12/05/2025
" বিএনপি করা যদি দোষের হয় তাহলে ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে আওয়ামী লীগ করাও একদিন দোষের হবে।"
~ওয়ারী যুবদল নেতা মিজু
৭ ডিসেম্বর, বুধবার, ২০২২, দিবাগত রাতে, রাজধানীর ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুকে বাসায় না পেয়ে তাঁর বাবাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে মারাত্মক আহত করেন। রাতেই তাঁকে আজগর আলী হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।