21/12/2023
আজ সকালে একটা মিম শেয়ার নিয়েছিলাম, যে ক্যারিয়ারের টেনশনে স্যাড পোস্ট দেই, আর মানুষ ভাবে ছ্যাঁকা খাইছি। যাক! আমার সেই পোস্টে এক ভদ্রলোক কমেন্ট করেন মেয়েদের আবার কিসের ক্যারিয়ার?
আমি তার রিপ্লাই দেয়া মাত্র সে দেখে তার কমেন্ট ডিলেট করে দিয়েছে 🤣
এতোটা নিচু মানের মানুষ এখনো দুনিয়াতে থাকে জানতাম না। ছেলেরাই তাদেরকে ক্যারিয়ারে ফোকাস করতে পারবে? মেয়েরা কি দাশ? স্বপ্ন বলতে কিছু নেই? অবিবাহিতদের ও স্বপ্ন দেখা পাপ, বিয়ে হলে স্বপ্ন দেখা পাপ??
আমি আমার ফ্যামিলির বড় মেয়ে। প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার উপর, বাবার বয়স হচ্ছে আমি ছাড়া তাদের দেখার নেই কেউ তার জন্য যথেষ্ট সাপোর্টও আমি তাদের থেকে পাই। আমর ও স্বপ্ন আছে অনেক। কে বলেছে শুধু ছেলেরাই ফ্যামিলি চালায়? মেয়েরাও চালাতে চায় কিন্তু এমন অমানসিকতার ব্যক্তিদের জন্য সব নষ্ট হয়। মেয়েরা কি তোমাদের দাশ হওয়ার যোগ্যতা রাখে? ক্যারিয়ার তাদের থাকতে পারে না? আমার কিছু ফ্রেন্ডের বিয়েও হয়েছে তারা এখনো পড়াশোনা চালাচ্ছে নিজেদের ক্যারিয়ার গড়তে। আবার এমন অনেক মেয়ে আছে যারা সব ভুলে শুধু ক্যারিয়ারের পিছে দৌড়াচ্ছে। স্বপ্ন সবার থাকে।শুধু ছেলেদের থাকতে হবে তা না। মেয়ে মানে দাশ। ভুলে যাইসনা একজন মেয়ের উসিলার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তুমি কোন গোয়ালের গরু বাপু? যে আমাকে এসে বলো ক্যারিয়ার কিসের?
এসব চিন্তা ভাবনা মস্তিষ্কের থেকে ঝেড়ে ফেলে দিন তাতে আপনার জন্য ভালো।