MukTa's Daily

MukTa's Daily আসসালামু আলাইকুম ❤️

16/08/2024

আমার সখের ❤️
বারান্দা বিলাস 🥀

19/02/2024

নিজের স্বপ্নটাকে এতোটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে উঠে!

17/02/2024

কর ভাই আমার নকল যত পারিস কইরা নে এখন! পরে বিয়ের পর জামাই ডারে কেমনে নকল করবি??

07/02/2024

CWC ❤️

03/02/2024

Soulmate এমন বানাবেন যেন পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলেও সে একাই আপনার পক্ষে থাকে ❤️

21/12/2023

আজ সকালে একটা মিম শেয়ার নিয়েছিলাম, যে ক্যারিয়ারের টেনশনে স্যাড পোস্ট দেই, আর মানুষ ভাবে ছ্যাঁকা খাইছি। যাক! আমার সেই পোস্টে এক ভদ্রলোক কমেন্ট করেন মেয়েদের আবার কিসের ক্যারিয়ার?
আমি তার রিপ্লাই দেয়া মাত্র সে দেখে তার কমেন্ট ডিলেট করে দিয়েছে 🤣
এতোটা নিচু মানের মানুষ এখনো দুনিয়াতে থাকে জানতাম না। ছেলেরাই তাদেরকে ক্যারিয়ারে ফোকাস করতে পারবে? মেয়েরা কি দাশ? স্বপ্ন বলতে কিছু নেই? অবিবাহিতদের ও স্বপ্ন দেখা পাপ, বিয়ে হলে স্বপ্ন দেখা পাপ??
আমি আমার ফ্যামিলির বড় মেয়ে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার উপর, বাবার বয়স হচ্ছে আমি ছাড়া তাদের দেখার নেই কেউ তার জন্য যথেষ্ট সাপোর্টও আমি তাদের থেকে পাই। আমর ও স্বপ্ন আছে অনেক। কে বলেছে শুধু ছেলেরাই ফ্যামিলি চালায়? মেয়েরাও চালাতে চায় কিন্তু এমন অমানসিকতার ব্যক্তিদের জন্য সব নষ্ট হয়। মেয়েরা কি তোমাদের দাশ হওয়ার যোগ্যতা রাখে? ক্যারিয়ার তাদের থাকতে পারে না? আমার কিছু ফ্রেন্ডের বিয়েও হয়েছে তারা এখনো পড়াশোনা চালাচ্ছে নিজেদের ক্যারিয়ার গড়তে। আবার এমন অনেক মেয়ে আছে যারা সব ভুলে শুধু ক্যারিয়ারের পিছে দৌড়াচ্ছে। স্বপ্ন সবার থাকে।শুধু ছেলেদের থাকতে হবে তা না। মেয়ে মানে দাশ। ভুলে যাইসনা একজন মেয়ের উসিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তুমি কোন গোয়ালের গরু বাপু? যে আমাকে এসে বলো ক্যারিয়ার কিসের?
এসব চিন্তা ভাবনা মস্তিষ্কের থেকে ঝেড়ে ফেলে দিন তাতে আপনার জন্য ভালো।

13/12/2023

শীতের বিকেল ❤️

03/12/2023

জগতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারো জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা।

আপনি আপনার মাকে কিছু বলতে চান। হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভার্সেশন হতে গিয়েও হল না।

আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন হয়তো সেই কথাটা কখনোই বলা হল না। অপর পক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনদিন জানলোই না।

হয়তো আপনি যা বলতে চাইলেন সে বুঝলো না। সে আপনাকে ভুল ভাবে পড়ে ফেললো। আপনার কথার মিস ইন্টারপ্রেট করে রাখলো সে। জগতের কোন শক্তিই তাকে সেটা বুঝাতে পারল না।

এই যে ক্ষেত্রবিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোন ব্যাখা হয় না। এক্সট্রোভার্ট, ইনট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না।
জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি।

03/12/2023

বিশ্বাস এমন ভাবে ভাঙ্গছে যে মানুষ এখন কসম খাক আর বিষ খাক আমার তরফ থেকে বিসমিল্লাহ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MukTa's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share