09/07/2024
আসসালামু আলাইকুম সবাই বলে অনলাইনে এডভান্স করে ঠকছি এই খানে ঠকছি ঐখানে ঠকছি...!!!
আসলেই কিছু'টা বা অনেক টাই সত্য অনলাইনে মানুষ এখন বাটপারে ভরে গেছে মানুষ'কে কম টাকা অফার লোভ দেখিয়ে হাতিয়ে নেয় টাকা তার পড়ে ব্লক করে দেয়...!!!
অথচ আমি বা আমার গ্রুপের মধ্যে কাউকে ১ টা টাকা ও কোনোদিন কাউকে মে'রে খায়নি বা ঠকাইনি সব সময় আরো বেশি কাজ করে দেয় কাস্টমার খুশি হয়ার জন্য....!!!
এই পেইজ টা আমি প্রায় ১ বছর যাবত ব্যবহার করছি রেগুলার বুস্ট করে বা অর্গানিক ভাবে অনেক কাস্টমার পেয়েছি বিশ্বাস করে মোটামুটি অনেক এর কাজ করেছি আমি নিজেই অনেক ঠকছি কিছু মানুষ কাজ রানিং করে বা কমপ্লিট করেন সাথে সাথে পেমেন্ট করে দিবো কিন্তু কাজ শেষে ব্লক করে দেয়...!!!
খুব কষ্ট পায় কাজ শেষে যখন দেখি কাস্টমার ব্লক করে দেয় কাউকে অভিশাপ দেয় না আমাকে হয়তো কিছু টাকা ঠকাইবে কিন্ত তা'রা একদিন তার চাইতে ডাবল ঠকে যাবে...!!!
এই পর্যন্ত মানুষ কাছে ৪০/৫০ হাজার টাকা বাকি
তারা দিনের পড়ে দিন ঘুরাছে খুব খারাপ লাগে মানুষ কিভাবে মানুষ টাকা ঘুরায় আমরা ও তো মেম্বার'দের কাজ করায় চাইবার মাত্র তাদের পেমেন্ট ক্লিয়ার করে দেয় নিজের কাছে লজ্জাবোধ হয় মানুষ আমার কাছে টাকা পাবে কিন্ত চাইবে আমি দিবো না..!!!
আমার সামান্য কিছু টাকা যদি না দিয়ে মনে করেন জিতে যাবেন এটা ভুল একটা কথা আছে আল্লাহপাক ছাড় দেন ছেড়ে দেন না অন্য কোথাও দিয়ে আপনার এর চাইতে ডাবল চলে যাবে..!!!
হ্যাঁ অনেক ভালো কাস্টমার ও পেয়েছি তাদের প্রতি চির কৃতজ্ঞ আমি ৭০% কাস্টমার ভালো পেয়েছি তাদের অনেক অনেক ধন্যবাদ
ইনশাআল্লাহ্ আমার সার্ভিস অল টাইম অন থাকনে তাদের জন্য