TB News

TB News টি-ব্যাগের আয়ু নিয়ে যে নিউজের জন্ম
(TB News Official page) টি-ব্যাগের আয়ু নিয়ে যে নিউজের জন্ম
| TB News |

আল্লু অর্জুনের চার রূপে চমক! অ্যাটলির 'AA22xA6'–এ দীপিকা ও রাশমিকাদক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও বড় পর্দায় চমক দি...
30/07/2025

আল্লু অর্জুনের চার রূপে চমক! অ্যাটলির 'AA22xA6'–এ দীপিকা ও রাশমিকা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন আবারও বড় পর্দায় চমক দিতে প্রস্তুত। সূত্রের খবর, জনপ্রিয় পরিচালক অ্যাটলির আগামী উচ্চাভিলাষী থ্রিলার ‘AA22xA6’-এ তিনি একসঙ্গে চারটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করবেন। এ ধরনের মাল্টি-রোল পারফরম্যান্স এর আগে তামিল ও হিন্দি সিনেমায় দেখা গেলেও, আল্লু অর্জুনের এই ভূমিকা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
এই মেগা-প্রজেক্টে আল্লু অর্জুনের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-কে। পাশাপাশি, জোর গুঞ্জন রয়েছে যে, ‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মান্দানা এই ছবিতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন—যা তার কেরিয়ারে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে।
চলচ্চিত্রটির গল্প ও প্লট এখনো গোপন রাখা হয়েছে, তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে যে, ‘AA22xA6’ হবে একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা, যেখানে রাজনৈতিক ষড়যন্ত্র, পারিবারিক দ্বন্দ্ব এবং অতীতের গোপন রহস্য—সব মিলিয়ে এক বহুমাত্রিক চিত্রনাট্য গড়ে উঠবে।
অ্যাটলি এর আগে 'থেরি', 'মার্সেল', ও 'জওয়ান'-এর মতো ব্লকবাস্টার দিয়েছেন, তাই তাঁর পরিচালনায় আল্লু অর্জুনকে চারটি চরিত্রে দেখা যাবে—এই খবরেই দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, এই সিনেমা হতে পারে আল্লু অর্জুনের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং ও তাৎপর্যপূর্ণ প্রকল্প। একজন অভিনেতার পক্ষে চারটি চরিত্রে নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা একটি ব্যতিক্রমী দায়িত্ব—যা তিনি কতটা দক্ষতায় রূপায়ণ করতে পারেন, সেটাই দেখার বিষয়।
পরিকল্পিত বাজেট ৬০০–৮০০ কোটি রুপি হতে পারে এবং সিনেমাটি হবে পূর্ণাঙ্গ প্যান-ইন্ডিয়ান মেগা আয়োজন।
এছাড়াও, এই সিনেমার মাধ্যমে বলিউড এবং টালিউডের সংমিশ্রণ আরও গভীর হতে চলেছে বলে অনেকে মনে করছেন। এখন শুধু অপেক্ষা মুক্তির দিনের।

[সম্পাদকের মন্তব্য]
“এক ছবিতে চার চরিত্র—আল্লু অর্জুন যদি সফলভাবে এই কাজ সম্পন্ন করতে পারেন, তবে এটি হতে পারে তার কেরিয়ারের অন্যতম ঐতিহাসিক মাইলফলক।”

29/07/2025

পুরষ্কার পেয়ে মজা করে যা বললেন মোশাররফ করিম

কিংবদন্তী শিবাজি গণেশন তার স্বতন্ত্র শরীরী ভাষা, শক্তিশালী কণ্ঠস্বর, অতুলনীয় সংলাপ উপস্থাপন, তিনটি ধ্রুপদী নৃত্যরীতিতে ...
21/07/2025

কিংবদন্তী শিবাজি গণেশন

তার স্বতন্ত্র শরীরী ভাষা, শক্তিশালী কণ্ঠস্বর, অতুলনীয় সংলাপ উপস্থাপন, তিনটি ধ্রুপদী নৃত্যরীতিতে পারদর্শিতা এবং ‘মেথড অ্যাক্টিং’-এর জাদুকরী ক্ষমতার জন্য শিবাজি গণেশন দক্ষিণ ভারতের মার্লন ব্র্যান্ডো বলে পরিচিত ছিলেন। এমনকি প্রচলিত আছে যে একবার ব্র্যান্ডো নিজে তাকে দেখে বলেছিলেন, 'শিবাজি আমার মতো অভিনয় করতে পারেন, কিন্তু আমি তার মতো পারি না।'

তিনি এমন এক অভিনেতা যার প্রতিভা এতটাই অসামান্য ছিল যে তাকে 'নাদিগার থিলাগম’ অর্থাৎ 'নটদের গৌরব' উপাধিতে ভূষিত করা হয়েছিল।

১৯২৮ সালের ১ অক্টোবর তামিলনাড়ুর ভিল্লুপুরমে চিন্নাইয়াপিল্লাই গণেশন নামে তার জন্ম। কিন্তু পরে ‘শিবাজি’ গণেশন নামে পরিচিত হন চক্রবর্তী শিবাজি মহারাজের চরিত্রে সিএন অন্নাদুরাই রচিত নাটক 'সিভাজি কান্দা হিন্দু সাম্রাজ্যম;-এ তার অসাধারণ অভিনয়ের কারণে। তামিল সমাজসংস্কারক ই.ভি. রামাস্বামী ‘পেরিয়ার’ এতটাই মুগ্ধ হন যে তাকে ‘শিবাজি’ বলে ডাকেন এবং সেই নামই স্থায়ী হয়ে যায়।

তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৫২ সালের কালজয়ী ছবি পরাশক্তি দিয়ে, যার চিত্রনাট্য লিখেছিলেন এম. করুণানিধি। করুণানিধির নিখুঁত স্ক্রিপ্ট এবং গণেশনের অভাবনীয় সংলাপ-উচ্চারণ ছবিটিকে সময়ের চেয়েও এগিয়ে নিয়ে যায়।

এরপর তারা একসঙ্গে আরও একটি ব্লকবাস্টার মনোহরা (১৯৫৪)-তে কাজ করেন। এইসব সিনেমার ব্যাপক সাফল্যের ফলে গণেশন দ্রুত একজন বহুল চাহিদাসম্পন্ন অভিনেতায় পরিণত হন।

গণেশন একবার বলেছিলেন, অভিনয় যেন বাঘ শিকারের মতো—সোজা মাথায় গুলি না করলে বাঘই তোমাকে খেয়ে ফেলবে। এই ভয়ই আমাকে ৪০ বছর ধরে প্রতিটি দৃশ্যের আগে বারবার অনুশীলনে বাধ্য করেছে।'

তার প্রতিদ্বন্দ্বী এম.জি. রামচন্দ্রন যেখানে মূলত ক্যারিশমা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন, গণেশন পৌঁছে যান নিখুঁত অভিনয় দক্ষতা ও স্টানিস্লাভস্কির ‘মেথড অ্যাক্টিং’-এর প্রতি নিষ্ঠার মাধ্যমে। এর উৎকৃষ্ট উদাহরণ ১৯৬৯ সালের দেইভামাগান।

স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম গণেশনের মাধ্যমে পর্দায় জীবন্ত দেখেছিল ভারতের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের — যেমন বীরাপাণ্ডিয়া কাট্টাবোম্মান ও ভি.ও. চিদাম্বরম পিল্লাই।

তার অন্যতম প্রশংসিত অভিনয় মহাভারতের অনুপ্রেরণায় নির্মিত কর্ণান (১৯৬৪)-এ। তিরুভিলাইয়াদাল (১৯৬৫)-এ শিবের চরিত্রে অভিনয়ও দারুণভাবে সমাদৃত হয়েছিল।

তার অন্যান্য ব্লকবাস্টার সিনেমার মধ্যে রয়েছে পাসামালার (১৯৬১), যা এখনও আত্মীয়তার প্রতীকী ছবি হিসেবে বিবেচিত; নবরাত্রি (১৯৬৪), যেখানে তিনি নয়টি আলাদা চরিত্রে অভিনয় করেন এবং থিলানা মোহনাম্বাল (১৯৬৮), যেখানে তিনি একজন সঙ্গীতজ্ঞের ভূমিকায় ছিলেন।

রজনীকান্ত ও কমল হাসানের মতো নতুন অভিনেতারা যখন ইন্ডাস্ট্রিতে আধিপত্য দেখাতে শুরু করেন, তখনও তিনি থাঙ্গা পাত্তাক্কাম (১৯৭৪)-এর মতো পুলিশভিত্তিক মেগা হিট দেন।

অভিনয় জীবনের শেষ পর্বে তিনি কমল হাসানের সঙ্গে থেভরমাগান (১৯৯২)-এ অভিনয় করেন এবং প্রায়ই তার কনিষ্ঠ সহঅভিনেতাকে ছাপিয়ে যান।

অনেক সমকালীন সমালোচক তার অভিনয়কে 'আড়ম্বরপূর্ণ' ও 'শৈল্পিক চটকদার' বলে সমালোচনা করলেও আজকের বহু সুপারস্টার তাকেই অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

গণেশন দ্রাবিড় আন্দোলনের একজন সমর্থক ছিলেন এবং ১৯৫৫ সাল পর্যন্ত দ্রাবিড় মুনেত্র কাঝাগম (ডিএমকে)-এর সমর্থক ছিলেন। পরে তিনি কা. কামরাজের একজন অনুগামী হয়ে কংগ্রেসে যোগ দেন ১৯৬১ সালে। কংগ্রেস ভাগ হলে তিনি প্রথমে কামরাজের সঙ্গে ছিলেন এবং পরে ইন্দিরা কংগ্রেসে (কংগ্রেস–আই) যোগ দেন।

রাজ্যসভার মনোনীত সদস্য নারগিস দত্ত ১৯৮১ সালে মারা গেলে গণেশন তাঁর আসনে মনোনীত হন।

৮০’র দশকের শেষদিকে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন — তামিঝাগা মুনেত্র মুননানি, যা ১৯৮৯ সালের নির্বাচনে এমজিআরের স্ত্রী জানকী রামচন্দ্রনের এআইএডিএমকে-র অংশকে সমর্থন করেছিল। এই নির্বাচনে দলের সমস্ত প্রার্থী হারেন, গণেশন নিজেও তিরুভাইয়ারু আসনে পরাজিত হন। এরপর তিনি দলটি জনতা দলে বিলীন করে রাজনীতি থেকে সরে দাঁড়ান।

গণেশন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ এবং দেশের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ফ্রান্স সরকারও তাকে শেভালিয়ে খেতাবে সম্মানিত করে।

শিবাজি গণেশন ২০০১ সালের ২১ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান।

‘কিং’ সিনেমার শুটিংয়ে দেরিজুনে শুরু হবে শাহরুখ খানের নতুন অ্যাকশন থ্রিলারের কাজবলিউড সুপারস্টার শাহরুখ খান-এর আসন্ন অ্যা...
20/07/2025

‘কিং’ সিনেমার শুটিংয়ে দেরি

জুনে শুরু হবে শাহরুখ খানের নতুন অ্যাকশন থ্রিলারের কাজ

বলিউড সুপারস্টার শাহরুখ খান-এর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কিং’–এর শুটিং সূচিতে পরিবর্তন এসেছে। প্রাথমিকভাবে মার্চে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও, চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ দীর্ঘায়িত হওয়ায় সেটি পিছিয়ে জুন মাসে নেওয়া হয়েছে। নির্মাতারা ছবির গল্প ও টেকনিক্যাল দিকগুলো আরও নিখুঁত করতে বাড়তি সময় নিচ্ছেন বলে জানা গেছে।
এই ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে, কারণ এই প্রথমবার বড়পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান। ‘কিং’ সিনেমায় তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের নতুন ট্যাটু ও পেশিবহুল চেহারা নিয়েও চলছে জোর চর্চা। অনেকে মনে করছেন, এটি তাঁর ‘কিং’ চরিত্রের প্রস্তুতিরই অংশ। বিভিন্ন ছবিতে দেখা গেছে, অভিনেতা এখন অনেক বেশি ফিট, সঙ্গে রয়েছে কিছু নতুন ট্যাটুও, যা এর আগে কখনও দেখা যায়নি।
এইসব পরিবর্তনকে কেন্দ্র করে অনুরাগীরা বলছেন, "SRK is in beast mode for KING!"
সব মিলিয়ে, ‘কিং’ নিয়ে ভক্তদের উত্তেজনা বেড়েই চলেছে। জুনে শুটিং শুরু হলে সিনেমাটি ২০২৬ সালের মধ্যে মুক্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।

‘কিং’ এখন শুধু একটি সিনেমা নয়—বলিউডের এক নতুন অধ্যায়ের অপেক্ষা।

নাজির বেগকে কি এই দেশের দর্শক ভুলে গেছেন? এত বিখ্যাত একজন নায়ক, তাকে ভুলে যাওয়ার কথা তো নয়। নাজির বেগকে ভুলে গেলেও নাদিম...
19/07/2025

নাজির বেগকে কি এই দেশের দর্শক ভুলে গেছেন? এত বিখ্যাত একজন নায়ক, তাকে ভুলে যাওয়ার কথা তো নয়। নাজির বেগকে ভুলে গেলেও নাদিমকে তো আর ভোলা সম্ভব নয়। কী, গোলমাল লাগছে?

হ্যাঁ, একসময়ের বিখ্যাত নায়ক নাদিমের আসল নাম নাজির বেগ। এই নামটি অনেকেই ভুলতে বসেছেন। কিন্তু নাদিমকে ভুলে যাওয়া? কক্ষনো সম্ভব নয়। উর্দু ও বাংলা, এই দুই ভাষার সিনেমাতেই তার অবদান দুর্দান্ত। তাই তাকে মনে রাখতেই হবে।

নাদিমের পুরো নাম মীর্জা নাজির বেগ। তার জন্ম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়ওয়ারাতে। মাত্র ৫ বছর বয়সে বাবা মির্জা আব্বাস বেগের সঙ্গে চলে যান করাচীতে। এর বেশ কয়েক বছর পর সিন্ধি ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন নাজির বেগ । তিনি প্রথম কন্ঠ দেন 'কোহরা' ছবিতে।

নাদিম ঢাকায় আসেন ১৯৬৬ সালে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক-প্রযোজক এহতেশাম তাকে আগেই করাচীতে দেখেছিলেন। তাকে ছবির নায়ক হিসেবে নেন এই শক্তিমান নির্মাতা ।

১৯৬৭ সালে 'চকোরী' ছবির মধ্য দিয়ে সারা দেশে তার তারকাখ্যাতি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে তাঁর নায়িকা ছিলেন রত্না। আর পরিচালক ছিলেন এহতেশাম। ষাটের দশকে ঢাকায় নির্মিত নির্মিত উর্দু ছবিতে অভিনয় করে নাদিম ঝড় তুলেছিলেন।

নাদিম-শাবানা জুটি ষাটের দশকের শেষ দিকে দারুণ জনপ্রিয় হয়েছিল। এই জুটির ছবিগুলোর মধ্যে ছোটে সাহেব, কুলি, চাঁদ আওর চাঁদনী'র কথা না বললেই নয়।

ইন্ডাস্ট্রির লোক ভাবতেন নাদিম ও শাবানা বিয়ে করবেন। কিন্তু শাবানকে নয়, নাদিম বিয়ে করেন ফারজানাকে। তিনি এহতেশামের কন্যা।

চকোরী ছবির পরে নাদির আরো কিছু ছবিতে অভিনয় করেন যেগুলো সাফল্য পায়। এরমধ্যে রয়েছে সাগর , তুম মেরে হো, দাগ, শক্তি ইত্যাদি।

১৯৭০ সালে নাদিম ঢাকা ছেড়ে করাচীতে চলে যান। সেখানে গিয়ে লাহোর ও করাচীর ছবিতে শীর্ষ নায়কদের একজন বনে যান। পাকিস্তানে তাকে কিংবদন্তির মর্যাদা দেযা হয়।

নাদান, আনাড়ি, পেহচান, পলাম, জ্বলতে সুরুজ কে নীচে, বাদল আওর বিজলী, সঙ্গম, জিন্দেগী, আয়না, লাজওয়াব, কুরবানী, সংদিল, সোহাগ, দূরদেশসহ প্রায় দুই শ উর্দু ছবিতে অভিনয় করেছেন নাদিম।

নাদিমের জীবন বেশ অদ্ভুত। জন্মেছেন ভারতে। নায়ক হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশে। আর প্রতিষ্ঠা পেয়েছেন পাকিস্তানে।

নাদিমের জন্ম জন্ম ১৯৪১ সালের ১৯ জুলাই…।

হৃতিক রোশন ও তৃপ্তি দিমরির নাচে আগুন, ভাইরাল ভিডিওতে মঞ্চে উষ্ণতা ছড়ালেন জুটিএকটি এখন-ভাইরাল ভিডিওতে, হৃত্বিক রোশন ও তৃপ...
19/07/2025

হৃতিক রোশন ও তৃপ্তি দিমরির নাচে আগুন, ভাইরাল ভিডিওতে মঞ্চে উষ্ণতা ছড়ালেন জুটি

একটি এখন-ভাইরাল ভিডিওতে, হৃত্বিক রোশন ও তৃপ্তি দিমরি-কে নাচের মঞ্চে আগুন লাগাতে দেখা যাচ্ছে।
যদিও এই জুটির মধ্যে কোনো আনুষ্ঠানিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়নি, তবে তীক্ষ্ণ নজরের ভক্তরা নিশ্চিত যে তারা হৃত্বিকের পোশাক ব্র্যান্ড HRX-এর জন্য একত্রিত হয়েছেন।
হৃত্বিক পরেছিলেন একটি সাদা টি-শার্ট, যার উপর ছিল একটি ফ্রন্ট-জিপার জ্যাকেট। তিনি এটি কালো ট্রাউজার্স, একটি ক্যাপ এবং স্নিকার্স-এর সঙ্গে মেলান। অন্যদিকে, ত্রিপ্তি দিমরি একটি সাদা ক্রপ টপ, ঢিলে প্যান্ট এবং স্নিকার্সে দুর্দান্ত স্টাইল স্টেটমেন্ট দেন।
ভাইরাল ক্লিপে হৃত্বিক ও তৃপ্তি রঙ-মেলানো পোশাকে দেখা গেছে।
HRX, যা হৃত্বিক রোশন ও Exceed Entertainment-এর যৌথ মালিকানাধীন, ফিটনেস ও লাইফস্টাইল পণ্যের মধ্যে পোশাক, জুতো ও আনুষঙ্গিক সামগ্রী বিক্রি করে। ২০১৩ সালে চালু হওয়া এই ব্র্যান্ডটি সেই প্রজন্মের কাছে জনপ্রিয় যারা নিজেদের ফিটনেস লক্ষ্য পূরণের ব্যাপারে নিবেদিত।
কাজের দিক থেকে, তৃপ্তি দিমরি বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে রোমান্টিক ড্রামা ধড়ক ২-এর মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল এবং এটি মুক্তি পাবে ১লা আগস্ট, ২০২৫-এ। এরপর তিনি শাহিদ কাপুরের সঙ্গে বিশাল ভরদ্বাজের অর্জুন উস্তারা ছবিতে দেখা যাবেন।
অন্যদিকে, হৃত্বিক রোশনকে পরবর্তীবার দেখা যাবে ওয়ার ২ ছবিতে মেজর কবীর ধালি ওয়ালের চরিত্রে। এটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর একটি অংশ। ছবিতে হৃত্বিকের সঙ্গে অভিনয় করবেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানি। এই সিনেমাটি মুক্তি পাবে ১৪ই আগস্ট, ২০২৫।
হৃত্বিক রোশন কৃষ ৪ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেকও করতে চলেছেন।

19/07/2025

সাংবাদিকদের সামনে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তা

রহমান। নতুন প্রজন্মের কতজন চেনে তাকে? বলিউডে যখন দীলিপ কুমার শাসন করছিলেন আর টালিগঞ্জ কাঁপাচ্ছিলেন উত্তম কুমার, তখন ঢাকা...
18/07/2025

রহমান।
নতুন প্রজন্মের কতজন চেনে তাকে? বলিউডে যখন দীলিপ কুমার শাসন করছিলেন আর টালিগঞ্জ কাঁপাচ্ছিলেন উত্তম কুমার, তখন ঢাকাই সিনেমার ছড়ি ছিল এই নায়কের হাতে। ঢালিউডের প্রথম সফল রোমান্টিক নায়ক রহমান। তাকে বলা হতো ঢাকার উত্তম কুমার।

সেই সময় পাকিস্তানের দুই অংশে বাংলা-উর্দু দুই ভাষাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন রহমান। ষাটের দশকে তার মতো প্রতাপশালী নায়ক দ্বিতীয়টি ছিল না। সেই সময় একের পর এক দর্শকনন্দিত ছবি দিয়ে ঢাকার সিনেমা শিল্পকে দাঁড়াতে অবদান রেখেছেন রহমান।

রহমানের আসল নাম আবদুর রহমান। পঞ্চগড় জেলার সন্তান। তার গ্রামের নাম রসেয়া। ঠাকুরগাঁও হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ভর্তি হন রাজশাহী সরকারী কলেজে । আইএসসি-তে পাস করতে না পারায় বাবা বাড়ি থেকে বের করে দেন। বাড়ি ছেড়ে ঢাকায় মেজভাইয়ের কাছে আসেন রহমান। জগন্নাথ কলেজে ভর্তি হন, সেখান থেকেই আইএসসি পাস করেন।

রহমানের মামা ছিলেন হোটেল শাহবাগের রেসিডেন্সিয়াল ডিরেক্টর। তার হাত ধরে রিসেপশনিস্ট হিসেবে চাকরি নেন শাহবাগ হোটেলে। আগে থেকেই শৌখিন ও স্টাইলিশ রহমান। হোটেলে আসা দেশি-বিদেশি অতিথিদের পোষাক ও স্টাইল দেখে তার ভেতরে এসেছিল ফ্যাশন সচেতনতা।

সেই আমলের বিখ্যাত ছবি 'জাগো হুয়া সাভেরা'র পরিচালক এ জে কারদার শাহবাগ হোটেলে থাকতেন। এ জে কারদারের কাছে আসা-যাওয়া ছিল চিত্রগ্রাহক সাধন রায়ের। স্টাইলিশ রহমানকে দেখে সাধন রায় অভিনয় করার প্রস্তাব দেন।

সাংবাদিক ফজলুল হক 'আযান' নামে একটি ছবির জন্য নতুন নায়ক খুঁজছিলেন। ফজলুল হকের কাছে রহমানকে নিয়ে যান সাধন রায়। ছবির নায়ক হিসেবে পছন্দ করা হয় রহমানকে। এই ছবির শুটিং শুরু হতে দেরি হচ্ছিল...।

তখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অভিনয় শেখার জন্য যেতেন রহমান। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবন উদ্বোধন উপলক্ষে 'সমানে সমান' নামে একটি মঞ্চনাটকেও অভিনয় করে ফেলেন।

এক আত্মীয়র বাসায় দাওয়াতে গিয়ে পরিচয় হয় এহতেশামের সাথে। এই নির্মাতা তার ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন রহমানকে। ১৯৫৯ সালে এহতেশাম পরিচালিত 'এ দেশ তোমার আমার' ছবির মধ্য অভিষেক হয় রহমানের। প্রথম ছবিতে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেন।

তার জীবনের মোড় এবং ঢালিউডের মোড়ও ঘুরে যায় রহমান-শবনম জুটি যখন আত্মপ্রকাশ করে। বাংলা-উর্দু সিনেমায় এই জুটি ঝড় তোলেন। এই দেশের প্রথম জুটি বলা হয় তাদেরকে।

রহমান অনেক জনিপ্রিয় ছবিতে অভিনয় করেন ষাটের দশকে। যার মধ্যে রাজধানীর বুকে, হারানো দিন, তালাশ, এইতো জীবন, বাহানা, ইন্ধন, নতুন দিগন্ত, জাহাঁ বাজে শেহনাই, গোরি, প্যায়সে, অন্তরঙ্গ, কংগন, চলো মান গায়ে, মিলন, চান্দা, দর্শন, উত্তরণ, জোয়ার ভাটা, মেঘের পরে মেঘ, দেবদাস ছবির কথা বলা যায়।

পশ্চিম পাকিস্তানের উর্দু ছবি চাহাত, দো সাথী, দোস্তি, নাদান ও লগন ছবিতে অভিনয় করেছেন রহমান। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের প্রথম দিকে পাকিস্থানের করাচীতে চলে যান । পরে আবার তিনি দেশে ফিরে আসেন।

১৯৬৩ সালে এক সড়ক দুর্ঘটনা একটি পা হারাতে হয় নায়ক রহমানকে । এক পা হারিয়েও দাপটের সাথে অভিনয় করে গেছেন। পরে তিনি নির্মাণের সঙ্গে জড়িত হন। তার নির্মিত ছবিগুলো হচ্ছে মিলন, দরশন, ইন্ধন, কংগন, চলো মান গায়ে, জাঁহা বাজে শেহনাই, নিকাহ ইত্যাদি।

কাজের স্বীকৃতি হিসেবে রহমান পেয়েছেন পাকিস্তানের বড় স্বীকৃতি, নিগার পুরস্কার।

শুরুর দিকে এদেশের চলচ্চিত্রশিল্পকে বাণিজ্যিকভাবে সুদৃঢ় ভিতের উপর দাঁড় করাতে চিত্রনায়ক রহমানের ভূমিকা অতুলনীয়। তিনি ২০০৫ সালের ১৮ জুলাই ঢাকায় মারা যান। তখন তার বয়স ৬৮ বছর।

আমেরিকান আইডলের সঙ্গীত তত্ত্বাবধায়ক রবিন কায়ে ও তাঁর স্বামী নির্মম হত্যাকাণ্ডের শিকারলস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ...
18/07/2025

আমেরিকান আইডলের সঙ্গীত তত্ত্বাবধায়ক রবিন কায়ে ও তাঁর স্বামী নির্মম হত্যাকাণ্ডের শিকার

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ‘আমেরিকান আইডল’-এ এক দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা রবিন কায়ে এবং তাঁর স্বামী থমাস ডেলুকা গত সোমবার এনসিনো এলাকায় তাঁদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
উভয়েই ৭০ বছর বয়সী ছিলেন এবং উভয়কে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী রেমন্ড বুদারিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

‘আমরা রবিন ও তাঁর প্রিয় স্বামী টমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত,’ এক বিবৃতিতে জানিয়েছে ‘আমেরিকান আইডল’ কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটে ১০ জুলাই, যখন অভিযুক্ত ব্যক্তি কোনোভাবে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, সে সময় বাড়ি ফাঁকা ছিল এবং বুদারিয়ান চুরি করতে এসেছিল।
পরে, দম্পতি হঠাৎ করেই বাড়িতে ফিরে এলে অভিযুক্তের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময়েই দুজনকে গুলি করে হত্যা করে সে। পুলিশ আরও জানায়, স্বামী ও স্ত্রীর মৃতদেহ আলাদা কক্ষে পাওয়া গেছে এবং দুজনের শরীরেই একাধিক গুলির চিহ্ন ছিল। হত্যার পর অভিযুক্ত পায়ে হেঁটে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

রবিন কায়ে ছিলেন একজন অভিজ্ঞ সঙ্গীত তত্ত্বাবধায়ক। ১৯৯০-এর দশকের শেষ থেকে শুরু করে তাঁর ঝুলিতে রয়েছে ৪০টিরও বেশি প্রজেক্ট। ১৯৯৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’-এ সঙ্গীত পরামর্শদাতা হিসেবে কাজ করেই তিনি শুরু করেন এই যাত্রা।
এরপর তিনি ‘ন্যাশভিল স্টার’ (২০০৮), ‘দ্য সিংগিং বি’ (২০০৭-২০১১) এবং ‘হলিউড গেম নাইট’ (২০১৪-২০১৬) সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামে কাজ করেন সঙ্গীত তত্ত্বাবধায়ক হিসেবে।

‘২০০৯ সাল থেকে রবিন আমাদের আইডল পরিবারের অন্যতম স্তম্ভ ছিলেন। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও সৃজনশীলতা সকলকে মুগ্ধ করেছে। আমরা তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য, ঘটনার কয়েকদিন আগেই গত বৃহস্পতিবার কেউ একজন ওই বাড়ির দেয়াল টপকে প্রবেশ করেছে—এমন একটি ফোনকলের ভিত্তিতে পুলিশ প্রথমে বাড়িটিতে যায়। তবে পুলিশ তখন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেনি, কারণ বাড়িটি ছিল “উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন”, বলে জানান LAPD-র লেফটেন্যান্ট গাই গোলান।

পরে একটি হেলিকপ্টার উড়ানো হলেও বাড়িতে কোনও অস্বাভাবিকতা বা জোরপূর্বক প্রবেশের চিহ্ন পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত, সোমবার বিকেল ২টা ৩৩ মিনিটে এনসিনোর হোয়াইট ওক অ্যাভিনিউর ৪৭০০ ব্লকে পুলিশ পুনরায় আসে। কারণ, এক বন্ধু দম্পতির খোঁজ না পেয়ে তাঁদের খোঁজ নিতে পুলিশকে অনুরোধ জানান। সেখানেই পাওয়া যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের চিত্র।

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এ পাকিস্তান রূপে লুধিয়ানার খেরা গ্রাম, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া  রণবীর সিং অভিনীত আসন্ন স্প...
17/07/2025

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ এ পাকিস্তান রূপে লুধিয়ানার খেরা গ্রাম, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

রণবীর সিং অভিনীত আসন্ন স্পাই থ্রিলার ধুরন্ধর মুক্তির এখনও কয়েক মাস বাকি থাকলেও, ইতিমধ্যেই ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। পরিচালক আদিত্য ধরের এই সিনেমাটি বাস্তব ঘটনাকে ভিত্তি করে তৈরি বলে জানা গেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে পাঞ্জাবের লুধিয়ানা জেলার খেরা গ্রামে শুটিং চলছে, আর সেটিকে পাকিস্তানের একটি লোকেশনের মতো উপস্থাপন করা হয়েছে।
ঘটনা কী?
ভাইরাল হওয়া ভিডিওটি পাঞ্জাবের খেরা গ্রামে ধুরন্ধর-এর সেটে ধারণ করা। সেখানে রণবীর সিংকে দেখা যায় একটি বাড়ির ছাদে হেঁটে বেড়াতে, যার এক পাশে পাকিস্তানের পতাকা টাঙানো রয়েছে। জানা গেছে, এই দৃশ্য ধারণ করতে তিন থেকে চার দিন সময় লেগেছে।
ধুরন্ধর-এর ফার্স্ট লুক ৬ জুলাই, রণবীর সিংয়ের ৪০তম জন্মদিনে প্রকাশিত হয়। ছবিটি আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
গ্রামের এক বাসিন্দা বলেন, “আমরা সিনেমার নাম জানতাম না, তবে শুনেছি রণবীর সিং অভিনয় করছেন। হ্যাঁ, একটি দৃশ্যে পাকিস্তানের পতাকাও ছিল, কিন্তু আমাদের এতে কোনও আপত্তি নেই।”
আরেক বাসিন্দা জানান, “ছবিটির অনেক দৃশ্য আমাদের গ্রামে এবং কাছাকাছি বন্দরে শুট করা হয়েছে। খুব ভালো লাগছিল দেখতে। তিনদিন ধরে শুটিং হয়েছে। আমাদের গ্রামের কয়েকজন মানুষও ছবিতে অভিনয় করেছেন।”
খেরা গ্রামের আরেক প্রবীণ বাসিন্দা বলেন, “এই প্রথম আমাদের গ্রামে কোনও সিনেমার শুটিং হল। রণবীর সিং এসেছিলেন, আমরা সবাই খুব খুশি ছিলাম।”
সারসংক্ষেপে
রণবীর সিং অভিনীত ধুরন্ধর সিনেমার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে পাকিস্তানের গ্রাম হিসেবে যে দৃশ্য দেখানো হয়েছে, সেটি আসলে পাঞ্জাবের খেরা গ্রামে শুট করা হয়েছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনা ঘিরে কৌতূহল এবং উৎসাহ দুটোই লক্ষ্য করা গেছে।

‘মালিক’ বক্স অফিসে সুপারম্যানের সঙ্গে সংঘর্ষেও সফল, ৪ দিনেই আয় ছাড়ালো ১৫ কোটি রুপি রাজকুমার রাও, মানুশি চিল্লার ও প্রসেন...
16/07/2025

‘মালিক’ বক্স অফিসে সুপারম্যানের সঙ্গে সংঘর্ষেও সফল, ৪ দিনেই আয় ছাড়ালো ১৫ কোটি রুপি

রাজকুমার রাও, মানুশি চিল্লার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘মালিক’ শুক্রবার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। সুপারম্যানকে ঘিরে তৈরি আন্তর্জাতিক মেগা-ফিল্ম মুক্তি পেলেও, প্রথম উইকেন্ডে ‘মালিক’ তার নিজস্ব অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
স্যাকনিলকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির চার দিনের মধ্যে ছবিটি ১৫.৫৯ কোটি রুপি আয় করেছে। সোমবার, অর্থাৎ চতুর্থ দিনে, ছবির সম্ভাব্য আয় ১.৩৪ কোটি রুপি বলে অনুমান করা হচ্ছে, যা এ পর্যন্ত ছবিটির সবচেয়ে কম দৈনিক আয়। তবে সপ্তাহের প্রথম দিনে সাধারণত দর্শকসংখ্যা কম থাকে, তাই এটি খুব একটা অস্বাভাবিক নয়।
ছবিটি প্রথম দিনেই ৩.৭৫ কোটি রুপি আয় করে ভালো সূচনা করে। শনিবার ও রবিবার দুই দিনেই ৫.২৫ কোটি করে আয় করে ছবিটি। সব মিলিয়ে ৪ দিনের মোট আয় ১৫.৫৯ কোটি।
এই সপ্তাহে মুক্তি পাওয়া অপর হিন্দি ছবি ‘আঁখো কি গুসতাখিয়ান’-কে টপকে গেছে ‘মালিক’। ওই ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি এবং এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে শানায়া কাপুরের। তবে বলিউডের এই দুই ছবির তুলনায় অনেক এগিয়ে রয়েছে ডেভিড কোরেনসওয়েট অভিনীত Superman, যার প্রথম উইকেন্ডেই ভারতে আয় ২৫ কোটি ছাড়িয়েছে।
ডেভিড কোরেনসওয়েট অভিনীত নতুন Superman সিনেমাটি এরইমধ্যে হেনরি ক্যাভিলের Man of Steel–কে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয় করা একক সুপারম্যান চলচ্চিত্রে পরিণত হয়েছে। জেমস গানের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে কোরেনসওয়েট ছাড়াও অভিনয় করেছেন র‍্যাচেল ব্রোসনাহান, নিকোলাস হোল্ট, এডি গাথে‌গি, নাথান ফিলিয়ন, এবং ইসাবেলা মের্সেড। জেমস গানের নতুন ডিসি ইউনিভার্স যাত্রার সূচনাতেই এই চলচ্চিত্র বিশ্বব্যাপী সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

Address

Huda Lodge, 21, New Eskatan Road, Ramna
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when TB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share