16/10/2025
সোনাক্ষীর ‘সোনার চামচ’ ব্যঙ্গ
সম্প্রতি ধনতেরাস উপলক্ষে এক অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে হাজির হন সোনাক্ষী। ভিডিওটিতে রসিকতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, জন্ম থেকেই যেন তিনি মুখে ‘সোনার চামচ’ নিয়ে বেড়ে উঠেছেন। শৈশবের প্রতিটি দৃশ্যেই দেখা যায় সেই সোনার চামচ তাঁর মুখে, আর বড় হয়ে সেটির ধুলো মুছে ঝকঝক করতে দেখা যায় তাঁকে নিজেকেই।
বিজ্ঞাপনের শেষে সোনাক্ষী বলেন, “জন্মের সঙ্গেই সোনার প্রাপ্তি ঘটেছে, এখন আপনারা নিজেদেরটা দেখে নিন।” আর সেই সংলাপ যেন নেপোটিজম বিতর্কে বিরোধীদের উদ্দেশে এক তির্যক বার্তা।
ব্যঙ্গের ভেতরে সাহসী বার্তা
বিজ্ঞাপনে সোনাক্ষী নিজের সুপারহিট সংলাপও ব্যবহার করেছেন—“থাপ্পড় সে ডর নেহি লাগতা সাহাব, প্যায়ার সে লাগতা হ্যায়।” পুরো ভিডিও জুড়েই রসিকতার ছলে তিনি যেন বলে দিলেন—‘হ্যাঁ, আমি তারকা-সন্তান, কিন্তু নিজের পরিশ্রমেই জায়গা করে নিয়েছি।’
কঙ্গনার পর আবার আলোচনায় নেপোটিজম প্রসঙ্গ
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্কে আগুন জ্বালিয়েছিলেন কঙ্গনা রনৌত। সেই আগুনে নাম জড়িয়েছিল একাধিক তারকা-সন্তানের, যার মধ্যে অন্যতম ছিলেন সোনাক্ষী সিনহা। তাই এবার তাঁর এমন ব্যঙ্গাত্মক জবাবকে অনেকেই বলছেন “চুপ থাকা মেয়ের মজার প্রতিশোধ”।
দর্শকের প্রতিক্রিয়া
সোনাক্ষীর এই আত্মব্যঙ্গাত্মক বিজ্ঞাপন দেখে নেটিজেনদের বড় অংশই প্রশংসায় ভরিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, “এটাই আসল স্মার্ট উত্তর”, কেউ বলছেন, “নিজেকে ব্যঙ্গ করেই সোনাক্ষী প্রমাণ করেছেন—তিনি আত্মবিশ্বাসী ও নির্ভীক।”
ধনতেরাসের উৎসবে সোনা কেনার প্রচারণা ঘিরে তৈরি এই বিজ্ঞাপন যেমন দর্শকদের মুখে হাসি এনেছে, তেমনি বলিউডের পুরোনো বিতর্কেও নতুন মাত্রা যোগ করেছে।