Hridoy Ahmed

Hridoy Ahmed Student | Teacher | Motivator

20/04/2025

ভালো গ্রেড নেই, জব এক্সপেরিয়েন্স নেই, পাবলিকেশন নেই… — তাহলে ইউরোপাস সিভি’তে কি লিখব?

কমন একটি প্রশ্ন! অনেক বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে যারা সদ্য ব্যাচেলর বা মাস্টার্স শেষ করেছেন, তারা মনে করেন যে সিভিতে যদি ভালো গ্রেড, জব এক্সপেরিয়েন্স, পাবলিকেশন, কো-কারিকুলার একটিভিজ কিংবা ভালো এওয়ার্ডস না থাকে, তবে তাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করার সুযোগ কম। কিন্তু আসলে বিষয়টি তা নয়; বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ/ ফান্ডিং পেতে হলে SMART হোন; কিভাবে নিজেকে সিভি'তে হাইলাইট করতে হবে এবং কোথায় কোথায় হাইলাইট করতে হবে তা শিখুন।

নিচের লিখাটি ইউরোপাস সিভি তৈরির সময় কিসে ফোকাস করবেন, সে বিষয়ে সাহায্য করবে।
________________________________________
১. আপনার মূল শক্তি: একাডেমিক রেজাল্ট ও কোর্সওয়ার্ক
যদি আপনার CGPA ভালো হয় বা আপনি কিছু গুরুত্বপূর্ণ কোর্সে ভালো করেছেন — তাহলে তা গুরুত্বসহকারে উপস্থাপন করুন।

যেমন:
- GPA: 3.70/4.00 (Top 5% in department)
- Key Courses: Research Methodology, Data Analysis, Instrumentation Lab

👉 আপনি যদি থিসিস বা প্রজেক্টে মনোযোগ দিয়ে কাজ করে থাকেন, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি — Abstract টাইপ সামারি সিভি'তে লিখুন।
________________________________________
(আমার পেজ, লাইক দিয়ে রেখে দিতে পারেন, যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত নিয়মিত পোস্ট পাচ্ছেনঃ https://www.facebook.com/ashiqurpage
আমার Youtube চ্যানেল যেখানে উচ্চশিক্ষা সম্পর্কিত অনেক গুলো ভিডিও আপলোড করা হয়েছে, আরও অনেকগুলো আপলোড হচ্ছে প্রতিদিনঃ https://www.youtube.com/.ASHIQUR )
________________________________________
২. CGPA কম?
সমস্যা না! কী শিখেছেন, সেটাই দেখান।
• আপনার CGPA হয়তো গড়পড়তা, কিন্তু আপনি হয়তো কিছু নির্দিষ্ট বিষয়ে খুব ভালো ছিলেন। সেগুলো হাইলাইট করুন।
• থিসিস বা ফাইনাল প্রজেক্ট ভালোভাবে করেছেন? সেটাই হোক আপনার একাডেমিক শক্তি।

উদাহরণ:
- Though overall CGPA is 3.2 (/modest), performed strongly in lab-based and research courses, such as Instrumentation, Data Analysis, and Heritage Science.
- Thesis focused on low-cost environmental sensors, which reflects my research interest.

👉 থিসিস বা কোনো প্রজেক্টের কাজ যদি ভালো ভাবে করে থাকেন, সেটাই গ্রেডের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাই হাইলাইট করুন।
________________________________________
বিদেশে উচ্চশিক্ষার জন্য ইউরোপাস সিভি তৈরির Step-by-Step Guideline - এখানে পড়ুনঃ https://www.facebook.com/ashiqurpage/posts/988833163335642
________________________________________
৩. জার্নালে কিছু ছাপেননি?
নো প্রবলেম! থিসিস/প্রজেক্টই হতে পারে আপনার রিসার্চ এক্সপোজার কিংবা রিসার্চ/পড়ালেখার প্রতি আপনার আগ্রহের প্রমাণ।

যদিও আপনি এখনও কোনো জার্নালে পাবলিকেশন করেননি, তবুও আপনার থিসিস বা ফাইনাল ইয়ার প্রজেক্টের কাজটি গবেষণার শুরু হিসেবেই বিবেচিত হয়।

আপনার কী করা উচিত:
• থিসিসের সঠিক এবং সময়োপযোগী টাইটেল দিন; রিসার্চ ট্রেন্ড ফলো করে টাইটেল লিখুন
• কাজটি কী নিয়ে ছিল সংক্ষেপে লিখুন
• আপনি কী টুলস, সফটওয়্যার বা মেথড ব্যবহার করেছেন তা লিখুন

উদাহরণ:
Thesis: "Analysis of Water Contamination in Urban Areas using Arduino-based Sensors"
- Collected real-time data and analyzed using Excel and Python
- Presented findings at university seminar

Thesis: “Real-time air quality monitoring using Arduino”
- Used data logging, sensor calibration and basic data analysis using Excel and Python
________________________________________
৪. যারা জার্নাল/পাবলিকেশন করেননি, তারা কী করবেন?
ভয় পাওয়ার কিছু নেই! বিশ্বমানের অনেক স্কলারশিপ প্রোগ্রামে জার্নাল পাবলিকেশন বাধ্যতামূলক নয়। আপনি যদি গবেষণার আগ্রহ ও প্রস্তুতির প্রমাণ দেখাতে পারেন, তাহলেই যথেষ্ট।

যা করতে পারেন:
• নিজের থিসিস বা রিপোর্টকে গবেষণাপত্রে রূপান্তরের চেষ্টা করুন
• গুগল স্কলার বা ResearchGate থেকে রিলেভেন্ট পেপার পড়ে নিজের ফোকাস বাড়ান
• কোন কোন জার্নালে প্রকাশ করা যায়, তা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করুন
• সেমিনারে অংশ নিন, ভার্চুয়াল কনফারেন্সেও অংশ নেওয়া শুরু করুন; সেগুলো সিভি’তে উল্লেখ করুন
________________________________________
৫. কোনো চাকরির অভিজ্ঞতা নেই?
ঠিক আছে! যা করবেন:
• কোনো স্বেচ্ছাসেবামূলক কাজ, ক্লাস প্রেজেন্টেশন, প্রজেক্টে কাজ, বা ছোটখাটো দায়িত্বও লিখুন।
• যদি ইন্টার্নশিপ করে থাকেন, সে অভিজ্ঞতা দিন—even if unpaid.

উদাহরণ:
- Final year project team leader – Coordinated with 4 members for developing a low-cost environmental monitoring system.
- Team Lead – Final Year Project (Smart Irrigation System)
- Volunteered in university admission assistance team for two years.

👉 কাজের অভিজ্ঞতা না থাকলে, skills, responsibilities & initiatives-এ জোর দিন।
________________________________________
৬. অন্যান্য সেকশন গুলো শক্তিশালী করুন

যেমন:
• ডিজিটাল স্কিলস: Excel, PowerPoint, SPSS, MATLAB, Python — আপনি যা জানেন তা লিখুন
• ভাষাগত দক্ষতা: ইংরেজি দক্ষতার প্রমাণ (IELTS, TOEFL, GRE) থাকলে তা যুক্ত করুন
• সামাজিক দক্ষতা: আপনার টিমওয়ার্ক, দায়িত্ববোধ, এবং যোগাযোগ দক্ষতার প্রমাণ দিন

উদাহরণ:
- Proficient in Microsoft Excel for data handling
- Participated in the university debate competition
- Volunteered in the blood donation camp at the university
________________________________________
৭. ছোট অর্জন বা অবদানও লিখুন
অনেকেই মনে করেন বড় অ্যাওয়ার্ড না থাকলে কিছু লেখার নেই — আসলে যেকোনো দায়িত্ব, ইনিশিয়েটিভ বা স্বেচ্ছাসেবামূলক কাজ সিভিতে লিখতে পারেন।

যেমন:
• ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন
• কোনো প্রজেক্ট টিমে লিডারশিপ নিয়েছেন
________________________________________

প্রিয় শিক্ষার্থী, স্কলারশিপ প্রোগ্রামগুলো সবসময় “সেরা ছাত্র” খোঁজে না—তারা খোঁজে “প্রস্তুত শিক্ষার্থী যে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সব সময় রেডি”।

ভালো গ্রেড নেই, জব এক্সপেরিয়েন্স নেই, পাবলিকেশন নেই… — তবে যদি আপনি নিজেকে তুলে ধরতে পারেন, আপনার যা আছে সেটাকেই হাইলাইট করতে পারেন, আপনার পরিকল্পনা দেখাতে পারেন, দেখাতে পারেন যে আপনাকে স্কলারশিপ/ ফান্ডিং দিলে আপনি পিছিয়ে থাকবেন না, তবেই আপনি স্কলারশিপ/ফান্ডিং পাবেন।

আপনার জীবনের প্রতিটি পদক্ষেপই আপনার সিভির অংশ। আজ আপনার যদি জার্নাল না-ও দিয়ে থাকে, কাল তা অবশ্যই পারবেন — যদি আপনি চেষ্টার পথ থেকে না সরে দাঁড়ান। একজন ভালো শিক্ষার্থী মানেই সবসময় পুরস্কারে ভরা সিভি নয়, বরং শেখার ইচ্ছা, গবেষণার আগ্রহ ও প্রমাণিত প্রস্তুতি — এগুলোই বিদেশি বিশ্ববিদ্যালয় ও স্কলারশিপ কমিটির কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। নিজের সিভি আর নিজের গল্পটা শুরু হোক আজ থেকেই 🎯
শুভ কামনা।

………………..

#কালেক্টেড
Dr-Ashiqur Rahman

Regional Manager - Asia at Erasmus+ National Focal Points | Past President, Erasmus Mundus Association | Research Fellow, Spanish National Research Council | Project Manager | Visiting Professor | Erasmus Mundus & MSCA Scholar | Chair - Global Mobility..

08/04/2025
12/03/2025

জগতে এমন কোন ভালো জিনিস নেই- যার অভাব আপনার মধ্যে আছে। আপনার ইচ্ছেই আপনাকে ভালো হতে সাহায্য করবে।

সেভ করে রাখুন কাজে লাগবে🥰জমি মাপার বিভিন্ন পদ্ধতি ও একক সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো—  ---১. জমি মাপার প্রচলিত একক ...
08/03/2025

সেভ করে রাখুন কাজে লাগবে🥰

জমি মাপার বিভিন্ন পদ্ধতি ও একক সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো—

---

১. জমি মাপার প্রচলিত একক ও তাদের রূপান্তর**

বাংলাদেশে প্রচলিত একক:**
| একক | পরিমাণ (বর্গফুট) | রূপান্তর |
|------|----------------|-----------|
| **শতক (Decimal)** | ৪৩৫.৬ বর্গফুট | ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট |
| **কাঠা (Katha)** (ঢাকা) | ৭২০ বর্গফুট | ১ কাঠা = ১.৬৫ শতক |
| **কাঠা (চট্টগ্রাম/সিলেট)** | ৬০০ বর্গফুট | ১ কাঠা = ১.৩৮ শতক |
| **কাঠা (রাজশাহী/রংপুর)** | ৮০৩.২৫ বর্গফুট | ১ কাঠা = ১.৮৪৫ শতক |
| **বিঘা (Bigha)** | ১৪,৪০০ বর্গফুট (ঢাকা) | ১ বিঘা = ২০ কাঠা |
| **বিঘা (চট্টগ্রাম/সিলেট)** | ৯,৬০০ বর্গফুট | ১ বিঘা = ১৬ কাঠা |
| **একর (Acre)** | ৪৩,৫৬০ বর্গফুট | ১ একর = ১০০ শতক |
| **হেক্টর (Hectare)** | ১০,০০০ বর্গমিটার | ১ হেক্টর = ২.৪৭ একর |

আন্তর্জাতিক একক:**
| একক | পরিমাণ |
|------|--------|
| **Square Meter (m²)** | ১ মিটার × ১ মিটার |
| **Square Yard (Sq. Yard)** | ৯ বর্গফুট |
| **Square Foot (Sq. Ft.)** | ১ ফুট × ১ ফুট |

---

২. জমি মাপার পদ্ধতি**

(ক) সরাসরি মাপার পদ্ধতি**
১. **ফিতা (Measuring Tape) দিয়ে মাপা:**
- জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে মোট বর্গফুট বের করুন।
- যদি জমি অনিয়মিত হয়, তবে আলাদা আলাদা অংশের হিসাব নিয়ে যোগ করতে হবে।

২. চেইন সার্ভে পদ্ধতি:**
- ভূমি জরিপে ব্যবহৃত চেইন ও টেপ ব্যবহার করে জমির সীমানা চিহ্নিত করা হয়।

৩.পাসangula পদ্ধতি (গোত্রীয় মাপ):**
- কিছু জায়গায় পুরোনো পদ্ধতিতে হাত বা পায়ের গজ ব্যবহার করা হয়।

(খ) আধুনিক পদ্ধতি**
১. **জিপিএস (GPS) পদ্ধতি:**
- স্মার্টফোন বা জিপিএস ডিভাইস দিয়ে জমির সীমানা নির্ধারণ করে ডিজিটাল ম্যাপ তৈরি করা যায়।

২.ড্রোন সার্ভে পদ্ধতি:**
- বড় জমির ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে উচ্চ-রেজুলেশনের ছবি তোলা হয় এবং স্যাটেলাইট ম্যাপিং করে জমির মাপ নির্ধারণ করা হয়।

৩. **অনলাইন ল্যান্ড ম্যাপিং:**
- Google Maps বা জমি মাপার অ্যাপ ব্যবহার করে জমির সঠিক পরিমাপ পাওয়া যায়।

---

–৩. কিভাবে জমির পরিমাণ বের করবেন?**

–পদ্ধতি ১: দৈর্ঘ্য × প্রস্থ**
যদি আপনার জমির দৈর্ঘ্য **১০০ ফুট** ও প্রস্থ **৫০ ফুট** হয়—
- মোট জমির পরিমাণ = ১০০ × ৫০ = **৫,০০০ বর্গফুট**।
- একে শতকে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩৫.৬ = **১১.৪৭ শতক**।
- একরে রূপান্তর = ৫,০০০ ÷ ৪৩,৫৬০ = **০.১১ একর**।

–পদ্ধতি ২: অনিয়মিত জমি হলে**
যদি জমি ত্রিভুজাকার হয়—
- **(½ × ভিত্তি × উচ্চতা)** সূত্র ব্যবহার করে বর্গফুট বের করতে হবে।
- তারপর একক পরিবর্তন করতে হবে।

---
–৪. জমি পরিমাপের সহজ সূত্র**

| রূপান্তর সূত্র | হিসাব |
|--------------|------|
| ১ শতক | ৪৩৫.৬ বর্গফুট |
| ১ কাঠা (ঢাকা) | ৭২০ বর্গফুট |
| ১ কাঠা (চট্টগ্রাম) | ৬০০ বর্গফুট |
| ১ একর | ১০০ শতক |
| ১ বিঘা (ঢাকা) | ২০ কাঠা |
| ১ বিঘা (চট্টগ্রাম) | ১৬ কাঠা |

---

–৫. অনলাইন জমি পরিমাপের উপায়
আপনি Google Maps, Land Area Calculator, বা বাংলাদেশের সরকারি ভূমি অফিসের ডিজিটাল প্ল্যাটফর্মব্যবহার করে জমি মাপতে পারেন।

#সংগৃহীতপোস্ট

06/03/2025

বাসে উঠলে মনে হয়- ড্রাইবার - হেলপার বাদে, সকল যাত্রী রোজা রেখেছে।

21/02/2025

"যার মধ্যে কুরআনের জ্ঞান নেই, তারাই মূর্খ হিসেবে বিবেচিত।" আর মূর্খ কখনো জ্ঞানীর সাথে বির্তকে জয় লাভ করতে পারে না। আর জ্ঞান এমন এক সম্পদ যা কখনো কেউ ছিনিয়ে নিতে পারে না।

26/01/2025

একটা বিয়ে করতে পারলে, আর একটা বাচ্চা জন্মগ্রহণ করলে,এটা প্রতিবেশির আগে- অনলাইনবাসী সবার আগে জেনে যায়।কি একটা অসুস্থ প্রজন্ম।

22/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

আই ডোন্ট কেয়ার আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করেছেন। আপনার স্কিল আছে? প্রমাণ করুন। আমার কোম্পানিতে আপনাকে স্বাগতম। ...
19/01/2025

আই ডোন্ট কেয়ার আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কি করেছেন। আপনার স্কিল আছে? প্রমাণ করুন। আমার কোম্পানিতে আপনাকে স্বাগতম।
এরকম মেন্টালিটি যদি সবার হতো।🖤

13/01/2025

শুধুমাত্র একজনের শূন্যতাই আপনার পুরো পৃথিবীকে অন্ধকার করে ফেলতে পারে। যে শূন্যতা পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও পূরণ হবে না।

মা অংক বোঝে না!এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢু...
11/01/2025

মা অংক বোঝে না!

এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও জানে না!

'I hate you' বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!

সারাজীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়।

মা চোর!

আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়।

মা নির্লজ্জ!

মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোনো কমনসেন্স নেই!

আমার প্লেটে খাবার কম দেখলে 'খোকা এত কম খাচ্ছিস কেন?' বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না!

মা কেয়ারলেস!

নিজে কোমরের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়।

মা আনস্মার্ট!

মা নতুন দামী শাড়ি পড়ে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালোমন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের 'মা' ডাক শুনতে চায়!

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
10/01/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridoy Ahmed:

Share

Category