Scooter Rider Mahin

Scooter Rider Mahin I am Mahin a true scooter lover and a nomad rider. I am a Web Application Developer

19/05/2025

সারারাত বৃস্টিতে ভিজে আমার টি নাইনের ফুয়েল ট্যাংকে পানি ঢুকে কঠিন সমস্যায় পরেছিলাম। কিভাবে এর সুন্দর সমাধান করা যায় সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। বিশেষ কৃতজ্ঞতা

টিনাইন কেনার পর দুইবার রাস্তায় স্টার্ট বন্ধ হয় যাবার বিড়ম্বনায় পরেছি। দুইবারই কার্বরেটর ওয়াশ করার পর ঠিক হয়েছে। মা...
14/05/2025

টিনাইন কেনার পর দুইবার রাস্তায় স্টার্ট বন্ধ হয় যাবার বিড়ম্বনায় পরেছি। দুইবারই কার্বরেটর ওয়াশ করার পর ঠিক হয়েছে। মানে কার্বরেটরে ময়লার জন্য ভেতরে ব্লক হয়ে যাওয়ার কারনে সমস্যা। সর্বশেষ যখন এটা হয়েছিলো তখন অডোমিটারে ছিলো ২৭০০০ + কিলোমিটার।

এরপর খুজতে থাকি কি এর সমাধান। খুঁজে পেলাম অকটেন বুস্টার এর নাম আর লিকুউমোলির এই ফুয়েল সিস্টেম ক্লিনার। মনে হলো এটাই ভালো হবে তখন থেকেই এটা ব্যবহার করি। প্রতি ৩০০০ কিলোমিটার পর ট্যাংকিতে ৮-১০ লিটার তেল যখন থাকে তখন এই এক বোতল ৮০ এম এল পুরোটা ঢেলে দেই। এভাবে চলছে এখন অডোমিটার ৫৮০০০+ কিলোমিটার। এই প্রায় ৩১ হাজার কিলোমিটার এ আল্লাহর রহমতে আর কখনো স্টার্ট বন্ধ হবার ঝামেলায় পরি নাই।

গত সপ্তাহে MD Appel ভাই এর কাছে ট্যাংকি ওয়াশ করতে গিয়েছিলাম উনিও ট্যাংকিতে কোন ধরনের ময়লা খুজে পায় নাই। একদম ঝকঝকা। তখন মনে হলো এই ফুয়েল সিস্টেম ক্লিনার ব্যবহার করে হয়তো কিছুটা উপকার তো হয়েছেই।

তবে সব সময় ভালো পাম্প থেকে তেল নেয়া এটাও অতি গুরুত্বপূর্ণ বিষয়।

সাতক্ষীরা,‌ বেনোপোল থেকে ফেরার সময় মাগুড়া থেকে ফরিদপুরে আসার রাস্তাটা যে বেশি সুন্দর তা লিখে প্রকাশ করার মতন না। ফরিদপ...
09/09/2024

সাতক্ষীরা,‌ বেনোপোল থেকে ফেরার সময় মাগুড়া থেকে ফরিদপুরে আসার রাস্তাটা যে বেশি সুন্দর তা লিখে প্রকাশ করার মতন না। ফরিদপুর থেকে ৭ কিলোমিটার আগে এই অসাধারণ রাস্তাটা দেখে সাময়িক বিশ্রামের জন্য এই রাস্তায় দাড়িয়েছিলাম ১০/১৫ মিনিট এর মতন। এখনো মনে হচ্ছে মন ওখানেই পরে আছে!

এখানে থাকাকালীন সময় যখন স্কুটারটার দিকে তাকালাম মনে হলো কি এক অকৃত্রিম বন্ধু আমার বিশ্রাম নিচ্ছে, তার পিঠে সাওয়ারী বানায়ে দেশের আনাচে কানাচে কিভাবে ছুটে বেড়ায় আমাকে নিয়ে, কত শত স্মৃতি যে তার সাথে আমার।

মাশাআল্লাহ আমার প্রিয় বাহন। দোয়া করি যেন শেষ পর্যন্ত আমার সঙ্গী হয়েই থাকে। প্রিয় বাহনকে ভালোবাসুন তার সঠিক যত্ন নিন সে তার সব্বোর্চ সেবাটা আপনাকে প্রতিদানে ফিরিয়ে দিবে।

ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

সব প্রাকৃতিক ও নৈস্বর্গিক 😁
19/05/2024

সব প্রাকৃতিক ও নৈস্বর্গিক 😁

ভালোই.... !!
13/05/2024

ভালোই.... !!

যারা ভিসা জটিলতায় গোয়া যেতে পারছেন না, তাদের কথা চিন্তুা করে খুব স্বল্প বাজেটে ১ রাত ২ দিনের গোয়া ট্রিপ মাত্র ১৫০০ টাকায়...
08/05/2024

যারা ভিসা জটিলতায় গোয়া যেতে পারছেন না, তাদের কথা চিন্তুা করে খুব স্বল্প বাজেটে ১ রাত ২ দিনের গোয়া ট্রিপ মাত্র ১৫০০ টাকায়। 😂😎

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

01/04/2024

তবুও জীবন যাচ্ছে কেটে ....
জীবনের নিয়মে....

হাওয়া খেতে মাওয়া, বোনাস হিসেবে মাওয়ার বিখ্যাত স্পন্জ মিস্টি আর ভাগ্যকূল বাজারের ঘোল 😋
02/03/2024

হাওয়া খেতে মাওয়া, বোনাস হিসেবে মাওয়ার বিখ্যাত স্পন্জ মিস্টি আর ভাগ্যকূল বাজারের ঘোল 😋

বিক্রমপুরের ভাগ্যকুল বাজারের বিখ্যাত ঘোল! মনে হলো‌ অনেক দিন খাই না। তাই ভাই ব্রাদার দের সাথে হালকা পাতলা কয়েক গ্লাস মের...
12/02/2024

বিক্রমপুরের ভাগ্যকুল বাজারের বিখ্যাত ঘোল! মনে হলো‌ অনেক দিন খাই না। তাই ভাই ব্রাদার দের সাথে হালকা পাতলা কয়েক গ্লাস মেরে দিতে চলে এলাম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Scooter Rider Mahin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category