28/07/2025
নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, আহত ২
কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে মুখে মাস্ক পরে প্রবাসীর বাড়িতে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, এতে দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে।
ভুক্তভোগী আমির হোসেনের ছেলে প্রবাসী সাদ্দাম হোসেন জানান, পার্শ্ববর্তী বাড়ির আব্দুল বারেকের ছেলে মাসুম, লোকমান, মাহফুজ, নোমান, মামুনসহ আরও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং লুটপাট করে। তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘরে ঢুকে নগদ পাঁচ লক্ষ টাকা, তার স্ত্রী ও মেয়ের সাত ভরি স্বর্ণালঙ্কার এবং আসবাবপত্র নিয়ে যায়। সাদ্দাম হোসেন জানান, তিনি গরুর খামার দেওয়ার জন্য এই টাকাগুলো ঘরে রেখেছিলেন। তার স্ত্রী সালমা বাধা দিলে হামলাকারীরা তার মাথায় আঘাত করে এবং তাকেও এলোপাতাড়ি মারধর করে লুটপাট চালিয়ে চলে যায়।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা আরও জানান, আব্দুল বারেকদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারা তাদের সম্পত্তির চল্লিশ পয়েন্ট জমি দাবি করে আসছে। তাই রোববার দুপুরে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করার সময় প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যায়। তারা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল বারেকের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি, তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।