07/04/2025
**"ফিলিস্তিন—এটা কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটা এক অসমাপ্ত আর্তনাদ, এক অব্যক্ত বেদনার নাম।
সেখানে শিশুর কান্না চাপা পড়ে গুলির শব্দে, মায়ের কোলে লাশ হয়ে ফিরে আসে তার সন্তান।
একটা জাতি দিনের পর দিন রক্ত দিয়ে লিখে যাচ্ছে বেঁচে থাকার ইতিহাস, অথচ আমরা অনেকেই চোখ ফিরিয়ে আছি।
তাদের দোষ কী?
শুধু নিজেদের ভূমিতে বাঁচতে চাওয়া?
শুধু স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে চাওয়া?
ফিলিস্তিনের প্রতিটি নিঃশ্বাস যেন একটি প্রশ্ন—আমরা কি সত্যিই মানুষ?
আমরা কি দাঁড়াবো না তাদের পাশে?
নাকি শুধুই পোস্ট দেখে চোখ ভিজিয়ে চুপ থাকবো?
মানবতা আজ নিঃশব্দ, বিশ্ব বিবেক আজ প্রশ্নবিদ্ধ।
আমার এই লেখাটা কোনো রাজনৈতিক বিবৃতি নয়,
এটা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর আর্তি।