23/09/2025
স্বপ্নের ইউরোপ। উন্নত জীবন, আকর্ষণীয় আয় এবং ভবিষ্যতের নিশ্চয়তার এক ঝলমলে ছবি। অনেকের কাছেই এটি এক সুদূর পরাহত স্বপ্নের নাম, যা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমানোর জন্য উৎসাহিত করে। কিন্তু এই স্বপ্নযাত্রার অন্ধকার পথে যে নিষ্ঠুর বাস্তবতা লুকিয়ে আছে, তা অনেকেই উপলব্ধি করতে পারেন না।
এই পথের শুরুটা হয় এক প্রলোভন দিয়ে। হাজারো দালালের একটি সুসংগঠিত নেটওয়ার্ক আপনার আশেপাশেই ঘাপটি মেরে আছে। তারা আপনাকে দেখায় ইউরোপের রূপালি সৈকতের ছবি, শোনায় সাফল্যের মধুর গল্প। আপনার সরল বিশ্বাসে, পরিবারের সমস্ত সঞ্চয়, জমি-বাড়ি বিক্রি করে সেই অর্থ আপনি তুলে দেন তাদের হাতে কিন্তু সেই দালাল বা মাফিয়া চক্র কি কখনো গ্যারান্টি দিতে পারে আপনার নিরাপদ পৌঁছানোর? উত্তরটি একটাই—কখনোই না।
এর পরের পর্বটি আরও ভয়াবহ। উত্তাল ভূমধ্যসাগর বা অন্যান্য বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়া কোনো রোমাঞ্চকর অভিযান নয়; এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। বাংলাদেশ থেকে অসংখ্য তরুণ-তরুণী, স্বপ্ন নিয়ে বেরিয়ে আজও ইউরোপে পৌঁছাতে পারেনি। অনেকের দেহই সাগরের নিঃশব্দ গহ্বরে সমাধি রচনা করেছে, অনেককে ভেড়া করে ফেলে রাখা হয়েছে প্রতারণার জালে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক হৃদয়বিদারক ভিডিও দেখেছি, যেখানে ইউরোপে নেওয়ার নাম করে লিবিয়া বা ইরাকের কারাগারে কিংবা বনজঙ্গলে আটকে রেখে তাদের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় মুক্তিপণের দাবি নিয়ে। যারা হয়তো ভাগ্যর জোরে ফিরেছেন কিন্তু তাদের মনোজগৎ এখনও ট্রমায় আক্রান্ত, স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে।
অতএব, এই ভয়াবহতা উপলব্ধি করা এখন সময়ের দাবি। অবৈধ পথে বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বেছে নিন বৈধ পথ। বৈধভাবে চেষ্টা করে যদি সাফল্য না-ও মেলে, তাহলে মনে রাখবেন—সমগ্র পৃথিবীর চেয়ে আপনার জীবনের মূল্য কোটিগুণ বেশি। এই দেশেই আপনার শ্রম, মেধা ও অধ্যবসায় দিয়ে গড়ে তুলুন একটি সুন্দর ভবিষ্যৎ। কারণ, কোনো ভূ-খণ্ডের চেয়ে আপনার নিজের জীবনই সবচেয়ে বড় সম্পদ। স্বপ্ন দেখুন কিন্তু বেছে নিন নিরাপদ ও সম্মানের পথ। জীবনই সর্বশ্রেষ্ঠ স্বপ্ন, তাকেই বাঁচিয়ে রাখুন।
© এই লিখাটি টাইম লাইনে রাখুন। নিজে সচেতন থাকুন, শেয়ার করে অন্যকেও সচেতন করে দিন। নিরাপদ অভিবাসন তৈরিতে সকলের ভূমিকা প্রয়োজন।
নেট কালেক্ট