bdsaradin24.com

bdsaradin24.com সত্যের সন্ধানে সারাদিন bdsaradin24.com is popular and most reliable Bangladesh online newspaper to
getting all the latest Bangladesh news published since 2015.

bdsaradin24.com বাংলাদেশের বৃহত্তম জনপ্রিয় এবং সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন সংবাদপত্র।.২০১৫ সাল থেকে বাংলাদেশের সকল সর্বশেষ সংবাদ প্রকাশ করে আসছে।

আজকের রেফারীর জন‍্য…🤬🤬
10/06/2025

আজকের রেফারীর জন‍্য…🤬🤬

30/05/2025
সাম্প্রতিক টালমাটাল অবস্থায়ও ইউনূস সরকার যুগান্তকারী দুটি সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তে দেশের দূর্নীতিবাজদের ঘুম হারা...
28/05/2025

সাম্প্রতিক টালমাটাল অবস্থায়ও ইউনূস সরকার যুগান্তকারী দুটি সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তে দেশের দূর্নীতিবাজদের ঘুম হারাম হয়ে গেছে।

🔴 প্রথম সিদ্ধান্ত:
এনবিআরকে দুই ভাগে ভেঙে ফেলা!
1️⃣ রাজস্ব নীতি
2️⃣ রাজস্ব ব্যবস্থাপনা

আগে কী হতো জানেন?
যে কর্মকর্তা আপনার ট্যাক্স কত হবে ঠিক করত,
সে-ই আবার সেটা আদায়ও করত।
মানে?
এক হাতে ধার, আরেক হাতে ঘুষ।
১০০ টাকা ট্যাক্স ধার্য হলে, ২০ টাকা ঘুষ দিলেই ৩০ টাকায় দায়মুক্তি!
বাকি ৭০ টাকা কোথায়?
গেল রাষ্ট্রের পকেট থেকে!

কিন্তু এখন?
নীতিনির্ধারক আর আদায়কারী — এক না।
এরা কেউই একে অপরের নাগালে নেই।
ফাঁকি দেওয়া যাবে না। দালালি চলবে না। ঘুষেও হবে না কাজ।
রাজস্ব আসবে, সোজা কোষাগারে।
আর এতেই গায়ে আগুন ধরেছে...
এনবিআরে ঘাপটি মেরে থাকা কিছু দূর্নীতিবাজদের!
শুরু করেছে কর্মবিরতি, আন্দোলন।

🔴 দ্বিতীয় সিদ্ধান্ত:
সরকারী চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।
কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল বা যা অন্য কোনো কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কাজে বাধা তৈরি করে তাহলে সেটি হবে একটি অসদাচরণ।

এমন অপরাধের জন্য পদ বা বেতন গ্রেড অবনমিতকরণ, চাকরি হতে অপসারণ এবং এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে।
অনানুগত্য দেখানো ও কাজে বাধা দেয়া, একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, কাউকে কাজ থেকে বিরত থাকতে উস্কানি দেয়া এবং কাউকে কাজ করতে বাধা দেয়া।
সরকারি কাজের নামে কেউ যদি বিদ্রোহ করে,
৮ দিনের মধ্যে বহিষ্কার!
নতুন অধ্যাদেশে এটাই স্পষ্ট।
চাকরি মানে দায়িত্ব। দলবাজি অথবা দম্ভ নয়।

এনবিআর ও নতুন সরকারী চাকরি অধ্যাদেশ এ যদি এই সরকার সফল হয়,
আশা করা যায় বাংলাদেশে সামনে বাজেট ঘাটতি থাকবে না।
বরং প্রতিবছর থাকবে বিলিয়ন ডলারের উদ্বৃত্ত।

তবে দুঃখজনক হলো—
এই সাহসী উদ্যোগগুলোকে থামাতে উঠে-পড়ে লেগেছে কিছু দূর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও তাদের দোসররা।

তাদের মুখে এখন একটাই বুলি:
"সরকার কিছু করছে না!"
সরকার আসলে এমন কিছু করে ফেলছে যা তাদের নিজেদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে! — in Dhaka.

পদ্মাসেতু নির্মাণের জন্য ভোক্তার মোবাইল ফোন রিচার্জ থেকে ১ শতাংশ সারচার্জ কাটা হয়। অবিলম্বে এই সারচার্জ বন্ধ করার দাবি জ...
27/05/2025

পদ্মাসেতু নির্মাণের জন্য ভোক্তার মোবাইল ফোন রিচার্জ থেকে ১ শতাংশ সারচার্জ কাটা হয়। অবিলম্বে এই সারচার্জ বন্ধ করার দাবি জানাচ্ছি।

সাব্বাশ বিম্পি সকল বিষয়ে ঐক্যমত হয়েছে 😁😁😁জয় বাংলা 🫣🥴
27/05/2025

সাব্বাশ বিম্পি সকল বিষয়ে ঐক্যমত হয়েছে 😁😁😁
জয় বাংলা 🫣🥴

26/05/2025

যে ছয়টি ব্যাংককে একীভূত করা হবে সেগুলো হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

চোর, বাটপার, দুর্নীতিবাজদের আখড়া সচিবালয়। রাষ্ট্র শোষণের সবচেয়ে উচ্চ পর্যায়ের লোকেরা এখানে বসেই কলমের খোঁচার মাধ্যমে...
26/05/2025

চোর, বাটপার, দুর্নীতিবাজদের আখড়া সচিবালয়। রাষ্ট্র শোষণের সবচেয়ে উচ্চ পর্যায়ের লোকেরা এখানে বসেই কলমের খোঁচার মাধ্যমে দেশটাকে চু"ষে খাচ্ছে। তাই রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হোক সচিবালয় সংস্কারের মাধ্যমে।

"আইন সবার জন্যই সমান"
তাই যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সেই সাথে এই আন্দোলনের সাথে জড়িত যে সকল আওয়ামী দোসর আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।।।

゚ ゚ ゚

ঘাড়ের উপর তোলেনি এইটাই তো বড় বিষয়
26/05/2025

ঘাড়ের উপর তোলেনি এইটাই তো বড় বিষয়

নিশ্চিত থাকেন, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না : ড. ইউনূস
25/05/2025

নিশ্চিত থাকেন, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না : ড. ইউনূস

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when bdsaradin24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdsaradin24.com:

Share