It's Mine ツ

It's Mine ツ Success is the journey, not the destination.

21/10/2025

Good Night 🌙

সুন্দর তবে ভয়ংকর 💔ছদ্মবেশী 🐛
21/10/2025

সুন্দর তবে ভয়ংকর 💔
ছদ্মবেশী 🐛

"প্রায়োরিটি"...আমরা অনেক সময়'ই প্রায়োরিটি না পাওয়ার যন্ত্রণায় ছটফট করি। ভাবি ও কেনো আমাকে গুরুত্ত দিলো না ,সে কেনো ...
29/09/2025

"প্রায়োরিটি"...

আমরা অনেক সময়'ই প্রায়োরিটি না পাওয়ার যন্ত্রণায় ছটফট করি। ভাবি ও কেনো আমাকে গুরুত্ত দিলো না ,সে কেনো আমাকে ইগনোর করলো। আরও কত কি!!

কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন,মানুষ সবসময় সেই সম্পর্ককেই প্রায়োরিটি দেয়, যেখানে সে নিজের মূল্য খুঁজে পায়।
তাই প্রায়োরিটি পাওয়ার জন্য অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না।

🔑 প্রথম ধাপ: নিজের প্রতি সম্মান দেখাও।
তুমি যদি নিজেকে অবহেলা করো, অন্য কেউ কখনো তোমাকে গুরুত্ব দেবে না।

🔑 দ্বিতীয় ধাপ: নিজের সীমা ঠিক করো।
সবাইকে সময় দেবে, কিন্তু নিজের সম্মান ও মানসিক শান্তি হারিয়ে নয়।

🔑 তৃতীয় ধাপ: কাজের মাধ্যমে প্রমাণ করো।
শুধু কথায় নয়, তোমার আচরণ, মনোভাব আর আত্মবিশ্বাসই অন্যের চোখে তোমার মূল্য বাড়াবে।

মনে রেখো—
🔹প্রায়োরিটি চাওয়া যায় না, প্রায়োরিটি অর্জন করতে হয়।
🔹 আর সেই অর্জন শুরু হয় নিজেকে ভালোবাসা থেকে।।☺️🌸

28/09/2025

ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব -২০২৫

এই মুহূর্তে সেন্টমার্টিনের ভিউ!🔥🔥📍জেটিঘাট।🏝️
24/09/2025

এই মুহূর্তে সেন্টমার্টিনের ভিউ!🔥🔥
📍জেটিঘাট।🏝️

বাচ্চা দুটিকে পাওয়া গেছে তবে তারা নাম ঠিকানা বলতে পারছে না। বর্তমানে খুলনা সদর থানায় রয়েছে। যদি কেউ বাচ্চাদের  চিনে থ...
23/09/2025

বাচ্চা দুটিকে পাওয়া গেছে
তবে তারা নাম ঠিকানা বলতে পারছে না।

বর্তমানে খুলনা সদর থানায় রয়েছে। যদি কেউ বাচ্চাদের চিনে থাকেন খুলনা সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ডিউটি অফিসার খুলনা থানা- 01320058388

23/09/2025

হাতিরঝিল ঢালে BIG BURGER & CSFE RESTAURANT এর রাতের সৌন্দর্য... 💦

23/09/2025

পদ্মা নদীর অপার সৌন্দর্য : নৈসর্গিক

শরতের কাশ ফুলের মত মেঘের ভেলা আকাশে ভেসে আছে। আবার পদ্মার বুক জুড়ে ছোট ছোট চরে কাশ ফুলের শোভা যেন এক নৈসর্গিক দৃশ্য। নীলাভ জলে চোখ রাখলেই মেলে প্রশান্তি, সত্যি অপরুপ... 💞💦

স্বপ্নের ইউরোপ। উন্নত জীবন, আকর্ষণীয় আয় এবং ভবিষ্যতের নিশ্চয়তার এক ঝলমলে ছবি। অনেকের কাছেই এটি এক সুদূর পরাহত স্বপ্নে...
23/09/2025

স্বপ্নের ইউরোপ। উন্নত জীবন, আকর্ষণীয় আয় এবং ভবিষ্যতের নিশ্চয়তার এক ঝলমলে ছবি। অনেকের কাছেই এটি এক সুদূর পরাহত স্বপ্নের নাম, যা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে পাড়ি জমানোর জন্য উৎসাহিত করে। কিন্তু এই স্বপ্নযাত্রার অন্ধকার পথে যে নিষ্ঠুর বাস্তবতা লুকিয়ে আছে, তা অনেকেই উপলব্ধি করতে পারেন না।

এই পথের শুরুটা হয় এক প্রলোভন দিয়ে। হাজারো দালালের একটি সুসংগঠিত নেটওয়ার্ক আপনার আশেপাশেই ঘাপটি মেরে আছে। তারা আপনাকে দেখায় ইউরোপের রূপালি সৈকতের ছবি, শোনায় সাফল্যের মধুর গল্প। আপনার সরল বিশ্বাসে, পরিবারের সমস্ত সঞ্চয়, জমি-বাড়ি বিক্রি করে সেই অর্থ আপনি তুলে দেন তাদের হাতে কিন্তু সেই দালাল বা মাফিয়া চক্র কি কখনো গ্যারান্টি দিতে পারে আপনার নিরাপদ পৌঁছানোর? উত্তরটি একটাই—কখনোই না।

এর পরের পর্বটি আরও ভয়াবহ। উত্তাল ভূমধ্যসাগর বা অন্যান্য বিপজ্জনক জলপথ পাড়ি দেওয়া কোনো রোমাঞ্চকর অভিযান নয়; এটি এক জীবন্ত দুঃস্বপ্ন। বাংলাদেশ থেকে অসংখ্য তরুণ-তরুণী, স্বপ্ন নিয়ে বেরিয়ে আজও ইউরোপে পৌঁছাতে পারেনি। অনেকের দেহই সাগরের নিঃশব্দ গহ্বরে সমাধি রচনা করেছে, অনেককে ভেড়া করে ফেলে রাখা হয়েছে প্রতারণার জালে। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক হৃদয়বিদারক ভিডিও দেখেছি, যেখানে ইউরোপে নেওয়ার নাম করে লিবিয়া বা ইরাকের কারাগারে কিংবা বনজঙ্গলে আটকে রেখে তাদের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় মুক্তিপণের দাবি নিয়ে। যারা হয়তো ভাগ্যর জোরে ফিরেছেন কিন্তু তাদের মনোজগৎ এখনও ট্রমায় আক্রান্ত, স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে।

অতএব, এই ভয়াবহতা উপলব্ধি করা এখন সময়ের দাবি। অবৈধ পথে বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বেছে নিন বৈধ পথ। বৈধভাবে চেষ্টা করে যদি সাফল্য না-ও মেলে, তাহলে মনে রাখবেন—সমগ্র পৃথিবীর চেয়ে আপনার জীবনের মূল্য কোটিগুণ বেশি। এই দেশেই আপনার শ্রম, মেধা ও অধ্যবসায় দিয়ে গড়ে তুলুন একটি সুন্দর ভবিষ্যৎ। কারণ, কোনো ভূ-খণ্ডের চেয়ে আপনার নিজের জীবনই সবচেয়ে বড় সম্পদ। স্বপ্ন দেখুন কিন্তু বেছে নিন নিরাপদ ও সম্মানের পথ। জীবনই সর্বশ্রেষ্ঠ স্বপ্ন, তাকেই বাঁচিয়ে রাখুন।

© এই লিখাটি টাইম লাইনে রাখুন। নিজে সচেতন থাকুন, শেয়ার করে অন্যকেও সচেতন করে দিন। নিরাপদ অভিবাসন তৈরিতে সকলের ভূমিকা প্রয়োজন।

নেট কালেক্ট

এই বছর দেবী মা দুর্গার গজে আগমন শুভ নাকি অ*শুভ কিছু ঘটতে চলেছে!! দেবী দুর্গা প্রতি বছর ভিন্ন বাহনে আগমন করেন।।যে বাহনে ত...
23/09/2025

এই বছর দেবী মা দুর্গার গজে আগমন শুভ নাকি অ*শুভ কিছু ঘটতে চলেছে!!
দেবী দুর্গা প্রতি বছর ভিন্ন বাহনে আগমন করেন।।
যে বাহনে তিনি আসেন, সেটির উপর নির্ভর করে বছরের ফলাফলও নির্ধারিত হয়।।
এ বছর দেবী "গজে (হাতি) আগমন" করছেন।।

বৃহন্নন্দী পুরাণ ও কালপ্রদীপ অনুযায়ী—
“গজে আগমনে ধান্য-বৃদ্ধি, শান্তি ও সর্বসাধারণের কল্যাণ হয়।।”

অর্থাৎ,
👉কৃষিক্ষেত্রে সমৃদ্ধি!!
👉বৃষ্টি ও প্রাচুর্য!!
👉পরিবারের সুখ-শান্তি!!
👉সমাজে সম্প্রীতি ও ঐশ্বর্য!!

তাই,দেবীর "হাতি বাহনে আগমন" শুভ ও মঙ্গলসূচক।।
এটি সমৃদ্ধির পূর্বলক্ষণ বলে শাস্ত্রে উল্লেখ আছে।।
মা আসছেন কল্যাণ নিয়ে,আসুন আমরা সবাই তাঁকে ভক্তি ও ভালোবাসা দিয়ে বরণ করি।।
হরে কৃষ্ণ 🙏🏻
জয় মা দুর্গা🙏🏻
- অপূর্বা ঊর্মিলা দেবী দাসী
#হরিবোল #𝓙𝓪𝓰𝓪𝓷𝓷𝓪𝓽𝓱𝓟𝓻𝓲𝔂𝓪

যখন বউ আর্জেন্টিনা আর..! জামাই ব্রাজিল সাপোর্টার হয়..! 🤣 আসল ছবি কমেন্টে..! 👇
22/09/2025

যখন বউ আর্জেন্টিনা আর..! জামাই ব্রাজিল সাপোর্টার হয়..! 🤣 আসল ছবি কমেন্টে..! 👇

Address

Dhaka

Telephone

+88041812565

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Mine ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's Mine ツ:

Share