TB News

TB News টি-ব্যাগের আয়ু নিয়ে যে নিউজের জন্ম
(TB News Official page) টি-ব্যাগের আয়ু নিয়ে যে নিউজের জন্ম
| TB News |

সোনাক্ষীর ‘সোনার চামচ’ ব্যঙ্গসম্প্রতি ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে হাজির হন সোনাক্ষী। ভিডিওটিতে রসিকত...
16/10/2025

সোনাক্ষীর ‘সোনার চামচ’ ব্যঙ্গ

সম্প্রতি ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে হাজির হন সোনাক্ষী। ভিডিওটিতে রসিকতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, জন্ম থেকেই যেন তিনি মুখে ‘সোনার চামচ’ নিয়ে বেড়ে উঠেছেন। শৈশবের প্রতিটি দৃশ্যেই দেখা যায় সেই সোনার চামচ তাঁর মুখে, আর বড় হয়ে সেটির ধুলো মুছে ঝকঝক করতে দেখা যায় তাঁকে নিজেকেই।

বিজ্ঞাপনের শেষে সোনাক্ষী বলেন, “জন্মের সঙ্গেই সোনার প্রাপ্তি ঘটেছে, এখন আপনারা নিজেদেরটা দেখে নিন।” আর সেই সংলাপ যেন নেপোটিজম বিতর্কে বিরোধীদের উদ্দেশে এক তির্যক বার্তা।

ব্যঙ্গের ভেতরে সাহসী বার্তা

বিজ্ঞাপনে সোনাক্ষী নিজের সুপারহিট সংলাপও ব্যবহার করেছেন—“থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লাগতা হ্যায়।” পুরো ভিডিও জুড়েই রসিকতার ছলে তিনি যেন বলে দিলেন—‘হ্যাঁ, আমি তারকা-সন্তান, কিন্তু নিজের পরিশ্রমেই জায়গা করে নিয়েছি।’

কঙ্গনার পর আবার আলোচনায় নেপোটিজম প্রসঙ্গ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কে আগুন জ্বালিয়েছিলেন কঙ্গনা রনৌত। সেই আগুনে নাম জড়িয়েছিল একাধিক তারকা-সন্তানের, যার মধ্যে অন্যতম ছিলেন সোনাক্ষী সিনহা। তাই এবার তাঁর এমন ব্যঙ্গাত্মক জবাবকে অনেকেই বলছেন “চুপ থাকা মেয়ের মজার প্রতিশোধ”।

দর্শকের প্রতিক্রিয়া

সোনাক্ষীর এই আত্মব্যঙ্গাত্মক বিজ্ঞাপন দেখে নেটিজেনদের বড় অংশই প্রশংসায় ভরিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, “এটাই আসল স্মার্ট উত্তর”, কেউ বলছেন, “নিজেকে ব্যঙ্গ করেই সোনাক্ষী প্রমাণ করেছেন—তিনি আত্মবিশ্বাসী ও নির্ভীক।”

ধনতেরাসের উৎসবে সোনা কেনার প্রচারণা ঘিরে তৈরি এই বিজ্ঞাপন যেমন দর্শকদের মুখে হাসি এনেছে, তেমনি বলিউডের পুরোনো বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে।

“কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি!” — খোলামেলা মন্তব্যে ফের আলোচনায় মালাইকাবলিউডের গ্ল্যামার জগতের চিরচেনা মুখ মালাই...
16/10/2025

“কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি!” — খোলামেলা মন্তব্যে ফের আলোচনায় মালাইকা

বলিউডের গ্ল্যামার জগতের চিরচেনা মুখ মালাইকা অরোরা—যার ব্যক্তিজীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে। এক সময় অভিনেতা আরবাজ খানের সঙ্গে তাঁর দাম্পত্য, বিচ্ছেদ, এরপর প্রেমজীবন—সবই ছিল সংবাদমাধ্যমের শিরোনামে। তবে এবার আবারও নতুন করে চর্চায় এলেন এই বলিউড ডিভা, এবং কারণ—তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

আরবাজের জীবনে নতুন অধ্যায়

সম্প্রতি আরবাজ খান দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান–এর সঙ্গে কন্যাসন্তানের জন্মের আনন্দ ভাগ করেছেন। এই খবরে যেমন বলিউডে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে, তেমনি সাবেক স্ত্রী মালাইকা অরোরাকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা—তিনিও কি তবে নতুন জীবনে পা রাখতে চলেছেন?

ভাইরাল হলো ‘ঝলক দিখলা যা’-এর ক্লিপ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’–এর একটি ক্লিপ। সেখানে বিচারকের আসনে বসা মালাইকার সঙ্গে মজার ছলে আলাপ করছিলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। ফারাহর প্রশ্ন ছিল, “মালাইকা, ২০২৪-এ কি আপনি ‘সিঙ্গেল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ থেকে ‘ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী’ হতে যাচ্ছেন?”

প্রশ্ন শুনে হেসে ফেলেন মালাইকা। কিছুটা চমকে গিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, “মানে কী? আমাকে কি এখন কাউকে কোলে নিতে হবে?” মুহূর্তেই হাসির রোল ওঠে সেটে। এরপর তিনি দ্বিধাহীনভাবে বলেন, “যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।”

ফারাহর মজার মন্তব্যে আরও রসিকতা

ফারাহ খান সঙ্গে সঙ্গে ঠাট্টা করে বলেন, “কেউ আছে মানে? অনেকেই তো আছে!” জবাবে হাসিমুখে মালাইকা বলেন, “মানে, কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”

নেটপাড়ায় তোলপাড়

মালাইকার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই বলিউডজুড়ে শুরু হয়েছে জল্পনা—কাকে ইঙ্গিত করলেন তিনি? নতুন সম্পর্কের আভাস নাকি নিছক রসিকতা? যদিও এ বিষয়ে অভিনেত্রী এখনো মুখ খোলেননি।

এক সময়ের আইটেম গার্ল থেকে সফল উদ্যোক্তা—মালাইকা আজও নিজের স্টাইল, আত্মবিশ্বাস আর খোলামেলা ব্যক্তিত্বে দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। আর তাঁর এই এক বাক্য—“কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি”—বলিউডে যেন আবারও নতুন গসিপের ঢেউ তুলেছে।

বাসে সাধারণ যাত্রী হয়ে চমকে দিলেন ডা. এজাজ, ভাইরাল ছবি
16/10/2025

বাসে সাধারণ যাত্রী হয়ে চমকে দিলেন ডা. এজাজ, ভাইরাল ছবি

হট পিংকে সাহসী সুনেরাহ
16/10/2025

হট পিংকে সাহসী সুনেরাহ

মায়ের সেলফিতে মেয়ে, বেশি সুন্দরী?
16/10/2025

মায়ের সেলফিতে মেয়ে, বেশি সুন্দরী?

16/10/2025

শাকিব অত্যন্ত ক্লিন ইমেজের ছেলে এবং ঠান্ডা মানুষ: শ্রাবন্তীর স্বামী নির্মাতা রাজীব

সানিয়া মালহোত্রা: চরিত্রেই সাফল্য, নাচেই প্রাণঅভিনয় আর নাচ—এই দুই শিল্পেই নিজের আলাদা দুনিয়া গড়ে তুলেছেন বলিউড অভিনেত্রী...
16/10/2025

সানিয়া মালহোত্রা: চরিত্রেই সাফল্য, নাচেই প্রাণ

অভিনয় আর নাচ—এই দুই শিল্পেই নিজের আলাদা দুনিয়া গড়ে তুলেছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। অভিষেক ছবিতেই যেন দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন তিনি। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগাট চরিত্রে তাঁর অভিনয় এখনো ভোলেনি কেউ। সেই শুরু থেকে আজ পর্যন্ত তাঁর যাত্রা কেবল উর্ধ্বমুখী—প্রতিটি ছবিতে নতুন এক রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। ছবির প্রচারণার ফাঁকে এক সাক্ষাৎকারে নিজের ফিল্মি জীবনের নানা মুহূর্ত ও অভিজ্ঞতা তুলে ধরেছেন সানিয়া।

চরিত্রের মধ্যেই বিকাশ

সানিয়া বলেন, “প্রতিটি চরিত্রই আমাকে গড়েছে। ‘পটাকা’, ‘বাধাই হো’, ‘পাগলেট’, ‘মীনাক্ষী সুন্দরেশ্বর’, ‘শ্যাম বাহাদুর’ কিংবা ‘কাঠাল’—প্রতিটি ছবিই আমার ভেতরের শিল্পীকে আরও শাণিত করেছে। আজ আমি যা হয়েছি, তা এই চরিত্রগুলোর জন্যই।”
তিনি মনে করেন, তাঁর অভিনয়জীবন এক ধরনের ‘স্রষ্টাপ্রদত্ত আশীর্বাদ’। “এই যাত্রায় আমি অসাধারণ কিছু মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। প্রতিটি দিন ছিল শেখার। আমি গর্বিত, কৃতজ্ঞ।”

আনন্দময় শুটিং সেট

‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’-এর শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সানিয়া বলেন, “পুরো সেটটাই ছিল একদম পরিবারসুলভ। কাজের ফাঁকে আমরা একসঙ্গে খেতাম, হাসতাম, খেলতাম। কখনো ডান্স সেশন, কখনো গেম নাইট—সব মিলিয়ে প্রতিটি দিন ছিল উৎসবের মতো।”

নাচে মন, কিন্তু সুযোগ কম

সানিয়া মালহোত্রা শুধু দক্ষ অভিনেত্রীই নন, প্রশিক্ষিত ব্যালে ও সমকালীন নৃত্যশিল্পীও বটে। ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এখনো কোনো নাচকেন্দ্রিক সিনেমাতে কাজের সুযোগ পাননি তিনি।
“আমি সত্যিই এমন এক সিনেমার অপেক্ষায় আছি, যেখানে নাচ হবে আমার চরিত্রের মূল শক্তি,” বলেন তিনি হেসে।

আসছে নতুন ছবি

খুব শিগগিরই সানিয়াকে দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘টোস্টার’-এ, যেখানে তাঁর সহ-অভিনেতা রাজকুমার রাও।
নিজের মতো করে ধীরে ধীরে এগিয়ে চলছেন সানিয়া—প্রতিটি চরিত্রে নতুন কিছু করে, আর প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে দিচ্ছেন, বলিউডে নিজের জায়গা তিনি প্রাপ্য পরিশ্রমেই অর্জন করেছেন।

ক্যানসারে না ফেরার দেশে ‘মহাভারত’-এর কর্ণ পঙ্কজ ধীরভারতের বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। দীর্ঘ ক্যানসারযুদ্ধের পর বু...
16/10/2025

ক্যানসারে না ফেরার দেশে ‘মহাভারত’-এর কর্ণ পঙ্কজ ধীর

ভারতের বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ ধীর আর নেই। দীর্ঘ ক্যানসারযুদ্ধের পর বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৮ বছর। ঘনিষ্ঠ বন্ধু অমিত বহল সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করেন। বিকেলে সম্পন্ন হয় শেষকৃত্য।

‘মহাভারত’-এর কর্ণ, যিনি রয়ে গেলেন স্মৃতিতে

১৯৮৮ সালে দূরদর্শনে প্রচারিত বি. আর. চোপড়ার “মহাভারত” ধারাবাহিকে কর্ণ চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন পঙ্কজ ধীর। তাঁর ভরাট কণ্ঠ, সংযত সংলাপ আর তীক্ষ্ণ দৃষ্টি আজও দর্শকের মনে গেঁথে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন—“অনেকে কর্ণ হয়েছেন, কিন্তু পঙ্কজ ধীরই রয়ে গেছেন আসল কর্ণ।”

অভিনয়জীবনের দীর্ঘ পথচলা

প্রায় পাঁচ দশক ধরে চলচ্চিত্র, টেলিভিশন ও ওয়েব সিরিজে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘সানম বেওয়াফা’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’সহ বহু সিনেমায় তাঁর উপস্থিতি ছিল স্মরণীয়। টেলিভিশনের ‘চন্দ্রকান্ত’, ‘দ্য গ্রেট মারাঠা’ বা সাম্প্রতিক ‘ধ্রুব তারা’—সবখানেই ছিলেন শক্তিশালী চরিত্রে। পাশাপাশি দুটি সিনেমা পরিচালনাও করেছিলেন তিনি।

শেষ লড়াই ও বিদায়

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন পঙ্কজ ধীর। চিকিৎসায় উন্নতি হলেও শেষদিকে আবারও অবস্থার অবনতি হয়। ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, “তিনি শুধু অভিনেতা নন, ছিলেন বিনয়ী ও প্রিয় সহকর্মী।”

পুত্রের আবেগঘন পোস্ট

অভিনেতার ছেলে নিকিতিন ধীর ফেসবুকে লিখেছেন, “যা হচ্ছে, হতে দাও; যা যাচ্ছে, যেতে দাও।” পোস্টটি ভাইরাল হয়ে যায়।

ভারতের টেলিভিশন ইতিহাসে কর্ণ চরিত্র আজও সময়ের সীমা ছাড়িয়ে কিংবদন্তি। পঙ্কজ ধীরের সংযমী অথচ গভীর অভিনয় সেই চরিত্রকে অমর করে রেখেছে।

পরিবারের সঙ্গে নির্মাতা রাজিব ও অভিনেত্রী মেহজাবীন
16/10/2025

পরিবারের সঙ্গে নির্মাতা রাজিব ও অভিনেত্রী মেহজাবীন

হ্যারি পটার বয়কট বিতর্ক জানতেনই না কিয়েরা নাইটলিহলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলি সম্প্রতি জানিয়েছেন, হ্যারি পটার সিরিজ ঘিরে...
16/10/2025

হ্যারি পটার বয়কট বিতর্ক জানতেনই না কিয়েরা নাইটলি

হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলি সম্প্রতি জানিয়েছেন, হ্যারি পটার সিরিজ ঘিরে চলা বয়কট বিতর্ক সম্পর্কে তিনি আগে কিছুই জানতেন না। জনপ্রিয় এই ব্রিটিশ তারকা শিগগিরই নতুন অডিওবুক সিরিজে প্রফেসর আমব্রিজ চরিত্রে কণ্ঠ দিচ্ছেন।

ডেডলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়েরা বলেন, “না, আমি সত্যিই জানতাম না। দুঃখিত, এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। এখন আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি, যেখানে একে অপরের ভিন্ন মতামত মেনে নিয়ে একসঙ্গে বাঁচতে শিখতে হবে। আশা করি, আমরা পরস্পরের প্রতি সম্মান বজায় রাখতে পারব।”

নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা দ্য ওম্যান ইন কেবিন ১০–এর প্রচারণার ফাঁকেই অভিনেত্রী এই মন্তব্য করেন।

হ্যারি পটার: দ্য ফুল-কাস্ট অডিও এডিশনস নামের এই নতুন অডিওবুক প্রকল্পে কিয়েরার পাশাপাশি আরও আছেন একঝাঁক তারকা— হিউ লরি (ডাম্বলডোর), ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (ভল্ডেমর্ট), রিজ আহমেদ (স্নেপ) এবং মিশেল গোমেজ (ম্যাকগোনাগল)। সিরিজের প্রথম খণ্ড Harry Potter and the Sorcerer’s Stone আসছে ৪ নভেম্বর অ্যামাজনের Audible প্ল্যাটফর্মে।

বিতর্কের পেছনে কারণ

লেখিকা জে.কে. রাউলিং–এর মন্তব্য ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। বহু ভক্ত ও অভিনেতা, বিশেষত এমা ওয়াটসন ও ড্যানিয়েল র‍্যাডক্লিফ, তাঁকে ট্রান্সফোবিক মন্তব্যের জন্য অভিযুক্ত করেছেন।

সম্প্রতি জে শেট্টির পডকাস্টে এমা ওয়াটসন বলেন, “আমি রাউলিংয়ের মতের সঙ্গে একমত নই, তবে তাঁর সঙ্গে কাজ করার স্মৃতিগুলো আমার কাছে এখনো মূল্যবান।”
এর জবাবে রাউলিং পাল্টা সমালোচনা করে বলেন, “এমা বিলাসী জীবনে অভ্যস্ত, তাই এমন জটিল বিষয় নিয়ে মত দেওয়ার যোগ্যতা তাঁর নেই।”

এই বিতর্কেই এখন নতুন করে আলোচনায় কিয়েরা নাইটলি—যিনি নিজেই জানিয়েছেন, এসব বিতর্কের খবর তাঁর একেবারেই অজানা ছিল।

ইয়টে ঘনিষ্ঠ ছবি ভাইরাল, কেটি পেরির প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো!কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ ...
16/10/2025

ইয়টে ঘনিষ্ঠ ছবি ভাইরাল, কেটি পেরির প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো!

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি—সম্প্রতি দুজনকে ঘিরে শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন। সান্তা বারবারার উপকূলে ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি ভাইরাল হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়।

পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ৫৩ বছর বয়সী ট্রুডো নাকি গত জুলাই থেকেই কেটির প্রতি আগ্রহ দেখাচ্ছিলেন। এক সূত্র জানায়, “প্রথমে কেটি ডেটিংয়ের বিষয়ে ভাবেননি, তবে তাদের মধ্যে স্বাভাবিক এক সংযোগ তৈরি হয়। অনেক বিষয়ে তাদের মিল আছে, তাই যোগাযোগ বজায় ছিল।”

জুলাইয়ে মন্ট্রিলে প্রথম দেখা হওয়ার পর থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সূত্রের দাবি, ট্রুডো এমনকি কেটির ট্যুরের ফাঁকে ক্যালিফোর্নিয়ায় উড়ে গিয়েছিলেন তাঁর সঙ্গে সময় কাটাতে। “তিনি (কেটি) ট্রুডোকে আকর্ষণীয় মনে করেন, আর ট্রুডোও তাঁর প্রতি বেশ শ্রদ্ধাশীল,” বলেন ওই সূত্র।

রাডার অনলাইন–এর এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেটির মতো গ্ল্যামারাস তারকার সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে—এখনো নাকি বিশ্বাসই করতে পারছেন না ট্রুডো। একজন ঘনিষ্ঠজন বলেন, “তারা খুব বেশি সময় একসঙ্গে কাটাতে পারেন না, কারণ কেটি ট্যুরে ব্যস্ত। তবে প্রতিদিন ভিডিও কল ও মেসেজে যোগাযোগ রাখেন।”

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, কেটি কালো সুইমস্যুটে, আর ট্রুডো জিনস পরা অবস্থায় ইয়টে সময় কাটাচ্ছেন। এক ছবিতে দেখা যায়, ট্রুডো কেটিকে আলিঙ্গন করছেন; অন্য ছবিতে তাঁরা একে অপরের মুখের খুব কাছাকাছি। ছবিগুলো নাকি সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার উপকূলে তোলা।

উল্লেখ্য, ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার–এর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাঁদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে, কেটি পেরি চলতি বছরের জুলাইয়ে অভিনেতা অরল্যান্ডো ব্লুম–এর সঙ্গে প্রায় এক দশক দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

জেন-জিদের নতুন আইকন: দক্ষিণি তারকা প্রদীপ রঙ্গনাথনমাত্র দুটি সিনেমা দিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণি অভিনেতা প্রদীপ...
15/10/2025

জেন-জিদের নতুন আইকন: দক্ষিণি তারকা প্রদীপ রঙ্গনাথন

মাত্র দুটি সিনেমা দিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণি অভিনেতা প্রদীপ রঙ্গনাথন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক সাংবাদিক তাঁকে জিজ্ঞেস করেন, “আপনি তো প্রচলিত হিরোদের মতো নন, তবু মাত্র দুই ছবিতেই এত ভক্ত জুটল কীভাবে?”—এই প্রশ্নই যেন তাঁর সাফল্যের গল্পের সারাংশ।

বর্তমান সময়টা সিনেমার জন্য সহজ নয়—বড় তারকার ছবিও দর্শক টানতে পারছে না, তরুণদের সিনেমা কমছে, মুক্তি পেতে সময় লাগছে বছরখানেক। অথচ এই সময়েই প্রদীপ নিজের জায়গা পাকা করে ফেলেছেন কৌশল, পরিশ্রম ও দর্শক-মন বোঝার দক্ষতায়।

তরুণদের গল্প বলার কৌশল

প্রদীপের সিনেমা সরাসরি কথা বলে নতুন প্রজন্মের সঙ্গে। ইতিহাস বলে, যারা প্রথমে তরুণ দর্শকদের হৃদয় জয় করেছে, তারাই পরে পরিবারভিত্তিক দর্শকদের কাছেও প্রিয় হয়ে উঠেছে। যেমন—সুরিয়া, বিজয়, পবন কল্যাণ বা বিজয় দেবরকোন্ডা। প্রদীপও সেই ধারার উত্তরসূরি।

তাঁর ‘লাভ টুডে’ ছবিটি জেন-জি দর্শকদের চিন্তা, সম্পর্ক আর গোপনীয়তার ভয়কে তুলে ধরেছে হাস্যরসের মোড়কে। গল্পে এক যুগল একদিনের জন্য একে অপরের ফোন ব্যবহার করে—সেখান থেকেই শুরু হয় বিশৃঙ্খলা, সন্দেহ ও আত্মপরিচয়ের লড়াই। ডিজিটাল যুগের এই বাস্তবতাই তরুণ দর্শকের সঙ্গে গভীর সংযোগ ঘটিয়েছে।

বাস্তব জীবনের মতো নায়ক

প্রদীপের অভিনয়ের শক্তি হলো তাঁর স্বাভাবিকতা। তিনি নিজেকে ‘হিরো’ হিসেবে নয়, বরং সাধারণ এক তরুণ হিসেবে উপস্থাপন করেন। তাঁর সিনেমার গান, সংলাপ ও দৃশ্য সবই বাস্তব জীবনের প্রতিফলন। তিনি বলেন, “মানুষ আমার মধ্যে নিজেদের গল্প খুঁজে পায়। ওরাই আমাকে হিরো বানায়।”

‘আমাদেরই একজন’

দক্ষিণি কিংবদন্তি নাগার্জুন এক সাক্ষাৎকারে বলেছেন, “রজনীকান্ত যেমন একসময় সিনেমার ধারা বদলেছিলেন, ধনুশ যেমন নতুন পথ দেখিয়েছিলেন—প্রদীপের মধ্যেও সেই জ্বালা দেখি। ওকে দেখে মনে হয়, ও আমাদেরই একজন।”

পরিকল্পিত সাফল্য

প্রদীপ জানেন—আজকের দিনে গল্পের পাশাপাশি উপস্থাপনাও বিক্রি হয়। তাই তিনি টিপিক্যাল হিরো হতে চান না। বরং পরিবারের সম্পর্ক, প্রেম, আত্মবিশ্বাস—সব একসঙ্গে মিশিয়ে বলেন বাস্তবের গল্প। প্রচারণাতেও তিনি মজার, আন্তরিক এবং দর্শকঘনিষ্ঠ।

সামনে পথ

প্রদীপ এখন দক্ষিণি তরুণদের সবচেয়ে বড় তারকা, কিন্তু সিনেমার দুনিয়ায় জনপ্রিয়তা টিকিয়ে রাখা কঠিন। তিনিও তা জানেন। তাঁর ভাষায়, “আমার শক্তি সততা। যতদিন গল্পে সেই সততা থাকবে, আমি টিকে থাকব।”

Address

Huda Lodge, 21, New Eskatan Road, Ramna
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when TB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share