্যই ১ম দিন থেকেও এখানে আ...
29/02/2024

YouTube কে কেন্দ্র করে ইনকামের ৪১ টি উপায় :
শূন্য জ্ঞান ও বিনা পুঁজি থেকে এডভান্স লেভেলের সবার জন্যই ১ম দিন থেকেও এখানে আয়ের সুযোগ আছে।

1. চ্যানেল বানিয়ে বিক্রি করুন।
(Camera কনটেন্ট চ্যানেলের এখন অনেক দাম, নিজের মেইন একটা রেখে দিবেন যাতে নতুন চ্যানেল প্রমোট করতে পারেন। Short ভিডিও দিলে কয়েকমাসেই 1 Million সাব বানাতে পারবেন, তবে Long ভিডিওর মাধ্যমে সাব কম আসলেও দাম বেশি )

2. নন মনিটাইজ চ্যানেল কিনে মনিটাইজ করে বেশি টাকায় বিক্রি করুন।
( Watchtime কম থাকলে Watchtime কিনুন)

3. একজনের জিনিস আরেকজনের কাছে Resell করুন
(কোন টাকা খরচ না করে একদম বিনা পুঁজিতে)

4. কম দামে চ্যানেল কি*নে বেশি দামে বি-ক্রি করুন।
(এজন্য আপনার টাকা লাগবে)

5. দেশের চ্যানেল বিদেশে বিক্রি করুন।
(International transection এর জন্য Account এর প্রয়োজনে আমাদের এডমিনদের হেল্প নিতে পারেন)

6. Watchtime Service দিয়ে ইনকাম করুন।

7. Subscriber Service দিতে পারেন।

8. Appeal Video Service দিয়ে ইনকাম করুন। কোন খরচ ছাড়াও করতে পারেন।
( মনিটাইজ না দিলে তখন যে Appeal Video করতে হয় সেটা আরকি। কপিরাইট রিআপ কাজের কারণে বর্তমানে এর ব্যাপক চাহিদা ও মূল্য আছে )

9. Script Writer হয়ে ইনকাম করতে পারেন।
( তবে এ গ্রুপে Script নিবে এমন মানুষ কম)

10. Voiceover Service
মানে অন্যের ভিডিওতে Voice / কন্ঠ দেওয়া। বিশেষ করে News / Story এর জন্য বেশি নিয়ে থাকে। English দিলে আরো ভালো।

11. End Screen Views সার্ভিস দিতে পারেন।
(অনেকে Serial আপলোড করেও Views দেয়)

12. চ্যানেল প্রোমোশন-
আপনার বড় চ্যানেল থাকলে সেটা দিয়ে অন্যের চ্যানেল প্রমোট করতে পারেন।

13. Channel Management এর কাজ করতে পারেন।
(অনেকের অনেক চ্যানেল সেগুলো সঠিকভাবে ম্যানেজমেন্টের জন্য লোক লাগে)

14. সেইম ভিডিও Channel, Page, এবং বাংলাদেশী Tropy এপ্সে আপলোড করে ইনকাম করুন।

15. ভিডিও বিক্রি করে ইনকাম করুন।
গ্রুপগুলোতে Video বিক্রির পোস্ট করবেন যারা সময় পায় না তারা কিনে নিবে।

16. নিজের ভিডিওতে বা চ্যানেলের কমিউনিটি ট্যাবে অন্যের জিনিসের বিজ্ঞাপন দিয়ে আয় করুন।

17. চ্যানেলে Affiliate Marketing করুন-
মানে আপনার প্রতিটা ভিডিওর Description এ Amazon /... এর প্রোডাক্ট সেলের Link দিবেন, মানুষ কিনলে আপনি % পাবেন।

18. সাসপেন্ড চ্যানেল বেক আনার Service দিন

19. চ্যা*নেল বায়সেলের জন্য গ্রুপ করে এডমিন ডিল সার্ভিস দিতে পারেন।
( সম্মান আছে কিন্তু সময় বেশি দিতে হয় অথচ এই সময় অন্য জায়গায় দিলে বেশি প্রফিট আসে )

20. প্রডাক্ট বিক্রি করে ইনকাম-
এটা লিঙ্কের মাধ্যমে না সরাসরি কোন পণ বিক্রি করা যেমন: জামা কাপড়, মধু, মাছের পোনা, ফল ।

21. চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে মেম্বারশিপ বিক্রি করে ইনকাম করুন ( এজন্য 30k Sub থাকা লাগে)

22. বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে ইনকাম।
(যেমন: Outsourcing , Video Editing, পড়াশোনার কোর্স )

23. Donation নেওয়া-
সাবস্ক্রাইবারদের কাছ থেকে ডোনেশন নিতে পারেন, ভিডিওতে + Description এ লিখে দিবেন আর্থিক সাহায্যের জন্য। এটা খারাপ কিছু না আপনি তাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছেন। বিশেষ করে যারা ধর্মীয় কারণে হারাম বিজ্ঞাপন Block করে রেখেছেন বা মনিটাইজ অন করতে চান না তারা এভাবে ইনকাম করুন।

24. Sponsor থেকে আয়-
চ্যানেলের About / Description এ আপনার Contact নাম্বার দিয়ে রাখবেন এতে বিভিন্ন প্রতিষ্ঠান তার পণ্য / সার্ভিসের প্রমোশনের জন্য আপনার সাথে যোগাযোগ করে টাকা দিবে কিন্তু প্রতারক থেকে সাবধান। আপনার নিজের ভিডিও মাঝে মিনিটখানিক সময় তাদের জিনিসটির বিষয়ে প্রচারণা করবেন।

25. Channel থেকে Website এ Traffic নিবেন। Website মনিটাইজ করে রাখবেন বা সেখানে নিজের পণ্য সেল করবেন।

26. Partnership Work / Middleman-
কয়েকজনে মিলে চ্যানেলে কাজ করতে পারেন অথবা
Middleman হিসেবে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করাবেন, নিজে কিছু % রাখবেন।

27. Monetize On করে Google Adsense এর বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারেন। মূলত এটা প্রায় সবাই করে। এজন্য 1k Sub + 4k Hours লাগে।

28. আবার Short ভিডিওর মাধ্যমেও করতে পারেন কিন্তু Short ভিডিওর ইনকাম কম। তবে Views & Sub আসে প্রচুর।

29. ⛔অন্যের Copyright Content দিয়ে ইনকাম।
(⚠তবে সরাসরি আপলোড করা অবৈধ ও রিস্ক কাজ)

30. ⛔ নিজের বিজ্ঞাপনের নিজে ক্লিক বা CPM করে অনেকে ইনকাম করে কিন্তু সাবধান এটা অবৈধ এ কারণে এডসেন্স ও চ্যানেল নষ্ট হবে। অনেকে Aps দিয়ে + বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে করে কিন্তু লসও খায়।

31. YouTube Marketing-
নিজে কোন কোম্পানি বা কারো সাথে যোগাযোগ করবেন। তাদেরকে বলবেন প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য বা সেবার প্রচারণামূলক ভিডিও বানাবেন আপনি বা তাদের প্রতিষ্ঠানের নামে চ্যানেল খুলে কাজ করবেন।

32. Celebrity / Face Value-
নিজের Face সহ ভিডিও আপলোডের মাধ্যমে আপনি দেশে বিদেশে পরিচিতি লাভ করবেন। বিভিন্ন প্রয়োজনে সহজেই আপনি মানুষের সাপোর্ট পাবেন। বড় Celebrity না হলেও অনেক মানুষ পাবেন যারা আপনাকে ভালোভাবে মূল্যায়ন বা সম্মান দিবে। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনি অবিশ্বাস্য সব কাজ করতে পারবেন বা সুবিধা পাবেন।

33. CMS / MCN এর মাধ্যমে ইনকাম।
অন্যের চ্যানেলে CMS / MCN এ জয়েন করাবেন। এছাড়াও এর মাধ্যমে অনেক সুবিধা পাবেন। এটা এডভান্স লেভেলের।

34. ভিডিও / Music লাইসেন্সিংয়ের মাধ্যমে ইনকাম।
আপনার Music বা ভিডিও লাইসেন্স করিয়ে নিতে পারেন। অন্যরা আপনার এগুলো নিয়ে কাজ করলে আপনি টাকা পাবেন।

35. Youtube Super Chat / Super Stickers / Super Thanks থেকে আয়-
Monetization এ গিয়ে এটা অন করতে হবে এরপর আপনি Live করলে মানুষ টাকার বিনিময়ে কমেন্ট করবে। মেবি বাংলাদেশে এখনো চালু হয়নি।

36. Monetization Error (Fixed in Adsense) এমন লিখা থাকা চ্যানেলের এডসেন্স সমস্যার সার্ভিস দিয়ে ইনকাম।

37. Adsense এ Bank এড হয়না এমন সমস্যা সমাধানের সার্ভিস।

38. Channel এর জন্য এডসেন্স বানিয়ে বিক্রি করা। Pin Verified করলে বেশি দাম পাবেন।

39. মানুষের নষ্ট হওয়া এডসেন্স কিনে সেটা Close করে দিয়ে সেই ডলারটা আপনি Bank account এ নিতে পারবেন ( ১০ ডলারের বেশি হতে হবে )

40. Monetize On ভালো চ্যানেল কিনে তাতে ভিডিও আপলোড করে ইনকাম করুন। আপনি যে টপিকে পারবেন সেই নিশেরই কিনার চেষ্টা করবেন।

41. YouTube and Facebook Help BD গ্রুপে YouTube / Tech Related আপনার চ্যানেলের ভিডিও পোস্ট করে প্রতি মাসে Gi🎁ft পেতে পারেন।

পোস্টটি Save করে রাখুন নাহলে কয়েকদিন পর নিজেই ভুলে যাবেন। মাঝে মাঝে এখানের ইনকামের অন্য রাস্তাগুলো দেখে এবং সে সম্পর্কে আরেকটু খোঁজ খবর নিয়ে কাজ শুরু করুন।

পোস্টটি লিখতে আমার অনেক সময় গেছে, আপনি ইনকাম করতে পারলেই এ পরিশ্রম সার্থক হবে। শুভ কামনা রইল।

05/02/2024

Facebook advertisements are still a useful tool for businesses in 2024. The platform has a tremendous reach and frequently yields a great return on investment, with over 3 billion monthly active users. But using tried-and-true tactics and keeping up with the latest trends are what make Facebook advertising effective. Facebook advertising' precise influence in 2024 might differ for every company, but success can be paved by adapting to new ideas and changing with the times.

Address

House/37, Khan ABC Tradeplex, Road-02, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Huge Marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Huge Marketer:

Share